আসসালামু আলাইকুম।

আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়?

ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে।


টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা।


আমি গুগলে Photo Stroke TrickBD লিখে সার্চ করে দেখেছি। এক ভাই Already ছবির পাশ দিয়ে সাদা দাগ টানা দেখিয়েছেন। তবে Android এর মাধ্যমে। আমি দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমে।


অনেকেই এটা জানেন। যারা জানেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করেই পোস্ট টি করছি। আর যার কাছে এই পোস্ট টি ভাল লাগবে না , আমি আগেই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।


চলুন দেখায় কিভাবে ছবির বাইরের দিক দিয়ে সহজেই ইচ্ছামত রঙ করতে পারবেন। (Photo Outline or Stroke Photo)

আমি Adobe Photoshop 8 CS ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো Adobe Photoshop ব্যবহার করতে পারেন।

 

Adobe Photoshop ওপেন করুন।

তারপর কাঙ্ক্ষিত ছবি Attach করুন।

তারপর নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন (ছবির Background Transparent করার জন্য)

 

 

তারপর ছবির অপ্রয়োজনীয় জায়গাতে একটা ক্লিক দিন।

 

 

তারপর নিচে দেখানো ছবির মত আপনার ছবির বাইরে দিক টা মুছে ফেলুন।

 

 

তারপর Edit এ ক্লিক করুন।

 

 

তারপর Stroke এ ক্লিক করুন।

 

 

Wide টা ৩০ থেকে ৪০ করে রাখুন। অথবা আপনার ইচ্ছা।

 

 

তারপর  OK তে ক্লিক করুন

 

তারপর দেখু ছবির বাইরের দিক দিয়ে দাগ হয়ে গেছে।

 

 

তারপর ছবিটা সেভ করার জন্য Ctrl+Shift+s চাপুন, তারপর লোকেশন সিলেক্ট, করে ফাইলের নাম লিখে ছবিটি সেভ করুন। তবে অবশ্যই .png ফর্মেট এ সেভ করবেন।

বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন।

https://youtu.be/wLYf8rNwnxU

 

 

ভুল ত্রুটি মার্জনা করবেন।

 

 

ট্রিকবিডি টিম কষ্ট করে কম্মেন্ট বক্সের এর ব্যবস্থা করেছে।

তাই সেই কম্মেন্ট বক্সে এই পোস্ট সম্পর্কিত আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না।

তাতে আমারও কিছু জানা হবে।

 

 

দয়া করে  আমার চ্যানেল টি  ঘুরে আসুন। উপকৃত হবেন।

।ভালো থাকুন।

….আল্লাহ হাফেজ….

 

23 thoughts on "[For_PC]-ছবির বাইরে দাগ করুন। সবচেয়ে সহজে।"

  1. Avatar photo Root Exp-Jewel Subscriber says:
    এতো fltu পোস্ট ট্রিকবিডিতে হয় কেন
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আপনার নিকট আমি ক্ষমাপ্রার্থী
    2. Avatar photo Tuhin Author Post Creator says:
      তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। তা হচ্ছে। সবার সবকিছু পছন্দ হয় না। আপনার যদি পছন্দ না হয়। তাহলে আপনি সেই পোস্ট টি skip করুন।
  2. Khairul Islam Contributor says:
    Tuhin vai android e dag tanar trick ta din pls
    1. Avatar photo Shaheen Uddoula Author says:
      এই নিয়ে পোস্ট আছে
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      Tnx
  3. Avatar photo Himel Contributor says:
    jodi Android phone e kora jeto emon back ground change
  4. Avatar photo Fahad Contributor says:
    8 cs mane?cs6 er ace?
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আমার কাছে নেই।
  5. Avatar photo Guilty1122 Contributor says:
    আপনি এত্তো ভেজাল আর পেঁচালো ট্রিক দেন

    শর্টকাট বুজেন না।

    After focus দিয়ে সবচেয়ে সহজে করা যায়।
    সাজেস্ট করলাম দেখে নিবেন।

    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      জনাব?
      এই পোস্টে Background Transparent করাটাউ দেখিয়ে দিয়েছি। যার জন্য পোস্ট টা বড় মনে হয়েছ।
      আর Adobe After Focus এর কথা বলছেন?
      Adobe After Focus দিয়ে Background Transparent সহ বাইরের দিকে দাগ দিয়ে দেখুন তো, আমার এই পোস্ট এর চেইয়েউ শর্টকার্টে হয়?
    2. Avatar photo Guilty1122 Contributor says:
      আমি মোবাইল এর কথা বলছি
      After focus এপটির কথা।
    3. Avatar photo Tuhin Author Post Creator says:
      আপনি যদি আমার পোস্ট টা পুরোপুরি পড়তেন, তাহলে এই মন্তব্য করতেন না।
    4. Avatar photo Guilty1122 Contributor says:
      পোস্ট টি পুরোপুরিভাবে পড়েছি এবং মোবাইল ভার্সন পোস্ট টা দেখেছি পরে মন্তব্য করেছি।
    5. Avatar photo Tuhin Author Post Creator says:
      পড়েছেন। কিন্তু বোঝেননি। বুঝলে এমন বলতেন না।
      Bcz,অনেক মানুষ আছে, যাদের Android Mobile আছে কিন্তু কম্পিউটার নাই। আবার অনেকের বাসায় কম্পিউটার থাকলেউ এখনো একটা Android নেওয়া হয়নি।
      তাছাড়া মোবাইল ট্রিক্স আর pc ট্রিক্স এর ভিতরে পার্থক্য তো থাকবেই।
      বাকিটা বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন।
  6. Avatar photo sarderrasel Contributor says:
    Nice post..
    Photoshop ar aro post cai
  7. Avatar photo Gangster Contributor says:
    Good Post???
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      Tnx 4 ur cmmnt
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      এইভাবে নিজের সাইট প্রোমোট করার কোনো মানেই হইনা।

Leave a Reply