Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » কপি রাইট ফ্রি মিউজিক ইউজ করার ফলেও সাস্পেন্ড হতে পারে চ্যানেল !

কপি রাইট ফ্রি মিউজিক ইউজ করার ফলেও সাস্পেন্ড হতে পারে চ্যানেল !

আসসালামু আলাইকুম

আমি আকাশ।আর আজ কথা বলবো ফ্রি কপিরাইট মিউজিক নিয়ে।

আপনাদের জন্য লেখা এবং ভিডিও টিউটোরিয়াল আকারে প্রকাশ করলাম।

আমরা আমাদের ইউটিউব এর ভিডিও তে মিউজিক ব্যবহার কর থাকি।যা কপি রাইট ফ্রি।কিন্তু তারপরেও চ্যানেল সাসপেন্ড হয় কোন নোটিশ ছাড়াই।আমরা হয়তো বুঝতেই পারিনা কেনো সাস্পেন্ড হলো।আর ইউটিউব কে গালি গালাজ করি।আসলে কোন কারন ছাড়াই চ্যানেল সাস্পেন্ড হয়না।

কিভাবে ডাউনলোড করবেন কপিরাইট ফ্রি মিউজিক ঃ- প্রথমে ইউটিউবে যাবেন,তারপর ক্রেটর স্টুডিও তে যাবেন।এর পর বাম দিকে নিচে দেখবেন ক্রিয়েট নামে অপশন আছে,এখান থেকে অডিও লাইব্রেরি তে যে কপি রাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন।

কিভাবে ইউজ করবেনঃ- যে সব মিউজিক এর পাশে ক্রিয়েটিভ কমনস এট্রিবিউশন আইকন দেখতে পাবেন,সেটার ডেস্ক্রিকপশন এর লেখা গুলো কপি করে আপনার ভিডিও এর ডেস্ক্রিপ্সশন এ দিয়ে দিবেন।এটা হচ্ছে লাইসেন্স।আপনি এই লাইসেন্স এড করে আপনার ভিডিও মনিটাইজ করতে পারবেন,এবং আপনার চ্যানেলের কোন ক্ষতি হবে না। জনপ্রিয় কপিরাইট ফ্রি মিউজিক চ্যানেল NCS এর মিউজিক ইউজ করলেও আপনাকে একই কাজ করতে হবে।

অন্যর ভিডিও কিভাবে নিজের ভিডিও তে ইউজ করবেন (ফেয়ার ইউজ) এটা নিয়েও টিউটোরিয়াল দিবো পরবর্তীতে। শুভ কামনা সবার জন্য,নিয়ম বুঝে কাজ করুন,সফলতা পাবেন।

জিপি সিম হ্যাক করে ফুল স্পিডে ফ্রি নেট চালাতে
এখানে ক্লিক করুন

7 years ago (May 11, 2017)

About Author (54)

Roky Ron
contributor

ট্রিকবিডিতে শিখতে ও শেখাতে এসেছি।

Trickbd Official Telegram

2 responses to “কপি রাইট ফ্রি মিউজিক ইউজ করার ফলেও সাস্পেন্ড হতে পারে চ্যানেল !”

  1. Shahadat Hossain prince Contributor says:

    vai ami copyright music kiva use korbow

  2. abrno34 Author says:

    ভালো পোস্ট

Leave a Reply

Switch To Desktop Version