সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আর্টিকেল শুরু করছি । অনেক মজার একটা বিষয় আমি লক্ষ করে দেখলাম এন্ড্রয়েড ফোন আমাদের হাতে হাতে পৌছে গেছে কয়েকবছর আগেই কিন্তু আমরা অনেকেই জানিনা কীভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে পিসিতে অথবা নেট ব্যাবহার করতে পারি না। বিষয়টি আজ চোখে পড়ে গেল তাই লিখতে বসে গেলাম। এ নিয়ে ট্রিকবিডিতে আর্টিকেল রয়েছে কিন্তু জটিল ভাবে আর্টিকেল গুলো লিখা হয়েছে তাই আজ আমি সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ।

এন্ড্রয়েড মোবাইল থেকে পিসিতে নেট ব্যাবহার করতে হলে যা যা প্রয়োজন হবে ঃ

১। একটি এন্ড্রয়েড ফোন

২। একটি ডাটা কেবল

৩। আপনার কম্পিউটার

প্রথমে কেবলটি আপনার পিসির সাথে এবং মোবাইলের সাথে কানেক্ট করুন । আপনার ফোনের নেট কানেকশন চালু করুন ।তারপর আপনার ফোন থেকে সেটিং এ যান । সেটিং এ যাবার পর কানেকশন নামে অপশন পাবেন । নিচে দেখানো ছবিতে লক্ষ করুনঃ

তারপর কানেকশন এর মধ্যে যান । কানেকশন এর মধ্যে যাবার পরে Mobile Hotspot and tethering নামে অপশন পাবেন ।নিচের চিত্রে লক্ষ করুনঃ

Mobile Hotspot and Tethering এর মধ্যে যান । যাবার পরে  USB Tethering নামে অপশন পাবেন । এইটা এনাবল করে দিন । নিচের চিত্রে লক্ষ করুনঃ

ব্যাস এবার কাজ শেষ ।কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার পিসিতে নেট কানেক্ট হয়ে যাবে ।আর নেট  কানেক্ট হয়ে যাবার পরে আ[পনার পিসিতে নিচের মতো চিহ্ন আসবে । নিচের চিত্রে লক্ষ করুনঃ

আজ এ পর্যন্তই । ধন্যবাদ ।

 

18 thoughts on "এন্ড্রয়েড থেকে ডাটা কেবল দিয়ে কিভাবে পিসিতে নেট কানেক্ট করবেন? আসুন সহজ পদ্ধতি জেনে নিই"

    1. Avatar photo Kafihasan Contributor Post Creator says:
      স্বাগতম
  1. NO NAME Contributor says:
    apni hoyto notun jansen but 90% lukei eita jane
    1. Avatar photo Kafihasan Contributor Post Creator says:
      হা হা হা, আমি নতুন জানিনা। আমি যখন প্রথম এন্ড্রয়েড কিনি তখন থেকেই জানি । গতকাল একটা আর্টিকেল লক্ষ করেছিলাম এ বিষয়ে কিন্তু ভালোভাবে উপস্থাপন করতে পারে নাই লেখক। আর কমেন্টে দেখলাম অধিকাংশ মানুষই এইটা জানেনা! তাই নতুন করে আমি লিখলাম! ধন্যবাদ!
  2. Avatar photo Shagor Ahmed Contributor says:
    jani but tnxxxxx
    1. Avatar photo Kafihasan Contributor Post Creator says:
      স্বাগতম
  3. Nashurollah Contributor says:
    খুব সহজে উপস্থাপন করেছেন,এর আগে কতগুলো পোস্টে মোবাইল এবং কম্পি
    1. Avatar photo Kafihasan Contributor Post Creator says:
      ধন্যবাদ
  4. Avatar photo MdNasir Hussain Contributor says:
    bro data kabol koto taka
    1. Avatar photo Kafihasan Contributor Post Creator says:
      Minimum 100-150 Takar moddhe peye jaben.. But ami Suggest korbo Aktu valo data cable nite.Coz 100-150 takar gula beshi din tike na.
  5. Avatar photo etcSearch Subscriber says:
    হায় আল্লাহ।
    ট্রিকবিডি তো দেখছি বড্ড অভাবে আছে….!
    1. Avatar photo Ashraf uddin Author says:
      আপনি টিক বলেছেন আচ্ছা এইসব পোস্টে করার দরকার টা কি তাছাড়া একটা পোস্ট আছে। রিপোর্ট দেন তাইলে সবকিছু টিক হবে।
    2. Avatar photo etcSearch Subscriber says:
      রিপোর্ট করে কি ব্যাঙডাকড়া হবে বলুন তো ভাই?
      ট্রিকবিডি টিম দেখুন বাংলা খাইয়া ঘুমাই আছেন।
      তা না হলে তাদের নোটিশ এ বলা আছে যে তারা নাকি সব পোস্ট দেখেন।
    3. Avatar photo Ashraf uddin Author says:
      কি আর করা ভাই এখন থেকে কিভাবে এন্ড্রোয়েড চালাতে হয় এইসব পোস্ট করব।
  6. Avatar photo Loknath Contributor says:
    Bro amar phone…a otg support korena amarty ki hobe jodi hoi speed kmn pabo,,,,,,,
  7. Avatar photo Mamunbd2.0 Author says:
    not fair. known post
  8. Avatar photo limon khan Contributor says:
    apner fb link den….
  9. Avatar photo [Lucky Man] Contributor says:
    এসব Lol পোস্ট দেখে খালি হাসি পায় 😀 আপনি নার্সারি তে পড়েন নাকি? এটা ট্রিকবিডির 99.99% লোক জানে. আর এই Post আগে অনেকে করছে. পারলে New কিছু দেন. আর না পারলে Post করার দরকার নাই. Mind It.

Leave a Reply