আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার?
সবার মনের অবস্থা ভালো করার জন্য আরও একটা ধামাকাদার পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।
আজকের টপিক হলো কিভাবে মাত্র ১.৯৯£ (ইউরো) ডটকম ডোমেইন নিবেন, সাথে থাকছে আরও একটি ফ্রী ডোমেইন! ফ্রি ডোমেইন হিসেবে .co.uk অথবা .uk পাবেন। মাত্র ২$ এ ডোমেইন সাথে আরো একটা ডোমেইন ফ্রি, আর কি লাগে!!!
তো চলুন তাহলে শুরু করা যাক,
প্রথমেই আমাদেরকে Names.co.uk এই ওয়েবসাইটে যেতে হবে,
এবার আপনাকে আপনার নামটি লিখে সার্চ করতে হবে। যেমন আমি এখানে vusiders.com কিনবো। (আপনি যে ডোমেইন নামটি কিনতে চাচ্ছেন)
দেখুন আমার ডট কম ডোমেইনটি এভেলেভল রয়েছে। সাথে আমাকে আরো ১ টি ডোমেইন ফ্রিতে সাজেস্ট করছে। আপনি ডট কম বাদে .co.uk অথবা .uk এই দুটার যেকোনো একটি ডোমেইন নিতে পারবেন। (ফ্রি এর ডোমেইন গুলার নাম আলাদা করে নিতে পারবেন না, একই নামে নিতে হবে)। যে দুটি ডোমেইন নিবেন সে দুটিতে Added এবং Email এ টিক দিয়ে দিবেন। তারপর Proceed to Basket এ ক্লিক করবেন।
এখানে হোস্টিং নেয়ার কথা বলতেছে, আপনি যদি নিতে চান তাহলে সেখান থেকে সেগুলো সিলেক্ট করবেন। তারপর আবার Proceed to Basket এ ক্লিক করবেন।
এখানে আপনাকে ডোমেইনের সাথে অনেকগুলো Features নিতে বলতাছে। কিন্তু আমরা সেগুলা নিবো না, তাই ডোমেইন দুটো রেখে বাকিগুলো সব ক্রস করে ডিলিট করে দিবো।
দেখুন আমার মোট খরচ হবে ২.৩৯£ (ভ্যাট সহ)। যেটা ডলারে হবে ২.৫৯$ এর মতো, যা বাংলাদেশি টাকায় ৩২০ টাকার মতো। এবার আমাদের পেমেন্ট করার জন্য একাউন্ট করতে হবে। তাই Create an Account এ ক্লিক করে দিবেন।
এবার এখানে আমাদের নাম, ফোন নম্বর, ঠিকানা, সবগুলা দিয়ে দিবো। Login & Security তে Memorable Word হিসবে এমন একটা আপনার মনে থাকবে এবং ভবিষ্যতে একাউন্ট রিকভার করার ক্ষেত্রে কাজে লাগবে। (এখানে আপনার অন্য কোন নাম বা পছন্দের কারো/কিছুর নাম দিতে পারেন।)
যেহেতু আমি Bybit Card ব্যবহার করেছি, তাই Bybit এর ভেরিফিকেশন দিতে হবে। ইমেইল থেকে ভেরিফিকেশন করলেই হয়ে যায়। (অন্যান্য কার্ডে সেটা নাও লাগতে পারে।)
দেখুন আমার অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার মোটামুটি ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। আমার ৩০ ঘন্টা মতো সময় লেগেছিল।
তো অপেক্ষা শেষ করার পর দেখতে পাবেন আপনাকে ৩ টা মেইল পাঠানো হয়েছে। ২ টা ডোমেইন কনফার্ম এর এবং একটা ইমেইল ভেরিফিকেশন এর। ইমেইলটা ভেরিফাই করে নিবেন। না হলে কিন্তু ১৫ দিন পর ডোমেইন ক্যান্সেল হয়ে যাবে।
ডোমেইন কনফার্ম হবার পর আপনার কার্ড থেকে চার্জ করবে, আর আগে কোনো টাকা/ডলার কাটবে না। (আপনার কার্ড যদি লেনদেন করার সময় চার্জ কাটে, তাহলে আরো ০.১০/০.২০$ এক্সট্রা কাটতে পারে।)
ব্যাস কাজ শেষ, এবার লগইন করে আপনার ডোমেইনগুলা ম্যানেজ+নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন।
হ্যাঁ ১০০% নিরাপদ। আমি ৮ মাস+ ধরে এই ডোমেইনটি ব্যবহার করছি। এখনো পর্যন্ত সাসপেন্ড বা এই ধরনের কোন সমস্যা হয়নি। আর কয়েকদিন আগেও আরেকটা কিনলাম, যেটা নিয়ে এখানে পোস্ট করতাছি।
আমার সাধারণত সবাই জানি যে কম দামে ডোমেইন কেনা হলে, সেটার রিনিউ ফি অনেক বেশি হয়। এখানেও ঘটনা ব্যতিক্রম নয়। ডট কম রিনিউ প্রাইজ £38.39। ডট কো.ইউকে এবং ডট কো £23.99।
হ্যাঁ, তবে তাদের জন্য সহজ সমাধান রয়েছে। সেটা হলো ট্রান্সফার করা। আপনার ডোমেইনটি অন্য কোনো প্রোভাইডার এর কাছে ট্রান্সফার করে নেওয়া। অন্য কোথাল ট্রান্সফার করতে গেলে সাধারণ ডোমইনের দামেই পেয়ে যাবেন। (ডোমেইন ট্রান্সফার করলে রিনিউও হয়ে যায়।) আর ডোমেইন ট্রান্সফার করতে আপনাকে প্রোভাইডারই সাহায্য করবে।
আমি তাদের (Names এর) সাপোর্টে কথা বলেছি, তাদের থেকে ডোমেইন অন্য কোথাও ট্রান্সফার করতে কোনো প্রকার ফি লাগেনা। আর তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা Support টিকিট ব্যবহার করতে পারেন।
আশাকরি আমাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি। পোস্টে সবকিছু বিস্তারিত বলা আছে। দয়া করে পোস্টটা ভালো করে পড়ে তারপর নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কম দামের ডোমেইন ইনজয় করুন। আর চাইলে আমার ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন, VUsiders.Com
You must be logged in to post a comment.
আমি ব্লগে নতুন আমি ডোমাই নিয়েছি এবং একটা সাইট তৈরি করেছি দেখন তো আর কিছু করা লাগবে কিনা
http://www.earninglive.com
১ বছর পর ডোবল দাম নিতে থাকবে
সেটার সমাধানও দিয়েছি
ফ্রি ডোমেইন নিতে গিয়ে আমার কার্ড থেকে ১ ডলার হোল্ড করছে এখনো রিফান্ড করেনি ২ দিন হলো, ব্যালেন্স যখন নিবেই তাইলে ফ্রি ডমেইন হলো কিভাবে
কি বলেন ভাই! আমার তো এক্সট্রা কোনো চার্জ কাটলো না, শুধু কার্ডের একটু কেটেছে। আমি যা হিসাব দিছি তার এক বেশিও কাটার কথা না। আপনি ফ্রি ডোমেইন কি পরে নিতে গিয়েছিলেন নাকি?
Ami to payment kortechi but all time payment failled
আপনার কার্ডের সমস্যা। কোন কার্ড?
Vai egula just hudai. Pore dam onek besi porbe
সেটার সমাধানও দিয়েছি। এই জন্য বলি পোস্ট পুরাটা পরে কমেন্ট করেন।
Boxod
১২ ঘন্টা হলো পেমেন্ট সাক্সেস বাট ড্যাশবোর্ড এ কিছুই নাই তাহলে টাকা কাটলো ক্যান স্পাম সাইট সম্ভবতো।
রিপোর্টেড পোষ্ট
ভাই, ৮ মাস+ একটা ডোমেইন ব্যবহার করছি, রিসেন্টলি একটা ডোমেইন নিলাম। আর হুদাই বলে দিলেন স্কাম!!! 🤣
ডোমেইন রেজিস্ট্রার হওয়ার আগে আপনার ব্যালেন্সই কাটবে না। আর কাটলেও, বলেছি তো সাবমিট করার পর ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করার পর ডোমেইন এক্টিভ হবে।
ভাই আপনি কি ডোমেইন পেয়েছেন?
আমার তো ২ দিন হয়ে যাচ্ছে প্রায়, এখনো ডোমেইন পেলাম না।
ভাই বাইন্যান্স অথবা bidget থেকে
কিভাবে কার্ড নিব একটা পোস্ট করেন!??
বাইনেন্স আর বিটগেট থেকে নেওয়া যায় না। আর বাইবিট থেকে আগে নেওয়া যাইতো কিন্তু এখন আর যায় না।
https://rent24.news/
ভাই পেমেন্ট করার ২দিন দিন হয়ে যাচ্ছে প্রায়।
এখনো তো ড্যাশবোর্ডে কিছুই নাই।
টাকা তো কেটে নিয়েছে।
পোস্টে সব কিছুই প্রমাণ সহই দেওয়া আছে। আমি নিজেই ২ টা ডোমেইন ব্যবহার করতাছি আমার তো সমস্যা হয়নি। প্রমাণ ছাড়া/আউল ফাউল পোস্ট আমি করি না। আমার করা সব পোস্ট ১০০% অথেন্টিক। আপনার কার্ড হয়তো একাধিক পেমেন্টে ব্যবহার হয়েছে বা আপনার এড্রেসে ভুল আছে তাই জন্য আপনাকে ফ্রড ধরেছে। আর আপনাকে তো বলে দিয়েছে তারা রিফান্ড করবে। তাহলে টাকা লস কিভাবে গেলো? তাছাড়াও তাদের সাপোর্টে কথা বলার সুযোগ আছে। সেখান থেকেও সমাধান করতে পারেন।
ফাউলতামি করেন কেন। টাকাও কেটে নিলো ডোমেইও দিলো না।
এসব আউল ফাউল সাইট নিয়ে পোস্ট দেন কেন?
Dear,
Thank you for reaching out to us. We appreciate your patience and understanding in this matter.
We regret to inform you that your order has been placed on hold due to our anti-fraud verification process. Our team is currently reviewing your order and will get back to you as soon as possible to inform you whether it has been accepted or cancelled.
Please note that any funds temporarily held on your card are pre-authorisations and will be automatically released back to your bank. We kindly ask for your patience, as it may appear as a pending order for up to 30 days.
এই পোস্ট এর লেখক কে?
তোরে ভিশন গালি দিতে ইচ্ছা করতেছেরে ভাই।
Delete this post please.
অনেকেউ ফাউ হয়রানি শিকার হবে।
ডোমেইন দেয় না।
ব্য া ***)( *ুতিকা) ++ ট্য া শ্য া( ুিাহকুি) ল া
এখান থেকে ডোমেইন কেনা নিরাপদ কিনা? হ্যাঁ ১ **০** ০ * % নিরাপদ। আউল ফাউল তথ্য? আমার 5*0*0 টা* কা পুরা জলে।