আসসালামু আলাইকুম | ট্রিকবিডিতে আজ আমার যাত্রা শুরু হলো | সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কাজটা শুরু করতে যাচ্ছি | আমার জন্য দোয়া করবেন |

আজ আমি একটি চমকপ্রদ বিষয় শেখাতে যাচ্ছি | আমি শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা অন্য একটি ওয়েবপেজকে নিজের ওয়েবসাইটে শো করাবেন | উদাহরণ হিসেবে আমি ট্রিকবিডির ওয়েবপৃষ্ঠাকে আমার নিজের ওয়েবসাইটে শো করাব | এই কাজটিকে বলা হলো এমবেড করা | আর আমরা এই কাজটি এইচটিএমএল (HTML) এর সাহায্যে করব যা আমি পোস্টের টাইটেলে উল্লেখ করে দিয়েছি | তো চলুন শুরু করা যাক |

আমরা এমবেড করা কাজটি iframe ট্যাগের মাধ্যমে করব | এজন্য আমরা start tag এবং end tag প্রথমেই লিখে নিব |



তারপর start ট্যাগের ভিতরে src ব্যবহার করব এবং (“”) ইনভার্টেড কমার ভিতরে যে ওয়েবপৃষ্ঠাটি এমবেড করব ঠিক সেই ওয়েবপৃষ্ঠার লিংক কপি করে বসিয়ে দিব | উদাহরণস্বরুপ আমি ট্রিকবিডির হোমপেজের লিংক দিয়েছি |

উল্লেখ্য যে, লিংক ব্যবহারে অবশ্যয় http:// করতে হবে | তা না হলে পেজটি শো করবে না |

তাহলে দেখা যাবে ছোট টিভির মতো অংশে ট্রিকবিডির হোমপেজ দেখা যাবে এবং ট্রিকবিডির পেজকে আপনি স্ক্রোল করতে পারবেন |

যদি আপনি স্ক্রোলিং বন্ধ করতে চান তাহলে strat ট্যাগের ভিতরে scrolling=”no” লিখে দিলে স্ক্রোলিং বন্ধ হয়ে যাবে |


এখন যদি উচ্চতা দিতে চান তাহলে height=”100px” লিখে দিন | ১শত পিএক্সের পরিবর্তে বিভিন্ন উচ্চতা দিতে পারবেন | তাহলে ঐ অংশটুকুই দেখাবে | তার বাহিরে দেখাবে না |

তাছাড়া অন্যান্য সকল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন | পরবর্তীতে আরও কিছু শেখানোর চেষ্টা করব | ইউটিউব ভিডিও এমবেড করার ট্রিকসটি খুব শীঘ্রই দেওয়া হবে |

12 thoughts on "যেকোন ওয়েবপেজকে নিজের ওয়েবসাইটে শো করান Html ব্যাবহার করে"

  1. Shamim Author says:
    এই সম্পর্কে 200 পোস্ট অলরেডী আছে ট্রিকবিডিতে,
    নতুন কিছু করেন ৷
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    এই ট্রিক আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এ পড়েছি
  3. MD Rakib Mia says:
    ধন্যবাদ গুরুত্বপূর্ণ কোড দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য।
    এখন থেকে আমি ট্রিকবিডির হোমপেইজ আমার ব্লগে বসিয়ে রাখব?
  4. Ashraful Author says:
    Vai ki java phone diye post koren?
  5. S. Rayhan Contributor says:
    Blogger e ki possible
    1. Shakil khan Author says:
      এখনো বাটনযুক্ত ফিচার ফোন ব্যাবহার করছেন । বাহ দারুন ।
  6. Levi Author says:
    বেসিক HTML ।
  7. bweb Contributor says:
    ভাই, অসাধারন পোস্ট করেছেন আপনি।
  8. MD Shakib Hasan Author says:
    অনেক কষ্ট করে পোস্ট করেছেন ধন্যবাদ। এককালে আমিও জাবা ফোন দিয়ে পোস্ট করতাম।
  9. nahid Contributor says:
    আপনি জাভা ইউজার
  10. vromonkal.com Contributor says:
    অনেক উপকারে আসবে আমাদের, ধন্যাবাদ।

Leave a Reply