Site icon Trickbd.com

[Mega post] এবার অফলাইনে ওয়েবসাইট পড়ুন।দেখে নিন কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করবেন।Full Tutorial For PC

Unnamed

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ট্রিকবিডির সাথে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল দিচ্ছি।
অনেক সময় আমরা এমন ওয়েবসাইট ভিজিট করি যেখানে গুরুত্বপূর্ণ অনেক আর্টিকেল আছে।যেমন ধরুন আপনি tutorialspoint এ ওয়েবডিজাইন শেখেন। আপনি চাইলে পুরো ওয়েবসাইট টি ডাউনলোড করে নিতে পারেন। হ্যা, আমি এটাই দেখাবো কিভাবে করবেন।
এটা করার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে।সফটওয়্যার এর নাম HTTrack ।

HTTrack কী


HTTrack একটি ওপেন সোর্স ব্রাউজার ইউটিলিটি যেটা দিয়ে আপনি খুব সহজে যেকোনো ওয়েবসাইট ডাউনলোড করে নিতে পারেন অফলাইনে পড়ার জন্য।

যেভাবে ডাউনলোড করবেন যেকোনো ওয়েবসাইট


→ প্রধমেই আপনাকে httrack ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যান।
→ তারপরে ইনস্টল করে ওপেন করুন।
→ নিচের ছবির মতো দেখতে পাবেন। এখানে সব ওয়েবসাইট ই নতুন প্রজেক্ট। next এ ক্লিক করুন।

→তারপর নিচের ছবির মতো আসবে project name এবং category ইচ্ছামত দিন। base path যে জায়গায় ওয়েবসাইট ডাউনলোড করতে চান তার লোকেশন দিন। তারপর next এ ক্লিক করুন।

→ তারপর নিচের ছবির মতো ওয়েবসাইট এর url দিবেন ও action এ download website দিবেন। তারপর next ক্লিক করবেন।

→ তারপর নতুন পেজে নিচের মতো দেখবেন। জাস্ট finish এ ক্লিক করবেন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

→পরের পেজে দেখতে পাবেন ডাউনলোড এর স্ট্যাটাস। আপনি চাইলে cancel বাটন চেপে cancel করে দিতে পারেন।

→ যদি নিচের মতো ইরর দেখায় তাহলে প্রথমে OK ক্লিক করুন। তারপর set option এ যান তারপর browser id ট্যাবে যান তারপর ব্রাউজার ” identity ” এর ড্রপ ডাউন থেকে (none) সিলেক্ট করে ওকে করে দিন।

→ আপনি Browse
Mirrored Website বাটনে ক্লিক করে দেখতে পারেন ওয়েবসাইট টি।finish বাটনে ক্লিক করে অন্য একটি ডাউনলোড করতে পারেন।

→ আপনি ডাউনলোড করে যখন পড়তে ইচ্ছে হবে তখন যেই লোকেশন এ সেভ করেছিলেন সেই জায়গায় গিয়ে index.html ফাইলটি ওপেন করুন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ওয়েবসাইট ডাউনলোড করে অফলাইন এ পড়বেন।ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল টি পড়ার জন্য।Trickbd এর সাথেই থাকুন।
Exit mobile version