Site icon Trickbd.com

প্রশ্নোত্তর সাইটে জাভা দিয়ে উত্তর দেওয়ার সিস্টেম চালু করুন

Unnamed

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

আজকে আপনাদেরকে দেখাবো প্রশ্নোত্তর সাইটে কিভাবে জাভা দিয়ে প্রশ্ন ও উত্তর দেওয়ার সিস্টেম করবেন।অনেকেই বিভিন্ন সময় জাভা ফোন দিয়ে টাকা ইনকাম করার জন্য প্রশ্নোত্তর সাইট তৈরি করে থাকেন।কিংবা অনেক এন্ড্রোয়েড ইউজার অনলাইনে আয় করার জন্য প্রশ্নোত্তরভিত্তিক অনলাইন প্লাটফর্ম তৈরি করে, গুগল এডসেন্স পেতে চান।কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকে তাদের প্রশ্নোত্তর সাইটটি আর এগিয়ে নিতে পারে না।শুরুতেই তাদের সাইট ডাউন হয়ে যায়।কিন্তু অনলাইনে আয় করতে হলে আমাদের প্রয়োজন ধৈর্য্য, যা অনেকে হারিয়ে ফেলে।ফলাফল তারা সফল হতে পারে না, এই অনলাইন জগতে।কিন্তু একটু ধৈর্য্য আর কষ্ট করতে পারলে আপনিও অনলাইনে খুব ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন, যেমনটা আমি বর্তমানে আয় করছি।যাই হোক এসব কথা অন্য আরেকটি পোস্টে কোনো একদিন বলবো।এখন মূল পোষ্টে ফিরে যাই।
তো অনেকে আছেন, যারা তাদের প্রশ্নোত্তর সাইটে জাভা ইউজারদেরকে দিয়ে কিছু টাকার বিনিময়ে কাজ করাতে চান।কিন্তু আমরা যখন প্রশ্নোত্তর সাইট রান করাই, তখন একটা প্লাগিন আমাদের সাইটে না থাকার কারণে জাভা ইউজাররা প্রশ্ন ও উত্তর ঠিক মতো করতে পারেন না।আর প্রশ্ন করতে পারলেও তারা উত্তর দিতে পারে না।আজকের পোস্টের মাধ্যমে সেই প্লাগিন আর সহজ কিছু কাজ করার ফলে আপনার প্রশ্নোত্তর প্লাটফর্মে খুব সহজেই জাভা ফোন ইঊজাররা প্রশ্ন ও উত্তর দিতে পারবে।
plugin link
প্রথমে উপরের লিংক থেকে প্লাগিনটা ডাউনলোড করে নিন।এরপর আপনার হোস্টিং এর সিপ্যানেলে এটি আপলোড করে দিন।কিভাবে সিপ্যানেলে আপলোড করবেন তা নিচের স্ক্রিনশটগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন।

তবে মনে রাখবেন শুধু প্লাগিন আপলোড করলেই হবে না, এরপর সেটা extract করতে হবে।
এখন প্লাগিন আপলোড দেওয়ার কাজ শেষ হলে, আপনার সাইটের এডমিন বা প্রশাসন প্যানেলে যান।এরপর পোস্টিং এ গিয়ে নিচের দিকে স্ক্রল করে সাধারণ সম্পাদক করে দিন।নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন।


এখন একদম নিচে গিয়ে সেইভ করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ, তাহলেই আপনার সাইটে জাভা মোবাইলফোন ইউজাররা প্রশ্নোত্তর করতে পারবেন খুব সহজভাবে।তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
খুব শীঘ্রই কিভাবে অনলাইনে সহজে গুগল এডসেন্স পেয়ে বিক্রি করে আয় করতে পারেন, তা নিয়ে পোস্ট করবো ইনসাল্লাহ্।

Exit mobile version