উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেমকে হালনাগাদ করে উইন্ডোজ ১০ নিয়েছেন অনেকেই। তবে এই ব্যবহারকারীরা C: ড্রাইভ বা ইনস্টল ডিরেক্টরির জায়গাস্বল্পতার কারণে নতুন অ্যাপ ইনস্টল করতে পারছেন না। চাইলে তাঁরা উইন্ডোজ দশের অ্যাপগুলো আলাদা ড্রাইভে সরিয়ে নিতে পারবেন। ডিফল্ট ইনস্টল অ্যাপস ডিরেক্টরিকে পরিবর্তন করে পছন্দমতো ড্রাইভে রাখার ব্যবস্থাও আছে। C: ড্রাইভ থেকে ইনস্টল থাকা উইন্ডোজ ১০-এর অ্যাপগুলো সরাতে Win Key + I চাপুন। Settings প্যানেল চালু হবে। এবার System-এ ক্লিক করুন। এরপর Apps & Features বিভাগে চলে যান।
উইন্ডোজে ইনস্টল হওয়া সব অ্যাপ্লিকেশনের আকারসহ গুছিয়ে দেখানোর জন্য কিছু সময় নেবে। এখন উইন্ডোজ ১০-এর কাঙ্ক্ষিত অ্যাপকে খুঁজে নিয়ে তাতে ক্লিক করে Move-এ ক্লিক করুন। কোন ড্রাইভে রাখবেন সেটি নির্বাচন করে দিন। অ্যাপের আকারের ওপর নির্ভর করে এটি সম্পন্ন হতে সময় নেবে। একবার শেষ হলে উইন্ডোজ স্টোরের অ্যাপ নতুন জায়গায় (লোকেশন) চলে যাবে। ডিফল্ট ইনস্টল অ্যাপস ডিরেক্টরিকে পরিবর্তন করতে Settings অ্যাপ চালু করে System-এ ক্লিক করুন। বাঁ দিকের তালিকার Storage-এ ক্লিক করুন। এখানে Save Locations-এ নতুন Apps, Documents, Music, Pictures, Videos-এর জন্য আলাদা অপশন পাওয়া যাবে। New apps will save to মেনুতে থাকা ড্রাইভে ক্লিক করে পছন্দমতো ড্রাইভ নির্বাচন করে দিন। তাহলে নতুন যেকোনো অ্যাপস ইনস্টল করলে নির্বাচিত ড্রাইভেই ইনস্টল হবে।