بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো মাইক্রোসফট অফিসের প্রোডাক্টস কি একটিভিশন ফেইল এর সমাধান সম্পর্কে।

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি তারা অব্যশই লেখালেখির জন্য মাইক্রোসফট অফিস ব্যাবহার করি আর এই মাইক্রোসফট অফিস সবারি অনেক পরিচিত একটি সফটওয়্যার।
মাইক্রোসফট অফিসের অনেক গুলি প্রোগ্রামের সমন্বয়ে নাম দেওয়া হয়েছে মাইক্রোসফট অফিস আর এর ভিতরে অনেক গুলি প্রোগ্রাম রয়েছে যার নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড (Ms Word),মাইক্রোসফট এক্সেল ( Ms Excel),মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ( Ms Power Point) ইত্যাদি ।
আর এই মাইক্রোসফট দিয়ে অফিসের কাজের পাশাপাশি এখন কম-বেশি সকলের কাজে সহায়তা করে থাকে।
আর এই মাইক্রোসফট অফিস অনেকেই টাকা দিয়ে লাইসেন্স কি কিনে ব্যাবহার করতে হয় ।
অনেকেই আবার ক্রাক ভার্শন দিয়ে লাইসেন্স একটিভ করে থাকেন।তবে যারা নিদির্ষ্ট সময়ের জন্য অথবা ক্রাক ভার্শন ব্যাবহার করি কয়েক মাস পরেই দেখা যায় এই মাইক্রোসফট অফিসের লাইসেন্সটি ডিএক্টিব হয়ে যায়।
তখন আমাদের মাইক্রোসফট অফিস ব্যাবহার করতে অনেক সমস্যা হয় ।অনেক সময় এই ডিএক্টিভ এর পপ-আপ মেসেজ বার বার সামনে আসে যা অনেক বিরক্তর হয়।
এখন আমি আপনাদের সাথে এমন একটি ট্রিকস শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যেমে কোন প্রকার ক্রাক বা লাইসেন্স কি ছাড়াই একটিভ করতে পারবনে।
অবশ্য এই ট্রিকটি তাদের কাজে দিবে যাদের মাইক্রোসফট অফিস আগে এক্টিভ করা ছিল।ক্রাক দিয়েও একটিভ করা থাকলেও চলবে।
আর এই ট্রিকটি যে কোন অফিস ভার্শনে কাজ দিবে । আমি MS Office 2010 দিয়ে আপনাদের দেখাচ্ছি।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার পিসির ফাইল ম্যানেজার ওপেন করুন

এরপর Local Disk (C) এই ফোল্ডারটি ওপেন করুন।

এরপর Program Files অথবা Program File (86) ওপেন করবেন।

এইখানে দুইটি ফোল্ডার দিয়েছি কারন একেক কম্পিউটারে একেক রকম সফটওয়্যার ফোল্ডার জায়গা দখল করে

এরপর আপনার ফাইল ম্যানেজারের হাইডেন ফোল্ডারটি শো করাবেন।এ জন্য ফাইল মেনেজারের হেডার থেকে Viwe এই লেখাতে ক্লিক করুন

এরপর Show Hidden File এই লেখাতে টি টিক মার্ক চালু করুন

তারপর আপনার Common Files এই ফোল্ডারে ক্লিক করুন

এরপর Microsoft Shared ফোল্ডার ওপেন করুন


এরপর Office Softwer Protection Platfrom এই ফোল্ডারে প্রবেশ করুন

তারপর OSPREARAM এই লেখাতে ডাবল ক্লিক করুন অথবা মাউসের ডান পাশে ক্লিক করুন

এরপর Run As Addministrator এই লেখাতে ক্লিক করুন

এখন আপনার মাইক্রোসফট অফিস ওপেন করুন ।
দেখুন আমার মাইক্রোসফট একটিভ ফেইল এর সমস্যার সমাধান হয়েছে।

আমার দেখানো এই ট্রিকটি আপনাদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।আপনাদের অনুপ্রাণিতো হওয়া কমেন্টস গুলি-ই আমাদের লেখার আগ্রহ আড়ো বাড়িয়ে তুলবে ইনশাল্লহ।আরো সেই সাথে দোয়া করবেন যাতে করে ট্রিকবিডির সকল লেখকরা জেনো আপনাদের নিয়মিতো ভাল ভাল ও সুন্দর ট্রিকস গুলি আপনাদের সাথে শেয়ার করতে পারে ও ট্রিকবিডির সেবা সকলের কাছে পৌছেঁ দিতে পারে।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

10 thoughts on "মাইক্রোসফট অফিসের প্রোডাক্টস কি একটিভিশন ফেইল এর সমস্যার সমাধান করে নিন কোন প্রকার ঝামেলাই ছাড়াই"

  1. Mad Max Contributor says:
    এটা কেবল একবারই কাজ করে। কিছুদিন পর আবার একই সমস্যা দেখা দিবে তখন এই ট্রিক আর কাজে আসবে না।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      না প্রত্যেক বার কাজ করবে।আমি অনেক বার করেছি
  2. Shahin Contributor says:
    ভালো পোস্ট💚
    1. Sohelarman4374 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. masukmahmud Contributor says:
    এই ট্রিকটা একবার কাজ করলেও দ্বিতীয়বার এই সমস্যা পড়লে আর কাজ করে না।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      আমি ৫-৬বার নিয়েছি
  4. masukmahmud Contributor says:
    আমি একবার সফল হওয়ার পর আরো অনেকবার চেষ্টা করেছি। কোনোভাবেই সফল হচ্ছি না। এরকম আরো অনেকেই আছেন।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Program file othoba program file 86 ei fui folder check korben jodi tau na hoy tahole c drive search korben OSPREARAM er por oitate run as Administor korben…bas tatey kaj hobe
  5. Fahim Contributor says:
    massgrave script use korle ar kichu lagena, office 13-365 sob hoy
    1. Sohelarman4374 Author Post Creator says:
      tay naki

Leave a Reply