Site icon Trickbd.com

টেলিগ্রাম থেকে ইনকামের যত পদ্ধতি

বর্তমানে যদি কারো সামনে বন্দুক তাক করে রেখে বলতে বলা হয় যে, “ফেসবুক ভালো এড পাবলিশিং নেটওয়ার্ক কিংবা টুইটার অথবা ইউটিউব” ওনার যদি নূন্যতম জ্ঞান থেকে থাকে তবে সে হয়তো গুলিতে মারা যেতে রাজি হবে কিন্তু তবুও এই অকাট্য মিথ্যে বলতে রাজি হবে না। এমনই এক পরিস্থিতি যেসময় টুইটার তার অভ্যান্তরীন ম্যানেজমেন্টের কারনে পিছিয়ে পড়ছে, ফেসবুকের ঘন ঘন এলগরিদম চেঞ্জ এডভারটাইজার এবং পাবলিশার উভয়েই চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে এবং ইউটিউটিবের অতিরিক্ত অ্যাড সেগমেন্ট প্লাটফর্মটিকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে।

ঠিক সেইসময়ে টেলিগ্রাম নতুন সব ফিচার এবং আর্নিং স্কোপ তৈরি করছে যা সমজাতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে লিস্টের টপে নিয়ে যাচ্ছে ক্রমাগত। গত কয়েকদিন আগে অথর ‘Shakib’ ভাই বলেছিলেন কীভাবে একটি টেলিগ্রাম চ্যানেলে মনেটাইজেশন অন করা যায় সে নিয়ে। পোস্টটি পড়ে আসুনঃ

আজকে আমি লিখতে চাই অন্য একটি পদ্ধতির মাধ্যমে টেলিগ্রাম থেকে ইনকামের। পদ্ধতিটি হচ্ছে টেলিগ্রাম লিংক বেচা-কেনার মাধ্যমে। মূলত এটি একটি পূরনো ব্যবসা। যাহারা ডোমেইন কেনা-বেচা করেন তাহারা বিষয়টি ভালো বুঝবেন। আমরা শীঘ্রই ওয়েব ভার্শন ৩.০ তে প্রবেশ করতে যাচ্ছি এবং এই চিন্তাভাবনা থেকেই টেলিগ্রাম কাস্টম লিংক Buy/Sell ফিচারটি জনপ্রিয়তা পাচ্ছে কিংবা পাবে।

টেলিগ্রামের কোন কাস্টম লিংকগুলো বিক্রি করতে পারবেন?

কাস্টম লিংক বিক্রি করতে যেসব বিষয় বিবেচনায় রাখতে হবেঃ

Buy/Sell পদ্ধতি স্টেপ বাই স্টেপঃ

 

এই পদ্ধতিতে টেলিগ্রাম ইউজারলিংক সেল করার জন্য আগে মার্কেট সম্বন্ধে পূর্ণ ধারণা নিয়ে নামবেন। পূর্ণ ধারণা নিয়ে না নামার কারণে যদি কোন প্রতিবন্ধকতায় পড়েন তাহলে আমাকে নক দিতে পারেন আমি হেল্প করবো। নেগেটিভ কমেন্ট কিংবা সমালোচনা করতে পারেন তবে সেটা যদি গঠনমূলক হয় তাহলে আমার থেকে এপ্রেশিয়েশন পাবেন। মানুষ মাত্রই ভুল। ভুল ত্রুটি হতেই পারে। ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সাহায্য করুন। আমি হয়তো ঠিকমত গুছিয়ে লিখতে পারি নাই বিষয়টি। সেজন্য আগাম ক্ষমাপ্রার্থনা করছি। সবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

Find me on Telegram: