আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে নাম ছাড়া ফোল্ডার তৈরি করবেন এবং সেই ফোল্ডারটি হাইড করবেন কনো প্রকার সফটওয়্যার ছাড়াই!

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি……
প্রথমে আপনি আপনার পিসির যে ড্রাইভে নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে চান,
সেই ড্রাইভে প্রবেশ করুন।
(আমি প্রবেশ করলাম আমার E Drive এ)
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার মেনুবার থেকে New Folder লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার দেখুন একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে,
যেটার নাম দেখা যাচ্ছে New Folder.
নিচের চিত্রটি লক্ষ করুন।


এবার হবে আসল কাজ।
আপনার তৈরিকৃত নতুন ফোল্ডারটির উপরে মাউস পয়েন্টারটি রেখে,
মাউসের রাইট বাটনে ক্লিক করে Rename এ ক্লিক করুন।
এবার কীবোর্ডে Alt চেপে ধরে 0160 এই সংখ্যাটি লিখুন,
তারপর Alt বাটনটি ছেড়ে দিয়ে Enter এ ক্লিক করুন।
দেখুন আপনার নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে গেছে!
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার ফোল্ডারটি হাইড করার পালা।
আপনার তৈরি করা ফোল্ডারটির উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন,
তারপর নিচে দেখুন Properties নামের একটি অপশন আছে সেটায় ক্লিক করুন।
তারপর Customize অপশনে ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার Change Icon লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার ফোল্ডারে দেওয়ার জন্য অনেক আইকোন দেখতে পাবেন।
তারমধ্যে মাঝের দিকে লক্ষ করুন কিছু ফাঁকা আইকোন দেখা যাচ্ছে,
সেখান থেকে একটি ফাঁকা আইকোন সিলেক্ট করে Ok করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করুন,
দেখুন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি হাইড হয়ে গেছে!
এভাবে আপনি যত খুশি তত নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে পারবেন এবং সেগুলো হাইড করতে পারবেন।
পোষ্টে কোথাও ভুল করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ…
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ

24 thoughts on "আপনার কম্পিউটারে যত খুশি নাম ছাড়া ফোল্ডার তৈরি করুন এবং ফোল্ডার হাইড করুন কনো সফটওয়্যার ছাড়া!!!"

  1. Akash Contributor says:
    hide korbo
    but abr show korbo kivabe?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভাই ওই ফোল্ডারটার আইকোন চেইঞ্জ করার পর শুধু ফোল্ডারটা সাদা হয়ে বেকগ্রাউন্ডের সাথে মিল খেয়ে যায়,তাই ফোল্ডারটা আর দেখা যায় না।
      আসলে কিন্তু ফোল্ডারটা সেখানেই থাকে!
      আপনি যেখানে ফোল্ডারটা রেখেছিলেন সেখানে ডাবল ক্লিক করে দেখুন, দেখবেন আপনি ফোল্ডারে ঢুকে যাবেন।
      ধন্যবাদ।
  2. . Contributor says:
    আকাশ ব্র.,,,,, আমারও একই প্রশ্ন।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আকাশ ভাইয়ের কমেন্টে রিপ্লে দিছি ভাই দেখেন।
  3. . Contributor says:
    আর লেখায় ভুল আছে, রিপন ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কোথায় ভুল ভাই?
      আমি তো পাইলাম না।
      একটু বলে দিলে সংশোধন করে নিতাম।
    2. . Contributor says:
      আসসালামুয়ালাইকুম, আল্লহর,তইরি,,, এগুলো ভুল,,, আরো ভুল আছে,, নিজে নিজে বের করুন?
    3. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
      আমি ঠিক করার চেষ্ঠা করছি।
  4. My_idiea Contributor says:
    সব উইন্ডোজ এ করা যায় মনে হয় না,,,শুধু এক্সপি তে হতে পারে
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কি বলেন ভাই!
      আমি নিজে তো Windows 7 ইউজ করি।
      আর এটা hp তেও কাজ করবে বলে আমার মনে হয়।
      ধন্যবাদ।
  5. S M Hasib Hasnain Contributor says:
    Thnx vai. Nice post!
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
  6. limon khan Contributor says:
    জানি ভাই
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      অহ ভালো ভাই।
      ধন্যবাদ।
  7. Monirul Islam Contributor says:
    vai pore abar folder ta khuje pabo kivabe?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভাই উপরে দেখেন আকাশ ভাইয়ের কমেন্টে রিপ্লে দিছি, একটু কষ্ট করে দেখে নেন।
  8. Saimon Author says:
    ভাল পোষ্ট
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx vai.
  9. Mojahid Author says:
    thanks for sharing..
    Age thekei jantam
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      welcome brother!
  10. Google Boy Contributor says:
    গাধা #Ripon
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কেন বে গাধার কি দেখলি?
      আর তুই কি খারাপ ছাড়া ভালো কমেন্ট করতে শিখিস নাই?

Leave a Reply