হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম যেভাবে Zorin OS এর মত যে কোন লিনাক্স পেনড্রাইভ থেকে লাইভ চালাবেন ইন্সট্রল না করে তার সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে ।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেলে ইন্সট্রল করে ফেলুন তাহলে নিচের মত আসবে ।
এবার আপনার ডাউনলোড করা Zorin OS এর ISO ফাইলটি নির্ধারন করতে হবে ।
যদি আপনার কাছে ISO ফাইলটি না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করে নিন ১৯৩৮ টাকা মূল্যের উইন্ডোজের বিকল্প লিনাক্স কার্নেল Zorin OS Ultimate Premium Edition
এবার আপনার Rufus সফটওয়্যার টিতে চলে যান ।
উপরের ছবিটিতে দেখানো অপশন এ ক্লিক করুন ।
আপনার পিসি থেকে Zorin OS এর Iso ফাইল দেখিয়ে দিন ।
উপরে দেখানো মতো পেনড্রাইভ নির্ধারন করুন এবং Start বাটনে ক্লিক করুন ।
কিছুক্ষন অপেক্ষা করুন যতক্ষন না বুটেবল পেনড্রাইভটির ফাইল প্রসেসিং শেষ না হয় ।
বুটেবল পেনড্রাইভটি তৈরী হয়ে গেলে Close বাটনে ক্লিক করুন ।
এবার আপনার পেনড্রাইভ টি তৈরী লাইভ চালানো অথবা ইন্সট্রল করার জন্য ।
এখন আপনার কম্পিউটার Restart এ ক্লিক করুন ।
আপনার Bios অনুযায়ী বুট মেনুতে প্রবেশ করুন। যেমন ধরুন F12 , F10
এবার বুট মেনু থেকে পেনড্রাইভ নির্ধারন করে দিন ।
উপরের মত আসলে Linux Distribution নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ অনেকের উপরের মত আসবেনা ডাইরেক্ট ইন্সট্রল প্রসেস এ নিয়ে যাবে চিন্তার কিছু নাই ]
উপরের মত আসলে Zorin OS নির্ধারন করে দিন।
যারা লাইভ পেনড্রাইভ থেকে চালাতে চান তারা Try Zorin Os Without Install নির্ধারন করুন ।
[বিঃদ্রঃ যারা লাইভ চালাবেন তাদের জন্য এখানেই শেষ আপনি ঠিক একইভাবে যে কোন লিনাক্স ডিস্ট্রো চালাতে পারবেন আপনার পেনড্রাইভ থেকে ইন্সট্রল না করে । যেমনঃ Kali , Red Hat , Slax , Ubuntu , Mint , DSL ,Gnome etc.]
উপরের মত আসবে আপনারা অপেক্ষা করুন দেখবেন চালু হয়ে গেছে ।
তাহলে আর কি কোন রকম সমস্যা ছাড়া উপভোগ করুন Zorin OS .
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আপনি কি আমাকে Windows এর Crack Activation ফাইল টি দিতে পারবেন?
Fb.com/naimsdq0
1.memory card use korle hbe ki?
2.minimum koto gb r pendrive/memory card hote hbe??
মোবাইল দিয়ে পাঠালেও একই অবস্থা হয়। কিযে করি।প্লিজ হেল্প করেন কেউ
File gular size koto?
N:B: I’m Windows user
এইটা ইনস্টল দেয়ার পর আবার
আগের উইন্ডোস এ ফেরার কি কোন উপায় থাকবে?
দরেন আমার আগে Windows 10 ছিল
Zorin Os বাদ দিয়ে আবার windows 10 এ ফিরে যাওয়া যাবে কি?
Restart dilei ager interface fire paben.
pls help
Install dile abar windows install dite hobe
Virtual Box e kivabe ZORIN OS chalabo???
etar bepare jante chai??
orthat eksathe 3 ta os chalano jay kivabe ek pc te??