Site icon Trickbd.com

আসুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখি। পার্ট-০২, Ribbon Bar

Unnamed

প্রিয় বন্ধুরা আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন পর্ব নিয়ে।

 

আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি।
স্ক্রিনশট ভালো করে লক্ষ্য করবেন।

Ribbon Bar:-

নোটিশঃ- Ribbon bar টির  Activate থাকলে Menu Bar এর Icon গুলো Show করে না।

Microsoft Word 2007 by Raju 5
তাই Menu Bar এর Icon গুলো পর্দায় সব সময় সচল রাখার জন্য মাউসের ডান বোতাম চেপে
Minimize The Ribbon এর উপর একবার ক্লিক করুন তা Inactivate হয়ে যাবে এবং প্রতিটি মেনুর সাব অপশন বা আইকন গুলো
স্ক্রীণে সব সময় সচল থাকবে।

Microsoft Word 2007 by Raju 6

পর্দাকে বড় করে দেখার জন্য Minimize The Ribbon এর উপর ক্লিক করুন তা Active হবে এবং স্ক্রীণে
শুধুমাত্র মেনুবার দেখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি মেনুর সাব অপশন বা আইকন গুলো ব্যাবহার করার জন্য প্রতিবারই নির্দিষ্ট মেনুর উপর ক্লিক
করে তা ব্যাবহার করতে হবে। Ribbon Bar এর উপর ক্লিক করে মাউসের ডান বোতাম চেপে Customize Quick Access Toolbar 
এ ক্লিক করে Quick Access Toolbar এর আইকন Add এবং Remove করা যায়।

 

Raju Training logo

Exit mobile version