আসসালামু আলাইকুম।
আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়?
ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে।
টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা।
আমি গুগলে Photo Stroke TrickBD লিখে সার্চ করে দেখেছি। এক ভাই Already ছবির পাশ দিয়ে সাদা দাগ টানা দেখিয়েছেন। তবে Android এর মাধ্যমে। আমি দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমে।
অনেকেই এটা জানেন। যারা জানেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করেই পোস্ট টি করছি। আর যার কাছে এই পোস্ট টি ভাল লাগবে না , আমি আগেই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
চলুন দেখায় কিভাবে ছবির বাইরের দিক দিয়ে সহজেই ইচ্ছামত রঙ করতে পারবেন। (Photo Outline or Stroke Photo)
আমি Adobe Photoshop 8 CS ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো Adobe Photoshop ব্যবহার করতে পারেন।
Adobe Photoshop ওপেন করুন।
তারপর কাঙ্ক্ষিত ছবি Attach করুন।
তারপর নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন (ছবির Background Transparent করার জন্য)
তারপর ছবির অপ্রয়োজনীয় জায়গাতে একটা ক্লিক দিন।
তারপর নিচে দেখানো ছবির মত আপনার ছবির বাইরে দিক টা মুছে ফেলুন।
তারপর Edit এ ক্লিক করুন।
তারপর Stroke এ ক্লিক করুন।
Wide টা ৩০ থেকে ৪০ করে রাখুন। অথবা আপনার ইচ্ছা।
তারপর OK তে ক্লিক করুন
তারপর দেখু ছবির বাইরের দিক দিয়ে দাগ হয়ে গেছে।
তারপর ছবিটা সেভ করার জন্য Ctrl+Shift+s চাপুন, তারপর লোকেশন সিলেক্ট, করে ফাইলের নাম লিখে ছবিটি সেভ করুন। তবে অবশ্যই .png ফর্মেট এ সেভ করবেন।
বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন।
ভুল ত্রুটি মার্জনা করবেন।
ট্রিকবিডি টিম কষ্ট করে কম্মেন্ট বক্সের এর ব্যবস্থা করেছে।
তাই সেই কম্মেন্ট বক্সে এই পোস্ট সম্পর্কিত আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না।
তাতে আমারও কিছু জানা হবে।
দয়া করে আমার চ্যানেল টি ঘুরে আসুন। উপকৃত হবেন।
।ভালো থাকুন।
….আল্লাহ হাফেজ….