Hello World!

কি অবস্থা সবার? আপনার মাঝে হাজির হলাম নতুন একটি Trick নিয়ে। এই Trick টি ব্যবহার করে আপনারা যেকোনো টিকটক প্রোফাইলের সমস্ত ভিডিও একটি মাত্র ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন।

মজার ব্যাপার হচ্ছে এর প্রচুর সুবিধা রয়েছে এবং আপনি সব কিছু আলাদা আলাদা ফোল্ডার আকারে ডাউনলোড করতে পারবেন।

এতে নেই কোনো Limit। অর্থাৎ যত ইচ্ছা ডাউনলোড করতে পারবেন। Limit যদি থাকে তাহলে সেটা হবে আপনার Storage!

তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই Trick টি ব্যবহার করবেন।

তার আগে জেনে নিই এর জন্যে কি কি প্রয়োজন পড়বে।

১) একটি Pc (মোবাইল দিয়েও করতে পারবেন। আমি Try করিনি। কেউ সফল হলে জানাবেন)

২) ইন্টারনেট কানেকশন।

৩) যেকোনো ব্রাউজার যেখানে Chrome Extensions Support করে। (হতে পারে সেটা Google Chrome বাদে Microsoft Edge, Opera, Yandex etc যেকোনো ব্রাউজার)

হ্যাঁ, এগুলোই লাগবে। তাহলে এবার কি করা লাগবে? এটাও চলুন দেখে নেওয়া যাক।

? প্রথমে এই Extension টি Download করে নিন।

?Extension LINK – myfavett

? এবার Extension টিকে Add করে নিন।

? এবার www.tiktok.com এ ঢুকুন অথবা extensions icon এ click করে (myfavett) open করে নিন (automatic tiktok এ redirect হবে) এবং আপনার আইডিটি Log in করে নিন। কেউ যদি Id হারানোর ভয় বা সংশয়ে থাকেন তাহলে নতুন আইডি খুলে নিবেন।

? এবার আপনি যেসকল Profile এর ভিডিও ডাউনলোড করতে চান সেগুলোকে Follow দিন।

? আপনি চাইলে আপনার আইডিতে থাকা Bookmark/favourite করা সমস্ত ভিডিওগুলোও একইভাবে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।

? এখানে আপনি ৩ টি Option পাবেন কিভাবে আপনি ডাউনলোড করতে চান সেই সম্পর্কে।

১) আপনি আপনার সমস্ত লাইক করা ভিডিওগুলো একইবারে ডাউনলোড করে ফেলতে পারবেন।

২) আপনার Favourites এ থাকা সমস্ত ভিডিওগুলো একবারে ডাউনলোড করে ফেলতে পারবেন।

এবং ৩) আপনি যতগুলো আইডি ফলো করেন সেগুলো এক এক করে বা সব একসাথে ডাউনলোড করে ফেলতে পারবেন।

আপনি যেভাবে যেটা চান সেটা সিলেক্ট করুন। সেটা করার পর আপনাকে “Choose Folder” Option এ Click করে Folder টি Open করে নিতে হবে যেখানে আপনি আপনার ফাইলগুলোকে রাখবেন।

এবং এরপর Save এ ক্লিক করলেই ব্যাস ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি শুধু Browser টাকে খোলা রেখে বা Minimize করে রেখে দিবেন তাহলেই হবে। যতক্ষন ব্রাউজার চলবে ততক্ষন ডাউনলোড হতে থাকবে।


আচ্ছা এবার দেখে নেওয়া যাক কিছু Pros & Cons অর্থাৎ এর সুবিধা অসুবিধাগুলোকে।

? সুবিধা –

১) এর কোনো লিমিট নেই। যত ইচ্ছা ডাউনলোড করেন।

২) এটা প্রায় সব ধরনের ব্রাউজারই সাপোর্ট করে কেননা এখন বর্তমানে প্রায় সমস্ত ব্রাউজারই ক্রোম এক্সটেনশন সাপোর্ট করে।

৩) এক ক্লিকে ডাউনলোড করতে পারা। এটা কেন আবার বললাম? কারন এমন অনেক পদ্ধতি রয়েছে যেমন : google এ এমন হাজার হাজার website রয়েছে যেখানে গিয়ে আপনাকে এক এক করে link paste করে করে download করতে হয়। এখানে তা একবারেই হয়ে যাচ্ছে।

৪) কোনো Watermark নেই।

৫) Hd/Original Resolution এ পেয়ে যাবেন সমস্ত ভিডিও।

৬) আপনি চাইলে ইচ্ছামতো Folder বানিয়ে সেখানে ভিডিও রেখে দিয়ে পারছেন।

৭) আপনার প্রোফাইলের Favourite করা সমস্ত ভিডিও এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। এর চেয়ে ভালো কিছু হয় নাকি? আমি তো এটাই খুজছিলাম অনেক দিন ধরে। আমি জানি আমার মতো অনেকেই এটা খুজছিলেন।

৮) Extension নিজে নিজেই সবকিছু ডাউনলোড করে নিবে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু কোন প্রোফাইলটা ডাউনলোড করবেন সেটা আর ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন।

ব্যাস! বাকি কাজ এক্সটেনশন নিজেই করে নিবে। আরো অনেক সুবিধা আছে। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

☹️অসুবিধা –

আপাতত অসুবিধা বলতে তেমন বড় কিছু চোখে পড়েনি তাই বলতে পারছি না। আপনাদের চোখে কিছু পড়লে জানাতে পারেন।

আর হ্যাঁ, মোবাইলে আপনারা Yandex Browser দিয়ে Desktop Mode এ Extension টি Download করে same process এ চালিয়ে দেখতে পারেন। চললে অবশ্যই জানাবেন।

তো এই ছিল আজকের ট্রিক। আশা করছি ভালো সাড়া পাবো। যদি পাই তাহলে এমন ট্রিক আরো শেয়ার করবো। কেউ কমেন্টে এসে Tiktok Cringe, ভালো না এপ এসব লিখবেন না।

যাদের প্রয়োজন তাদের উপকারে আসলেই হবে। আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….

5 thoughts on "এক ক্লিকে ডাউনলোড করুন TikTok Profile এর সমস্ত ভিডিও একইসাথে ফোল্ডার আকারে! (No Watermark+Original Quality)"

    1. 4HS4N Author Post Creator says:
      you are welcome
  1. mdniarif Contributor says:
    Nice post Asha kori ei rokom aro besi besi post niya asben amdr jonno Thank you
    1. 4HS4N Author Post Creator says:
      some amazing tools like this are coming
      stay tuned!

Leave a Reply