প্রিয় বন্ধুরা আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন পর্ব নিয়ে।

 

  • পর্ব-০২

আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি।
স্ক্রিনশট ভালো করে লক্ষ্য করবেন।

Ribbon Bar:-

নোটিশঃ- Ribbon bar টির  Activate থাকলে Menu Bar এর Icon গুলো Show করে না।

Microsoft Word 2007 by Raju 5
তাই Menu Bar এর Icon গুলো পর্দায় সব সময় সচল রাখার জন্য মাউসের ডান বোতাম চেপে
Minimize The Ribbon এর উপর একবার ক্লিক করুন তা Inactivate হয়ে যাবে এবং প্রতিটি মেনুর সাব অপশন বা আইকন গুলো
স্ক্রীণে সব সময় সচল থাকবে।

Microsoft Word 2007 by Raju 6

পর্দাকে বড় করে দেখার জন্য Minimize The Ribbon এর উপর ক্লিক করুন তা Active হবে এবং স্ক্রীণে
শুধুমাত্র মেনুবার দেখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি মেনুর সাব অপশন বা আইকন গুলো ব্যাবহার করার জন্য প্রতিবারই নির্দিষ্ট মেনুর উপর ক্লিক
করে তা ব্যাবহার করতে হবে। Ribbon Bar এর উপর ক্লিক করে মাউসের ডান বোতাম চেপে Customize Quick Access Toolbar 
এ ক্লিক করে Quick Access Toolbar এর আইকন Add এবং Remove করা যায়।

 

Raju Training logo

6 thoughts on "আসুন আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখি। পার্ট-০২, Ribbon Bar"

  1. Fibd.gq Subscriber says:
    vai power point e ami ekta animation banaici…..kintu eta gif format e save korle play hoy na…tahole kibave save korle sob.mobile e eta colbe
    1. Md Khalid Author says:
      Bangali buddhi nen —– 😀 — screen recorder chalu kore animation chalan, video hoye jabe, then chaile video to gif google search a convert dite parben
  2. Raju Author Post Creator says:
    আপনি এই সাইটে https://cloudconvert.com/gif-to-avi গিয়ে আপনার gif ফাইলটি আপলোড দিন।
    এরপর ফাইলটিকে ভিডিও ফরম্যাটে দেখতে পারবেন।
  3. genius Contributor says:
    আপনার কাছ থেকে শিখার আছে। রাজু
  4. Md Khalid Author says:
    good ideA, egula na janle chakri nai bd te + world a
    1. Raju Author Post Creator says:
      Hmm..

Leave a Reply