Site icon Trickbd.com

মাইক্রোসফট অফিসের প্রোডাক্টস কি একটিভিশন ফেইল এর সমস্যার সমাধান করে নিন কোন প্রকার ঝামেলাই ছাড়াই

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো মাইক্রোসফট অফিসের প্রোডাক্টস কি একটিভিশন ফেইল এর সমাধান সম্পর্কে।

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তারা অব্যশই লেখালেখির জন্য মাইক্রোসফট অফিস ব্যাবহার করি আর এই মাইক্রোসফট অফিস সবারি অনেক পরিচিত একটি সফটওয়্যার।
মাইক্রোসফট অফিসের অনেক গুলি প্রোগ্রামের সমন্বয়ে নাম দেওয়া হয়েছে মাইক্রোসফট অফিস আর এর ভিতরে অনেক গুলি প্রোগ্রাম রয়েছে যার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড (Ms Word),মাইক্রোসফট এক্সেল ( Ms Excel),মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ( Ms Power Point) ইত্যাদি ।
আর এই মাইক্রোসফট দিয়ে অফিসের কাজের পাশাপাশি এখন কম-বেশি সকলের কাজে সহায়তা করে থাকে।
আর এই মাইক্রোসফট অফিস অনেকেই টাকা দিয়ে লাইসেন্স কি কিনে ব্যাবহার করতে হয় ।
অনেকেই আবার ক্রাক ভার্শন দিয়ে লাইসেন্স একটিভ করে থাকেন।তবে যারা নিদির্ষ্ট সময়ের জন্য অথবা ক্রাক ভার্শন ব্যাবহার করি কয়েক মাস পরেই দেখা যায় এই মাইক্রোসফট অফিসের লাইসেন্সটি ডিএক্টিব হয়ে যায়।
তখন আমাদের মাইক্রোসফট অফিস ব্যাবহার করতে অনেক সমস্যা হয় ।অনেক সময় এই ডিএক্টিভ এর পপ-আপ মেসেজ বার বার সামনে আসে যা অনেক বিরক্তর হয়।
এখন আমি আপনাদের সাথে এমন একটি ট্রিকস শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যেমে কোন প্রকার ক্রাক বা লাইসেন্স কি ছাড়াই একটিভ করতে পারবনে।
অবশ্য এই ট্রিকটি তাদের কাজে দিবে যাদের মাইক্রোসফট অফিস আগে এক্টিভ করা ছিল।ক্রাক দিয়েও একটিভ করা থাকলেও চলবে।
আর এই ট্রিকটি যে কোন অফিস ভার্শনে কাজ দিবে । আমি MS Office 2010 দিয়ে আপনাদের দেখাচ্ছি।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার পিসির ফাইল ম্যানেজার ওপেন করুন

এরপর Local Disk (C) এই ফোল্ডারটি ওপেন করুন।

এরপর Program Files অথবা Program File (86) ওপেন করবেন।

এইখানে দুইটি ফোল্ডার দিয়েছি কারন একেক কম্পিউটারে একেক রকম সফটওয়্যার ফোল্ডার জায়গা দখল করে

এরপর আপনার ফাইল ম্যানেজারের হাইডেন ফোল্ডারটি শো করাবেন।এ জন্য ফাইল মেনেজারের হেডার থেকে Viwe এই লেখাতে ক্লিক করুন

এরপর Show Hidden File এই লেখাতে টি টিক মার্ক চালু করুন

তারপর আপনার Common Files এই ফোল্ডারে ক্লিক করুন

এরপর Microsoft Shared ফোল্ডার ওপেন করুন


এরপর Office Softwer Protection Platfrom এই ফোল্ডারে প্রবেশ করুন

তারপর OSPREARAM এই লেখাতে ডাবল ক্লিক করুন অথবা মাউসের ডান পাশে ক্লিক করুন

এরপর Run As Addministrator এই লেখাতে ক্লিক করুন

এখন আপনার মাইক্রোসফট অফিস ওপেন করুন ।
দেখুন আমার মাইক্রোসফট একটিভ ফেইল এর সমস্যার সমাধান হয়েছে।

আমার দেখানো এই ট্রিকটি আপনাদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।আপনাদের অনুপ্রাণিতো হওয়া কমেন্টস গুলি-ই আমাদের লেখার আগ্রহ আড়ো বাড়িয়ে তুলবে ইনশাল্লহ।আরো সেই সাথে দোয়া করবেন যাতে করে ট্রিকবিডির সকল লেখকরা জেনো আপনাদের নিয়মিতো ভাল ভাল ও সুন্দর ট্রিকস গুলি আপনাদের সাথে শেয়ার করতে পারে ও ট্রিকবিডির সেবা সকলের কাছে পৌছেঁ দিতে পারে।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Exit mobile version