আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।
আজকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে নাম ছাড়া ফোল্ডার তৈরি করবেন এবং সেই ফোল্ডারটি হাইড করবেন কনো প্রকার সফটওয়্যার ছাড়াই!
তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি……
প্রথমে আপনি আপনার পিসির যে ড্রাইভে নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে চান,
সেই ড্রাইভে প্রবেশ করুন।
(আমি প্রবেশ করলাম আমার E Drive এ)
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার মেনুবার থেকে New Folder লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার দেখুন একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে,
যেটার নাম দেখা যাচ্ছে New Folder.
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার হবে আসল কাজ।
আপনার তৈরিকৃত নতুন ফোল্ডারটির উপরে মাউস পয়েন্টারটি রেখে,
মাউসের রাইট বাটনে ক্লিক করে Rename এ ক্লিক করুন।
এবার কীবোর্ডে Alt চেপে ধরে 0160 এই সংখ্যাটি লিখুন,
তারপর Alt বাটনটি ছেড়ে দিয়ে Enter এ ক্লিক করুন।
দেখুন আপনার নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে গেছে!
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার ফোল্ডারটি হাইড করার পালা।
আপনার তৈরি করা ফোল্ডারটির উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন,
তারপর নিচে দেখুন Properties নামের একটি অপশন আছে সেটায় ক্লিক করুন।
তারপর Customize অপশনে ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার Change Icon লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার ফোল্ডারে দেওয়ার জন্য অনেক আইকোন দেখতে পাবেন।
তারমধ্যে মাঝের দিকে লক্ষ করুন কিছু ফাঁকা আইকোন দেখা যাচ্ছে,
সেখান থেকে একটি ফাঁকা আইকোন সিলেক্ট করে Ok করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করুন,
এভাবে আপনি যত খুশি তত নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারবেন এবং সেগুলো হাইড করতে পারবেন।
পোষ্টে কোথাও ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ…
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।