Site icon Trickbd.com

ডাউনলোড করতে চান Kali Linux এর সর্বশেষ আপডেট ভার্সনের ISO টি তবে দেখে নিন একনজরে Kali Linux এর সংক্ষিপ্ত রিভিউ সাথে ডাউনলোড লিংক এবং Install না করে লাইভ চালানোর পদ্ধতি।

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম জনপ্রিয় Linux Distro “Kali Linux” এর ISO ফাইলটির সর্বশেষ ভার্সন।

 

চলুন Kali Linux এর ব্যাপারে কিছু জেনে নেওয়া যাকঃ
কালি লিনাক্স ডিজিটাল ফরেনসিক এবং Penetration Testing এর জন্য ডিজাইন করা।Kali Linux ডেবিয়ান-উপর ভিত্তি করে বানানো Linux distribution.Kali Linux হলো লিটারেড লিনাক্সের অপারেটিং সিস্টেম এবং লিনাক্স ডিস্ট্রিবিউশনের একটি নতুন প্রজন্ম।


Kali Linux কার্নেল টি Offensive Security Ltd. দ্বারা পরিচালিত এবং অর্থায়নে পরিচালিত। মাতি আহারিণী, ডেভন কেয়ার্নস এবং Raphaël Hertzog হলো এর মূল ডেভেলপার।

 
 

 

Kali Linux সর্ব প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখ।Kali Linux এ ব্যবহার করা হয়েছে Gnome Shell এবং এতে OS Family হিসাবে ব্যবহার করা হয়েছে Unix-Like.x86, x86-64, armel, armhf Platform এর জন্য প্রযোজ্য রয়েছে kali Linux.

 

 
 
ডাউনলোড করতে চান ২০১৮ এর নতুন আপডেট ISO ফাইলটি তবে নিচে দেখুন ডাউনলোড লিংক এর জন্য।
 
 
 
অথবা
 
 
 
এখন কথা হলো ভাইজান ডাউনলোড তো করলেন এবার চালানোর পালা।
 
 
আপনি যদি Kali Linux এ আগ্রহী না হয়ে থাকেন তবে নিচের লিংকটি দেখুন হয়তো ভালো লেগেও যেতে পারে।
 
 
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ