আসসালামু আলাইকুম বন্ধুরা,

আশা করি ভালো আছেন, আজ অনেকদিন পরে লিখতে বসলাম । সম্প্রতি দেখা যায় সারা বিশ্বে সেরা সেরা কিছু ওয়েবহোষ্টিং কোম্পানি নিয়ে অনেক পোষ্ট আছে, কিন্তু বাংলাদেশি ভালো কিছু হোষ্টিং কোম্পানীর সেরকম লিষ্ট করা নেই । অনেকেরই এটা জানা প্রয়োজন আছে বলে আমি মনে করি । রিসেন্টলি অনেক কাজেই ডোমেইন হোষ্টিং প্রয়োজন হয় । সময়টাই এমন বর্তমানে যে ডোমেইন হোষ্টিং ছাড়া ডিজিটাল ডিজিটাল লাগে না । এজন্য বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশী ৫টি সেরা ওয়েব হোষ্টিং কোম্পানী চিনে রাখা খুবই জরুরী । তো চলুন, এবার শুরু করা যাক…

আমি মূলত এই ৫টি কোম্পানীকে বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট করেছি । সার্ভিস, সাপোর্ট, সার্ভার আপটাইম, সাপোর্ট প্রতিনিধির ব্যবহার, সার্ভিসের মূল্য তফাৎ এগুলোর উপর নির্ভর করে এই ৫টি কোম্পানীকে সেরা বলে আখ্যায়িত করা যায় ।

  1. ExonHost: Link: https://exonhost.com । পরিচালকঃ সালেহ আহমেদ । ২০১২ সাল হতে ওয়েব হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । সার্ভিস কোয়ালিটি খুবই ভালো । তাদের সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=exonhost.com । বর্তমানে তাদের ৪১টিরও বেশি শেয়ার্ড হোষ্টিং সার্ভার রানিং আছে । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০, সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.৫০ । দামঃ দামটা একটু বেশি, কেননা ভালো সার্ভিস এবং ভালো সাপোর্ট পেতে খরচ তো একটু করাই লাগবে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 799 BDT এবং হোষ্টিং 5GB 2250 BDT বাৎসরিক ।]
  2. HostEver: Link: https://hostever.com । পরিচালকঃ মোস্তফা কামাল । কোড ফোর হোষ্ট সম্পর্কে হয়তো অনেকেই জানেন, কোড ফোর হোষ্ট এর ই বর্তমান নাম হোষ্টএভার । সার্ভিস কোয়ালিটি খুবই ভালো । বাংলাদেশের ১ম দিক থেকেই তারা ডোমেইন হোষ্টিং প্রভাইড করে আসছে । তাদেরও সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=hostever.com । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০, সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.৫০ । দামঃ ১নম্বরের ন্যায় এদের দামটাও একটু বেশি । ওইযে, ভালো সাপোর্ট এবং সার্ভিস পেতে একটু খরচ লাগবেই ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 750 BDT এবং হোষ্টিং 1GB 1500 BDT বাৎসরিক ।]
  3. ApikHost: Link: https://apikhost.com । পরিচালকঃ আকাশ আহম্মেদ । স্কাইলাইন আইটি এর একটি অংগ প্রতিষ্ঠান । এরা কম দামে ডোমেইন হোষ্টিং সেবা প্রদান করার জন্য খ্যাত । ২০২০ সাল থেকে এরা ওয়েব হোষ্টিং সেবা প্রদান শুরু করে । তুলনামুলক কম দামে ডোমেইন হোষ্টিং সার্ভিস প্রভাইড করায় বর্তমানে তাদের চাহিদা বেশ ভালোই । তাদেরও সমস্ত সার্ভিস জেনুইন লাইসেন্স করা আছে । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=sv3.apikhost.com । বর্তমানে তাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার রয়েছে । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দামে কম হলেও তাদের সার্ভিস কোয়ালিটি মান সম্পূর্ণ ও নির্ভরযোগ্য ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 499 BDT এবং হোষ্টিং 10GB+Free .COM 999 BDT বাৎসরিক ।]
  4. IntelwebHost: Link: https://intelwebhost.com । পরিচালকঃ শিশির আহমেদ । ২০১৭ সাল থেকে ডোমেইন হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । ডোমেইন হোষ্টিং এ বিভিন্ন অফার দেওয়ায় মোটামুটি ভালোই পরিচিত এই কোম্পানিটি । এদেরও সমস্ত সিষ্টেমে জেনুইন লাইসেন্স করা আছে । তাদের লাইসেন্স চেকিং লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=128.199.75.145 । সার্ভিস কোয়ালিটি: ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দামঃ সাধ্যের মধ্যে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 499 BDT এবং হোষ্টিং 10GB+Free .COM 1199 BDT বাৎসরিক ।]
  5. PutulHost: Link: https://putulhost.com । পরিচালকঃ মোঃ রুহুল আমিন । সাধ্যের মধ্যে ডোমেইন ও ওয়েব হোষ্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান । তাদের সমস্ত সার্ভিসে জেনুইন লাইসেন্স করা আছে । লাইসেন্স চেক লিংকঃ https://verify.cpanel.net/app/verify?ip=213.202.252.92 । সার্ভিস কোয়ালিটি ১০ এ ৯.৫০ । সাপোর্ট কোয়ালিটি ১০ এ ৯.০০ । দাম: সাধ্যের মধ্যে ।  [সর্বনিম্ন রেটঃ ডোমেইন .COM 669 BDT এবং হোষ্টিং 5GB 1000 BDT বাৎসরিক ।]

এই ছিলো বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানীর লিষ্ট । এই লিষ্টটা একটি ট্রাষ্টেড কোম্পানীর জন্য যা যা লাগে সেই নিয়ম মেনে তৈরি করা হয়েছে । এটি কোন মনগড়া বা পার্সোনাল কোন মতামত নয় । ওয়েব হোষ্টিং কোম্পানীর জন্য যা যা লাগে উপরোক্ত কোম্পানী ৫টি সমস্ত নিয়ম মেনে চলে । তাছাড়াও বাংলাদেশের ৮০% আইটি নির্ভরশীল মানুষ উপরোক্ত ৫টি কোম্পানীর সাথে জড়িত এবং পরিচিত । এবং বাংলাদেশের ৮০%+ ওয়েবসাইট উপরোক্ত ৫টি কোম্পানীর হোষ্টে হোষ্ট হয়েছে । চাইলে তাদের সার্ভার আইপিগুলো দিয়ে যাচাই করে দেখতে পারেন । আমার রিসার্সমতে ৮০% + সাইট এই কোম্পানীগুলোর আন্ডারে হোষ্ট হচ্ছে । তাই এই ৫টি কোম্পানীকে বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানী বলা যেতেই পারে ।

বর্তমান সময়ে নামি বেনামি ওয়েব হোষ্টিং কোম্পানীর ছড়াছড়ি কিন্তু আমরা বাঙালি কেবল অফার দেখেই লুটে পড়ি, কিন্তু কোম্পানীর অবস্থান বা ভবিষ্যৎ পরিধি না যেনেই যত্রতত্র অফার দেখেই লুফে নিই । ফলে, পরবর্তীতে বিভিন্ন রকম ঝামেলা বা কোম্পানী উধাও হয়ে গেছে, সাপোর্ট পাচ্ছেন না, ওয়েবসাইট ডাউন বিভিন্ন সমস্যায় ভূগি । কেউই আমরা যাচাই বাছাই করি না ।  যার জন্য প্রতারণা সহ, বিভিন্ন ডাটা হ্যাকিং, ইনফরমেশন লিকিং, এমনকি সাইবার হ্যারেজমেন্ট এর মতোও বাজে প্রতারণার স্বিকার হই । ওয়েব হোষ্টিং মানে সেখানে আপনার অনেক দামী ইনফরমেশনও থাকতে পারে বা এমনও ইনফরমেশনও থাকতে পারে যা কখনো কোটি টাকা দিলেও ফিরে পাবার মতো না । তাই, আসুন আমরা সঠিক কোম্পানী হতে ওয়েব হোষ্টিং নিয়ে নিশ্চিন্ত থাকি । যত্রতত্র কোম্পানী হতে হোষ্টিং বা ডোমেইন না কেনাই উত্তম । প্রতারণার হাত থেকে নিজে বাচুন, অন্যকে বাচান ।

 

আশা করি সকলে বুঝতে পেরেছেন ।

তবুও কোন ভুল হলে ক্ষমা করবেন ।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য ।

শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার আহব্বান করছি ।

(Information collected from: Own source.)

20 thoughts on "বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ)"

  1. Nahid Hasan Contributor says:
    Good Post.
    Thanks for sharing.
    Sob gular sathei ami porichito.
    1. Anmona Akash Contributor Post Creator says:
      আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য ।
  2. ধন্যবাদ পোষ্টদাতাকে । এমন বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার জন্য । পাশাপাশি এমন সতর্ক করার জন্যও অসংখ্য ধন্যবাদ । আশা করি এতে কিছুটা হলেও অনলাইনে এ জাতীয় প্রতারণা কমবে ।
    1. Anmona Akash Contributor Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ, আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ।
    1. Anmona Akash Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই ।
    1. Anmona Akash Contributor Post Creator says:
      ধন্যবাদ
  3. তবে যাদের নাম লিস্ট করেছেন তাদের মধ্যে সব চাইতে ভালো সুবিধা এবং আপটাইম এর দিক থেকে সেরা হলো Exonhost ৩ নাম্বারটা ব্যবহার করেছি। ৭দিনেও সাপোর্ট থেকে রিসপন্স পাই নাই ভাই ? EBN host, Dhakahost এগুলা মোটামুটি ভালোই। ধন্যবাদ।
    1. Anmona Akash Contributor Post Creator says:
      ভাই, আমি পোষ্ট করার পূর্বে অবশ্যই নিজে যাচাই করেছি প্রতিটা কোম্পানী । এমনকি সার্ভিস ব্যবহার পযন্ত করে দেখেছি । তাও, ১বার বা ২বারে নয়, অনেক সময় নিয়ে যাচাই করেছি । তারপর পোষ্ট করেছি । আর হ্যা, আমি পোষ্ট করেছি দেশের সেরা ৫টি হিসেবে । উল্লেখ করেছি যে, দেশের ৮০%+ সাইট তাদের হোষ্টিং এ হোষ্ট করা আছে । (পরিক্ষিত) । যা আপনার দেওয়া কোম্পানীর নেই । এবং আপনিও উল্লেখ করেছেন যে, মোটামুটি। কিন্তু ভাইয়া আমি পোষ্ট করেছি দেশের সেরা ৫টি । সো, রিসার্চমতে দেশের সেরা হওয়ার অর্জন তাদেরই, এটা শুধু আমার ব্যাক্তিগত মতামত নয় । এ বিষয়ে পত্রিকা পযন্ত ছাপানো হয়েছে দেখলাম । সবকিছু যাচাই করে, সার্ভিস এবং সাপোর্ট কোয়ালিটির উপর নির্ভর করে এরাই সেরার খ্যাতি অর্জন করেছে । ধন্যবাদ ।
  4. Habib+Wahab Contributor says:
    Exonhost, hostever, apikhost, intelwebhost এই 4টা কোম্পানীর সাথে আমি পরিচিত । আমার নিজেরও অনেকগুলো সাইট এখানে হোষ্ট করা । ডেভেলপার হিসেবে আমি এদেরকেই বেষ্ট মনে করি । বিশেষ করে সার্ভিস কোয়ালিটিতে কোন ঘাটতি নেই ।
    শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ।
    1. Anmona Akash Contributor Post Creator says:
      ধন্যবাদ আপনার অনুপ্রেরণামুলক মন্তব্যের জন্য ।
    2. যদিও দেশি হোস্টিং ব্যবহার করার রুচি হয় না তারপরেও সুধুমাত্র ভালো সাপোর্ট সিস্টেম আর ভালো স্পিডের জন্য Exonhost ব্যবহার করি। আমার কয়েকটা এফেলিয়েট ওয়েব সাইট হোস্ট করা আছে। আর আমার আরো কয়েকটা সাইট আছে নেমচিপে, ড্রিম হোস্টে। আমার ম্যানশন করা যে সাইট গুলো ছিলো তার মধ্যে এক্সোন হোস্ট সবার প্রথমে। কেন প্রথমে দিয়েছি তাহলে বুঝেছেন নিশ্চয়?? যাইহোক, আপনি চেক করে পোস্ট লিখেছেন যেহেতু তাহলে তো তাদের সার্ভিস সম্পর্কে ভালো আইডিয়া আছে। যদিও দেশি ক্লায়েন্টের কাজ করি না। যদি করি তাহলে এক্সোন হোস্টকে ৯৯.৯% প্রাধান্য দেই। আর না হলে বাহিরের হোস্টিং কম্পানি থেকে কিনতে বলি। যাইহোক, আপনার লেখা এবং কমেন্ট পড়ে ভালো লাগলো।
    3. Sajib Miah Contributor says:
      Apikhost domsin kinlam 3din holo status ghore ekhon pending.phone dilam dorlo na support gelam active na ai holo tader service?
  5. towhid24 Contributor says:
    ভাল পোস্ট আমার ওয়েবসাইট
    http://www.answersbd.xyz/
  6. Roxxino Contributor says:
    Assa bd theke kivabe namecheap or godaddy theke domain kinbo?
  7. Sajib Miah Contributor says:
    Bhai Ami 3 Din holo Apikhost Domain Kinlam Domain Active Hoy Na.support 2 bar message korlam kono replay nai..
  8. Aburaihan22 Contributor says:
    vaiya konta theke domain kinbo
  9. Rakibul Hasan Contributor says:
    apikhost theke domain kinlei bass

Leave a Reply