হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম যেভাবে  Zorin OS এর মত যে কোন লিনাক্স পেনড্রাইভ থেকে লাইভ চালাবেন ইন্সট্রল না করে তার সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে ।

প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।

ডাউনলোড হয়ে গেলে ইন্সট্রল করে ফেলুন তাহলে নিচের মত আসবে ।
এবার আপনার ডাউনলোড করা Zorin OS এর ISO ফাইলটি নির্ধারন করতে হবে ।
যদি আপনার কাছে ISO ফাইলটি না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এবার আপনার Rufus সফটওয়্যার টিতে চলে যান ।
উপরের ছবিটিতে দেখানো অপশন এ ক্লিক করুন ।
আপনার পিসি থেকে Zorin OS এর Iso ফাইল দেখিয়ে দিন ।
উপরে দেখানো মতো পেনড্রাইভ নির্ধারন করুন এবং Start বাটনে ক্লিক করুন ।
কিছুক্ষন অপেক্ষা করুন যতক্ষন না বুটেবল পেনড্রাইভটির ফাইল প্রসেসিং শেষ না হয় ।
বুটেবল পেনড্রাইভটি তৈরী হয়ে গেলে Close বাটনে ক্লিক করুন ।
এবার আপনার পেনড্রাইভ টি তৈরী লাইভ চালানো অথবা ইন্সট্রল করার জন্য ।
এখন আপনার কম্পিউটার Restart এ ক্লিক করুন ।
আপনার Bios অনুযায়ী বুট মেনুতে প্রবেশ করুন। যেমন ধরুন F12 , F10
এবার বুট মেনু থেকে পেনড্রাইভ নির্ধারন করে দিন ।
উপরের মত আসলে Linux Distribution নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ অনেকের উপরের মত আসবেনা ডাইরেক্ট ইন্সট্রল প্রসেস এ নিয়ে যাবে চিন্তার কিছু নাই ]
উপরের মত আসলে Zorin OS নির্ধারন করে দিন।
যারা লাইভ পেনড্রাইভ থেকে চালাতে চান তারা Try Zorin Os Without Install নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ যারা লাইভ চালাবেন তাদের জন্য এখানেই শেষ আপনি ঠিক একইভাবে যে কোন লিনাক্স ডিস্ট্রো চালাতে পারবেন আপনার পেনড্রাইভ থেকে ইন্সট্রল না করে । যেমনঃ Kali , Red Hat , Slax , Ubuntu , Mint , DSL ,Gnome etc.]
উপরের মত আসবে আপনারা অপেক্ষা করুন দেখবেন চালু হয়ে গেছে ।
তাহলে আর কি কোন রকম সমস্যা ছাড়া উপভোগ করুন Zorin OS .
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স 

42 thoughts on "যেভাবে Pen Drive বুটেবল করতে হয় সাথে Zorin OS এর মত যে কোন লিনাক্স পেনড্রাইভ থেকে লাইভ চালাবেন ইন্সট্রল না করে তার সম্পূর্ন টিউটোরিয়াল । যারা Zorin OS চালাতে পারেন নি তারা দেখুন"

  1. Md. Alamin Author says:
    সুন্দর পোষ্ট
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য @ Md. Alamin ভাই।
  2. Naim sdq Author says:
    অসাধারন এবং ওয়ার্কিং পোষ্ট। এটা বললে আরও ভাল হত যে এভাবে যেকোন USB Drive Boot করা যাবে। আর আলাদাভাবে পোষ্ট করলেও ক্ষতি নেই।

    আপনি কি আমাকে Windows এর Crack Activation ফাইল টি দিতে পারবেন?

    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য উইন্ডোজ এর কোন ভার্সন এর জন্য প্রয়োজন বিস্তারিত জানালে ভাল হতো। @ Naim sdq ভাই
    2. Cyber Prince Author Post Creator says:
      যেমন 95, 98, 2000, xp, vista, 7, 8, 8.1,10
    3. Md. Alamin Author says:
      সব চেয়ে বেটার কোন উইন্ডোজ
    4. Naim sdq Author says:
      আমি 8.1 ব্যবহার করি। আর সবাই win 8 ব্যাবহার করে। দুটো দিলেই ভাল হয়।
      Fb.com/naimsdq0
  3. ɪғᴛᴇᴋʜᴀʀ ʀᴀʜɪ Contributor says:
    Vai…2 ta prosno…
    1.memory card use korle hbe ki?
    2.minimum koto gb r pendrive/memory card hote hbe??
    1. Cyber Prince Author Post Creator says:
      Memory Card দিয়ে কাজ হবে ১০০% তবে সর্বনিম্ন ৪-৮ জিবি হলেই হবে ধন্যবাদ আপনার মতামতের জন্য
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ ZiAuzZaMan ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।
  4. Arghya Saha Contributor says:
    Boot menu te kivabe dhukte hoy?
  5. Fahad Contributor says:
    apnr shob post shei
  6. C:\> Legend Author says:
    আপনার প্রতিটি পোস্টই খুব সুন্দর বাট আপনার পোস্টে একটি বানান আমার কাছে খুবই অদ্ভুত লাগে বানানটি হলোঃ “ইন্সট্রল” এটা তো “ইন্সটল” হবে, তাই না?
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাই আসলে ইন্সটল হবে @ C:\> ভাই
  7. IrfanMahmudEkon Contributor says:
    Windows 10 install korte koto GB ram lagbe.1 GB ram e windows 10 ba 8 ki install kora jabe??
    1. C:\> Legend Author says:
      Yup, but you’ve to install x86(32 bit).
    2. IrfanMahmudEkon Contributor says:
      Eta kivabe install korbo.
  8. khalid286 Contributor says:
    অা‌মি একজন সাংবা‌দিক। তাই ক্রম ব্রাউজার থে‌কে বিজয় কি‌বো‌র্ডে টাইপ ক‌রে নিউজ পাঠা‌লে অন্য ক‌ম্পিউটা‌রে ছড়ার ম‌তো লেখা দেখা যায়।‌
    ‌মোবাইল দি‌য়ে পাঠা‌লেও একই অবস্থা হয়। কি‌যে ক‌রি।‌প্লিজ হেল্প করেন কেউ
    1. Cyber Prince Author Post Creator says:
      মোবাইল বা কম্পিউটার সমস্যা নয় বিজয় সফটওয়্যার ইন্সটল থাকতে হবে। অথবা Font
    2. Cyber Prince Author Post Creator says:
      আর হ্যা পুরানো ক্রোমে ভাঙা আসে শব্দ গুলো চেক করে নিবেন।
    1. Cyber Prince Author Post Creator says:
      ১.৪৯ gb @ dark ভাই
    1. Cyber Prince Author Post Creator says:
      কিছু কাজ তো করা যাবে ট্রাই করে দেখতে পারেন। @ Dark ভাই
  9. IMRAN HOSSAIN Contributor says:
    ভাই,,,
    এইটা ইনস্টল দেয়ার পর আবার
    আগের উইন্ডোস এ ফেরার কি কোন উপায় থাকবে?
    দরেন আমার আগে Windows 10 ছিল
    Zorin Os বাদ দিয়ে আবার windows 10 এ ফিরে যাওয়া যাবে কি?
    1. Dark Author says:
      Maybe Jabe…
      Restart dilei ager interface fire paben.
    2. IMRAN HOSSAIN Contributor says:
      Dici but hocce na.
      pls help
    3. Dark Author says:
      Apni Try use korcen naki Install disen?
      Install dile abar windows install dite hobe
    4. Cyber Prince Author Post Creator says:
      জি আপনি উইন্ডোজ ইন্সটল করুন
  10. Israel Contributor says:
    Cyber Prince vai….
    Virtual Box e kivabe ZORIN OS chalabo???
    1. Cyber Prince Author Post Creator says:
      উবুন্টু ৬৪ বিট দিয়ে জরিন ওএস এর আইএসও চালাতে পারবেন ভার্চুয়াল বক্সে
  11. Israel Contributor says:
    Pls answer den vai
  12. Israel Contributor says:
    Windows er vitore virtual box e kivabe Zorin chalabo?
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই Teamviewer Connection দিলে কাজ করে দিতে পারি @ Israel ভাই
  13. Saikat Contributor says:
    Dual Boot er Kotha onekei shuneche… tri boot er kotha kew shuneche???
    etar bepare jante chai??
    orthat eksathe 3 ta os chalano jay kivabe ek pc te??
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই তিনটা কেন আরো বেশী চালাব @ Saikat ভাই
  14. Anik433 Contributor says:
    Vi root username and password chacce. Bt ami to kno password e dilam na akon ki korbo????
  15. Cyber Prince Author Post Creator says:
    পিসিটি অফ করে অন করুন এবং পাস চেঞ্জ করে নিন @ Anik433 Bro

Leave a Reply