Site icon Trickbd.com

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-03 / HTML Tags]

Hello TrickBD Users

আসসালামুওয়ালাইকুম

কেমন আছেন সবাই ? HTML , CSS & JavaScript এর ২য় লিখিত ক্লাসে আপনাকে স্বাগতম ।  যারা আগের ক্লাস টি দেখেন নি তারা এক্ষুনি আমার আগের ক্লাস টি দেখে আসুন । সব ক্লাস গুলো মনযোগ সহকারে না দেখলে বুঝবেন না যে আমি কি বলছি । কারন কোডিং অনেক সেনসিটিভ একটি বিষয় ।

ক্লাস ০১ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

ক্লাস ০২ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers]

এই ক্লাসে আমরা যা যা শিখবো

HTML Tag কী

আপনি যদি একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে চান। ট্যাগ আপনাকে তা করতে সাহায্য করবে।

ট্যাগ দ্বারা একটি এলিমেন্ট বা ওয়েব কন্টেন্ট কেমন হবে তা বোঝানো হয়। ট্যাগ < এবং > এই দুই ব্র্যাকেট/বন্ধনীর মধ্যে লিখতে হয় ।

এগুলি কীওয়ার্ডের মতো যা সংজ্ঞায়িত করে যে ওয়েব ব্রাউজার কীভাবে বিষয়বস্তু ফর্ম্যাট এবং প্রদর্শন করবে ।

কিছু ট্যাগের উদাহরণঃ

এগুলো হলো স্টার্টিং/ওপেনিং ট্যাগ

এগুলো হলো ক্লোজিং ট্যাগ

ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কী

ওপেনিং ট্যাগ মূলত একটি এইচটিএমএল মার্কাপ শুরু করে । যা দুটি ব্র্যাকেট <এবং> এর মধ্যে আবদ্ধ থাকে ।

এবং ক্লোজিং ট্যাগ এ শুধু সেই ব্রাকেট এর মার্কাপ এর সামনে “/” যুক্ত হয় । যেমনঃ </এবং> ।

কিছু ট্যাগের ব্যবহারঃ

Paragraph Tag:

<p>Hello Everyone,

Welcome To TrickBD.Com.This is a paragraph.</p>

রেজাল্টঃ

Hello Everyone,

Welcome To TrickBD.Com.This is a paragraph.

Heading Tag:

<h1>This is a heading</h1>

রেজাল্টঃ

This is a heading

 

আজ আমরা জানলাম ট্যাগ কী এবং কীভাবে লিখতে হয় এই সম্পর্কে । কিন্তু কোন ট্যাগ ব্যবহার করলে কি হবে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো ।

আজ এপর্যন্তই দেখা হবে পরবর্তী লিখিত ক্লাসে ।

আসসালামুওয়ালাইকুম

[Warning: The complete course is written by Saimum Raihan. This course is fully copyrighted to TrickBD Official & Saimum Raihan. Please do not copy, otherwise legal action will attempt. Thank You]

Thank You.

Exit mobile version