আসসালামু আলাইকুম । আশা করি সবাই ট্রিকবিডির সাথে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল দিচ্ছি।
অনেক সময় আমরা এমন ওয়েবসাইট ভিজিট করি যেখানে গুরুত্বপূর্ণ অনেক আর্টিকেল আছে।যেমন ধরুন আপনি tutorialspoint এ ওয়েবডিজাইন শেখেন। আপনি চাইলে পুরো ওয়েবসাইট টি ডাউনলোড করে নিতে পারেন। হ্যা, আমি এটাই দেখাবো কিভাবে করবেন।
এটা করার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে।সফটওয়্যার এর নাম HTTrack ।

HTTrack কী


HTTrack একটি ওপেন সোর্স ব্রাউজার ইউটিলিটি যেটা দিয়ে আপনি খুব সহজে যেকোনো ওয়েবসাইট ডাউনলোড করে নিতে পারেন অফলাইনে পড়ার জন্য।

যেভাবে ডাউনলোড করবেন যেকোনো ওয়েবসাইট


→ প্রধমেই আপনাকে httrack ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যান।
→ তারপরে ইনস্টল করে ওপেন করুন।
→ নিচের ছবির মতো দেখতে পাবেন। এখানে সব ওয়েবসাইট ই নতুন প্রজেক্ট। next এ ক্লিক করুন।

→তারপর নিচের ছবির মতো আসবে project name এবং category ইচ্ছামত দিন। base path যে জায়গায় ওয়েবসাইট ডাউনলোড করতে চান তার লোকেশন দিন। তারপর next এ ক্লিক করুন।

→ তারপর নিচের ছবির মতো ওয়েবসাইট এর url দিবেন ও action এ download website দিবেন। তারপর next ক্লিক করবেন।

→ তারপর নতুন পেজে নিচের মতো দেখবেন। জাস্ট finish এ ক্লিক করবেন। তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

→পরের পেজে দেখতে পাবেন ডাউনলোড এর স্ট্যাটাস। আপনি চাইলে cancel বাটন চেপে cancel করে দিতে পারেন।

→ যদি নিচের মতো ইরর দেখায় তাহলে প্রথমে OK ক্লিক করুন। তারপর set option এ যান তারপর browser id ট্যাবে যান তারপর ব্রাউজার ” identity ” এর ড্রপ ডাউন থেকে (none) সিলেক্ট করে ওকে করে দিন।

→ আপনি Browse
Mirrored Website বাটনে ক্লিক করে দেখতে পারেন ওয়েবসাইট টি।finish বাটনে ক্লিক করে অন্য একটি ডাউনলোড করতে পারেন।

→ আপনি ডাউনলোড করে যখন পড়তে ইচ্ছে হবে তখন যেই লোকেশন এ সেভ করেছিলেন সেই জায়গায় গিয়ে index.html ফাইলটি ওপেন করুন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ওয়েবসাইট ডাউনলোড করে অফলাইন এ পড়বেন।ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল টি পড়ার জন্য।Trickbd এর সাথেই থাকুন।

3 thoughts on "[Mega post] এবার অফলাইনে ওয়েবসাইট পড়ুন।দেখে নিন কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করবেন।Full Tutorial For PC"

  1. Mohsin Hassan Munna Contributor says:
    Dhonnonad.

    Ar ata mobile diyeo kora jay. App o httrack e.

  2. . Contributor says:
    হুম, দারুণ।
  3. simun bd Contributor says:
    আমার কম্পিউটার টা নতুন কিনলাম।windows 8 pro সেটআপ করা।কিন্তু আমার ভুলে এর কারনে আমি আমার ডিভিডি রোম টা uninstalled করে দিয়েছি।কিন্তু এখন আমি কিছু Dvd কেচেছ দিয়ে Installed করতে চাছি।ডিভিডি uninstalled করার কারনে installed করতে পারছি না এবং কোন Windows সেটআপ ও করতে পারছি না।কম্পিউটার Restore ও করলাম কিন্তু ডিভিডি রোম আসটাছে না কি করবো এখন আমি।Please Trickbd টেকনিশিয়ান রা Help করেন।

Leave a Reply