Site icon Trickbd.com

মাত্র ১.৯৯£ তে ডট কম ডোমেইন। সাথে আরো একটি ডোমেইন ফ্রি। [Don’t Miss]

আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার?
সবার মনের অবস্থা ভালো করার জন্য আরও একটা ধামাকাদার পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।
আজকের টপিক হলো কিভাবে মাত্র ১.৯৯£ (ইউরো) ডটকম ডোমেইন নিবেন, সাথে থাকছে আরও একটি ফ্রী ডোমেইন! ফ্রি ডোমেইন হিসেবে .co.uk অথবা .uk পাবেন। মাত্র ২$ এ ডোমেইন সাথে আরো একটা ডোমেইন ফ্রি, আর কি লাগে!!!

তো চলুন তাহলে শুরু করা যাক,

প্রথমেই আমাদেরকে Names.co.uk এই ওয়েবসাইটে যেতে হবে,
এবার আপনাকে আপনার নামটি লিখে সার্চ করতে হবে। যেমন আমি এখানে vusiders.com কিনবো। (আপনি যে ডোমেইন নামটি কিনতে চাচ্ছেন)

দেখুন আমার ডট কম ডোমেইনটি এভেলেভল রয়েছে। সাথে আমাকে আরো ১ টি ডোমেইন ফ্রিতে সাজেস্ট করছে। আপনি ডট কম বাদে .co.uk অথবা .uk এই দুটার যেকোনো একটি ডোমেইন নিতে পারবেন। (ফ্রি এর ডোমেইন গুলার নাম আলাদা করে নিতে পারবেন না, একই নামে নিতে হবে)। যে দুটি ডোমেইন নিবেন সে দুটিতে Added এবং Email এ টিক দিয়ে দিবেন। তারপর Proceed to Basket এ ক্লিক করবেন।

এখানে হোস্টিং নেয়ার কথা বলতেছে, আপনি যদি নিতে চান তাহলে সেখান থেকে সেগুলো সিলেক্ট করবেন। তারপর আবার Proceed to Basket এ ক্লিক করবেন।

এখানে আপনাকে ডোমেইনের সাথে অনেকগুলো Features নিতে বলতাছে। কিন্তু আমরা সেগুলা নিবো না, তাই ডোমেইন দুটো রেখে বাকিগুলো সব ক্রস করে ডিলিট করে দিবো।

দেখুন আমার মোট খরচ হবে ২.৩৯£ (ভ্যাট সহ)। যেটা ডলারে হবে ২.৫৯$ এর মতো, যা বাংলাদেশি টাকায় ৩২০ টাকার মতো। এবার আমাদের পেমেন্ট করার জন্য একাউন্ট করতে হবে। তাই Create an Account এ ক্লিক করে দিবেন।

এবার এখানে আমাদের নাম, ফোন নম্বর, ঠিকানা, সবগুলা দিয়ে দিবো। Login & Security তে Memorable Word হিসবে এমন একটা আপনার মনে থাকবে এবং ভবিষ্যতে একাউন্ট রিকভার করার ক্ষেত্রে কাজে লাগবে। (এখানে আপনার অন্য কোন নাম বা পছন্দের কারো/কিছুর নাম দিতে পারেন।)

এবার Privacy Notice এ টিক দিয়ে Proceed করে দিবেন।

এবার আপনাকে পেমেন্ট মেথডের অপশন গুলো দিবে। পেমেন্ট করার জন্য দুই প্রকার অপশন রয়েছে কার্ড অথবা পেপাল। তো আমরা কার্ড দিয়ে পেমেন্ট করব তাই এখানে কার্ডের ধরন সিলেক্ট করতে হবে। যেহেতু আমার Bybit Card, তাই মাস্টারকার্ড সেটাই সিলেক্ট করে দিলাম। (আপনারা চাইলে যেকোনো ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারেন, Redotpay ও ব্যবহার করতে পারবেন।)

এবার আপনাকে পেমেন্ট এড্রেস দিতে হবে। তো আপনি চাইলে আগের এড্রেস এখানে দিতে পারেন।

এরপর আপনাকে আপনার কার্ড ডিটেলস দিতে হবে। Card Number, Expiration Date, CVC, Card Holder Name এগুলা ঠিক মতো দিয়ে দিবেন।

যেহেতু আমি Bybit Card ব্যবহার করেছি, তাই Bybit এর ভেরিফিকেশন দিতে হবে। ইমেইল থেকে ভেরিফিকেশন করলেই হয়ে যায়। (অন্যান্য কার্ডে সেটা নাও লাগতে পারে।)

দেখুন আমার অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার মোটামুটি ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার ৩০ ঘন্টা মতো সময় লেগেছিল।

তো অপেক্ষা শেষ করার পর দেখতে পাবেন আপনাকে ৩ টা মেইল পাঠানো হয়েছে। ২ টা ডোমেইন কনফার্ম এর এবং একটা ইমেইল ভেরিফিকেশন এর। ইমেইলটা ভেরিফাই করে নিবেন। না হলে কিন্তু ১৫ দিন পর ডোমেইন ক্যান্সেল হয়ে যাবে।


ডোমেইন কনফার্ম হবার পর আপনার কার্ড থেকে চার্জ করবে, আর আগে কোনো টাকা/ডলার কাটবে না। (আপনার কার্ড যদি লেনদেন করার সময় চার্জ কাটে, তাহলে আরো ০.১০/০.২০$ এক্সট্রা কাটতে পারে।)

ব্যাস কাজ শেষ, এবার লগইন করে আপনার ডোমেইনগুলা ম্যানেজ+নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন।

FAQs

এখান থেকে ডোমেইন কেনা নিরাপদ কিনা?

হ্যাঁ ১০০% নিরাপদ। আমি ৮ মাস+ ধরে এই ডোমেইনটি ব্যবহার করছি। এখনো পর্যন্ত সাসপেন্ড বা এই ধরনের কোন সমস্যা হয়নি। আর কয়েকদিন আগেও আরেকটা কিনলাম, যেটা নিয়ে এখানে পোস্ট করতাছি।

রিনিউ ফি কত?

আমার সাধারণত সবাই জানি যে কম দামে ডোমেইন কেনা হলে, সেটার রিনিউ ফি অনেক বেশি হয়। এখানেও ঘটনা ব্যতিক্রম নয়। ডট কম রিনিউ প্রাইজ £38.39। ডট কো.ইউকে এবং ডট কো £23.99।

এখন অনেকেই বলবেন এত দাম দিয়ে তো রিনিউ করা সম্ভব না!

হ্যাঁ, তবে তাদের জন্য সহজ সমাধান রয়েছে। সেটা হলো ট্রান্সফার করা। আপনার ডোমেইনটি অন্য কোনো প্রোভাইডার এর কাছে ট্রান্সফার করে নেওয়া। অন্য কোথাল ট্রান্সফার করতে গেলে সাধারণ ডোমইনের দামেই পেয়ে যাবেন। (ডোমেইন ট্রান্সফার করলে রিনিউও হয়ে যায়।) আর ডোমেইন ট্রান্সফার করতে আপনাকে প্রোভাইডারই সাহায্য করবে।

আমি তাদের (Names এর) সাপোর্টে কথা বলেছি, তাদের থেকে ডোমেইন অন্য কোথাও ট্রান্সফার করতে কোনো প্রকার ফি লাগেনা। আর তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা Support টিকিট ব্যবহার করতে পারেন।

আশাকরি আমাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি। পোস্টে সবকিছু বিস্তারিত বলা আছে। দয়া করে পোস্টটা ভালো করে পড়ে তারপর নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কম দামের ডোমেইন ইনজয় করুন। আর চাইলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন, VUsiders.Com