Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » ছবি থেকে বানিয়ে ফেলুন ভিডিও (গুগল থেকে থেকে বাছাই করে সেরা ছোট সফট)

ছবি থেকে বানিয়ে ফেলুন ভিডিও (গুগল থেকে থেকে বাছাই করে সেরা ছোট সফট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা সাধারণত ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইউলিড মিডিয়া স্টুডিও প্রো Video Studio, ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে থাকি। অস্বীকার করার উপায় নেই এসব সফটওয়্যার ছাড়া উচ্চমানের ভিডিও এডিটিং করলে খুব একটা ভালো হবে না। কিন্তু এসব সফট কিন্তু যাদের পিসি লো কনফিগারেশন তাদের কাজ করতে বারোটা বাজবে। আর যাদের পিসির কনফিগারেশন ঠিক আছে তারা পারবে আর আমার মত যাদের পিসি লো কনফিগারেশন তাদের জন্য একটা সফট পেলাম গুগলে মামাকে কাজে লাগিয়ে, ব্যবহার করে দেখলাম খারাপ না, তাই সকলের মাঝে এসে শেয়ার করা, আশা করি ভালই লাগবে।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন,

Click Here To Download

তারপর অন্যান্য সফট এর ন্যায় চালু করুন।

এবার + বাটনে ক্লিক করে আপনার ছবিগুলো দেখিয়ে দিন।

আর দেখানো জায়গায় ক্লিক করে আপনার পছন্দের গানটি দিয়ে দিন। আর Effect বক্স থেকে এক একটি ছবির জন্য এক এক রকম ইফেক্ট সিলেক্ট করুন।

সব কিছু ঠিক থাকলে এবার Start বাটনে ক্লিক করুন।

তাহলে নিচের মত আসবে এবার আপনার পছন্দের ভিডি ফরম্যাট এবং ভিডি দেখতে কেমন হয়েছে দেখুন।

সব কিছু ঠিক থাকলে অবশেষে Start ক্লিক করুন। ব্যাস তৈরি হয়ে গেল ছবি থেকে ভিডিও এবার দেখুন কেমন হয়েছে।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

9 years ago (Nov 23, 2015)

About Author (174)

prince shamim
contributor

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version