Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০১)

কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০১)

কম্পিউটার হার্ডওয়্যার টিপস:
part (1)

আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভাল আছেন, আমি ও আল্লাহর রাহমাতে ভাল আছি, আমার ২য় টিউনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি,আজ আমি আপনাদেরকে কম্পিউটারের

কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো,
যদি এর আগে কেউ করে

থাকেন তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, চলুন শুরু করা যাক
১। কম্পিটারের ডিসপ্লে আসছে না, পাওয়ার অন করলে মনিটর মিট মিট করে কিংবা পাওয়ার আসে কিন্তু কিছুই দেখা যায় না।

সমাধান- এর প্রধান সমস্যা হতে পারে এজিপি কার্ড, এজিপি কার্ড না থাকলে মাদারবোর্ডের বিল্ট ইন এজিপি পোর্ট। এজিপি কার্ড বা পিসিআই এক্সপ্রেস কার্ড যদি থাকে সেটি প্রথমে খুলে অন্য পিসিতে লাগিয়ে টেস্ট করেতে হবে। যদি ভালো হয় তাহলে র্যাম চেক করতে হবে, র্যাম এ সমস্যা হলে বীপ পাওয়া যাবে। র্যাম চেক করার পরও ডিসপ্লে না আসলে প্রসেসর টেস্ট করেত হবে। সর্বশেষে টেস্ট করতে হবে মাদারবোর্ড। তবে তার আগে আপনার পাওয়ার সাপ্লাই ঠিকমত কাজ করছে কিনা তাও নিশ্চিত হয়ে নিতে পারেন। এভাবে সব টেস্ট করার মাধ্যমে মূল সমস্যা বের করা সম্ভব হবে।
২। কম্পিউটারের উইন্ডোজ ওপেন হচ্ছে না। ডেস্কটপ আসার আগেই রিস্টার্ট হয়।
সমাধান- এর প্রধান সমস্যা কোন কারণে অপারেটিং সিস্টেম এর ফাইল মিসিং হয়েছে। এক্ষেত্রে বারবার রিস্টার্ট হয়ে থাকে। এজন্য নতুন করে ইউন্ডোজ সেটআপ কিংবা রিপেয়ার দিয়ে সমাধান করতে হবে।
৩। যে কোন প্রোগ্রাম ওপেন করলে কম্পিউটার রিস্টার্ট হয়, কন্ট্রোল প্যানেল কিংবা কনফিগারেশন ওপেন করা যায় না এবং ফোল্ডারের ভিতরে একই ফোল্ডারের সেম কপি তৈরী হয়।
সমাধান- সম্পূর্ণ ব্যপারটি হয় ভাইরাস জনিত কারণে। এজন্য ক্যাসপারস্কাই বা ভালো কোন এন্ট্রিভাইরাস ইন্সটল করে দেখতে পারেন সমাধান না হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে। সেটআপের পরপরই এন্টিভাইরাস দিয়ে কাজ করতে হবে।
৪। কম্পিউটারের উইন্ডোজ ওপেন হচ্ছে না। ডেস্কটপ আসার আগেই এরর মেসেজ আসে।
সমাধান- এর প্রধান সমস্যা কোন কারণে অপারেটিং সিস্টেম এর ফাইল মিসিং হয়েছে। এক্ষেত্রে বারবার রিস্টার্ট হয়ে থাকে। এজন্য নতুন করে ইউন্ডোজ সেটআপ কিংবা রিপেয়ার দিয়ে সমাধান করতে হবে।
৫। কম্পিউটার অন করলেই কিছু লেখা এসে রিস্টার্ট হয়ে যাচ্ছে।
সমাধান- এর প্রধান সমস্যা কোন কারণে আপনার র্যাম। র্যাম ঠিকমত কাজ না করলে, বাস স্পীড এর সমন্বয় না থাকলে এক্ষেত্রে বারবার রিস্টার্ট হয়ে থাকে কিংবা কম্পিউটার চালু হয়ে হ্যাং হয়ে থাকে। এজন্য র্যাম পরিবর্তন করুন। ধন্যবাদ সবাই ভাল থাকুন ২য় পর্বের সাথেই থাকুন

 

ফেইসবুকে আমি

পুর্বে প্রকাশিত এখানে

8 years ago (Nov 26, 2015)

About Author (11)

Wapmaster Mahmud
author

আমি কথায় নয় কাজে বিশ্বাসী এবং আমি মানুষকে নয় আল্লহর বিশ্বাসী I Love TrickBD

Trickbd Official Telegram

One response to “কম্পিউটার হার্ডওয়ার এর গুরুত্বপুর্ণ কয়েকটি প্রব্লেম এর সমাধান (পর্ব ০১)”

  1. prince196909 Contributor says:

    Valo laglo…thanks

Leave a Reply

Switch To Desktop Version