উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেমকে হালনাগাদ করে উইন্ডোজ ১০ নিয়েছেন অনেকেই। তবে এই ব্যবহারকারীরা C: ড্রাইভ বা ইনস্টল ডিরেক্টরির জায়গাস্বল্পতার কারণে নতুন অ্যাপ ইনস্টল করতে পারছেন না। চাইলে তাঁরা উইন্ডোজ দশের অ্যাপগুলো আলাদা ড্রাইভে সরিয়ে নিতে পারবেন। ডিফল্ট ইনস্টল অ্যাপস ডিরেক্টরিকে পরিবর্তন করে পছন্দমতো ড্রাইভে রাখার ব্যবস্থাও আছে। C: ড্রাইভ থেকে ইনস্টল থাকা উইন্ডোজ ১০-এর অ্যাপগুলো সরাতে Win Key + I চাপুন। Settings প্যানেল চালু হবে। এবার System-এ ক্লিক করুন। এরপর Apps & Features বিভাগে চলে যান।
Share:
2 thoughts on "উইন্ডোজ দশের অ্যাপ নিন অন্য ড্রাইভে"