Site icon Trickbd.com

এন্ড্রয়েড থেকে ডাটা কেবল দিয়ে কিভাবে পিসিতে নেট কানেক্ট করবেন? আসুন সহজ পদ্ধতি জেনে নিই

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আর্টিকেল শুরু করছি । অনেক মজার একটা বিষয় আমি লক্ষ করে দেখলাম এন্ড্রয়েড ফোন আমাদের হাতে হাতে পৌছে গেছে কয়েকবছর আগেই কিন্তু আমরা অনেকেই জানিনা কীভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে পিসিতে অথবা নেট ব্যাবহার করতে পারি না। বিষয়টি আজ চোখে পড়ে গেল তাই লিখতে বসে গেলাম। এ নিয়ে ট্রিকবিডিতে আর্টিকেল রয়েছে কিন্তু জটিল ভাবে আর্টিকেল গুলো লিখা হয়েছে তাই আজ আমি সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ।

এন্ড্রয়েড মোবাইল থেকে পিসিতে নেট ব্যাবহার করতে হলে যা যা প্রয়োজন হবে ঃ

১। একটি এন্ড্রয়েড ফোন

২। একটি ডাটা কেবল

৩। আপনার কম্পিউটার

প্রথমে কেবলটি আপনার পিসির সাথে এবং মোবাইলের সাথে কানেক্ট করুন । আপনার ফোনের নেট কানেকশন চালু করুন ।তারপর আপনার ফোন থেকে সেটিং এ যান । সেটিং এ যাবার পর কানেকশন নামে অপশন পাবেন । নিচে দেখানো ছবিতে লক্ষ করুনঃ

তারপর কানেকশন এর মধ্যে যান । কানেকশন এর মধ্যে যাবার পরে Mobile Hotspot and tethering নামে অপশন পাবেন ।নিচের চিত্রে লক্ষ করুনঃ

Mobile Hotspot and Tethering এর মধ্যে যান । যাবার পরে  USB Tethering নামে অপশন পাবেন । এইটা এনাবল করে দিন । নিচের চিত্রে লক্ষ করুনঃ

ব্যাস এবার কাজ শেষ ।কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার পিসিতে নেট কানেক্ট হয়ে যাবে ।আর নেট  কানেক্ট হয়ে যাবার পরে আ[পনার পিসিতে নিচের মতো চিহ্ন আসবে । নিচের চিত্রে লক্ষ করুনঃ

আজ এ পর্যন্তই । ধন্যবাদ ।