আসসালামু আলাইকুম | ট্রিকবিডিতে আজ আমার যাত্রা শুরু হলো | সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কাজটা শুরু করতে যাচ্ছি | আমার জন্য দোয়া করবেন |
আজ আমি একটি চমকপ্রদ বিষয় শেখাতে যাচ্ছি | আমি শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা অন্য একটি ওয়েবপেজকে নিজের ওয়েবসাইটে শো করাবেন | উদাহরণ হিসেবে আমি ট্রিকবিডির ওয়েবপৃষ্ঠাকে আমার নিজের ওয়েবসাইটে শো করাব | এই কাজটিকে বলা হলো এমবেড করা | আর আমরা এই কাজটি এইচটিএমএল (HTML) এর সাহায্যে করব যা আমি পোস্টের টাইটেলে উল্লেখ করে দিয়েছি | তো চলুন শুরু করা যাক |
আমরা এমবেড করা কাজটি iframe ট্যাগের মাধ্যমে করব | এজন্য আমরা start tag এবং end tag প্রথমেই লিখে নিব |
তারপর start ট্যাগের ভিতরে src ব্যবহার করব এবং (“”) ইনভার্টেড কমার ভিতরে যে ওয়েবপৃষ্ঠাটি এমবেড করব ঠিক সেই ওয়েবপৃষ্ঠার লিংক কপি করে বসিয়ে দিব | উদাহরণস্বরুপ আমি ট্রিকবিডির হোমপেজের লিংক দিয়েছি |
উল্লেখ্য যে, লিংক ব্যবহারে অবশ্যয় http:// করতে হবে | তা না হলে পেজটি শো করবে না |
তাহলে দেখা যাবে ছোট টিভির মতো অংশে ট্রিকবিডির হোমপেজ দেখা যাবে এবং ট্রিকবিডির পেজকে আপনি স্ক্রোল করতে পারবেন |
যদি আপনি স্ক্রোলিং বন্ধ করতে চান তাহলে strat ট্যাগের ভিতরে scrolling=”no” লিখে দিলে স্ক্রোলিং বন্ধ হয়ে যাবে |
এখন যদি উচ্চতা দিতে চান তাহলে height=”100px” লিখে দিন | ১শত পিএক্সের পরিবর্তে বিভিন্ন উচ্চতা দিতে পারবেন | তাহলে ঐ অংশটুকুই দেখাবে | তার বাহিরে দেখাবে না |
তাছাড়া অন্যান্য সকল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন | পরবর্তীতে আরও কিছু শেখানোর চেষ্টা করব | ইউটিউব ভিডিও এমবেড করার ট্রিকসটি খুব শীঘ্রই দেওয়া হবে |