পোস্ট এর শুরুতেই অনুরোধ করছি পোস্ট টি পুরপুরি পড়ার জন্য।
FL Studio নিয়ে আসলে বলার কিছু নেই।
এক কথায় অসাধারন।
নিজে পারলে এমন কোনো মিউজিক নেই যা এই সফটওয়ার দিয়ে বানানো জায় না।
এখন তো সবাই এই সফটওয়ার দিয়ে স্টুদিও তে গান রেকোর্ড করছে।
এই সফটওয়ার এর মোবাইল অ্যাপ সম্পর্কে আমার পোস্ট টি দেখুন এখান থেকে।
যায়হোক,
এই সফটওয়ার দিয়ে তো এখন সবাই ই গান রিমিক্স করছে।
তবে এই সফটওয়ার এর মূল সমস্যা হচ্ছে-
মনে করুন আপনি এই সফটওয়ার এ কাজ করছেন। কোনো না কোনো কারন বসত কাজ টা পুরপুরি শেষ হলো না। তাই আপাতত সেভ করে পরে আবার মিউজিক এডিট করতে চান। তাহলে কিন্তু আপনাকে সফটওয়ার টি লাইসেন্স করতে হয়।
তাই আমই আপনাদের কে সেই ফাইল টিই দিচ্ছি, যে ফাইল টি দিয়ে আপনি এই সফটওয়ার টি অ্যাক্টিভ করতে পারবেন। তাও খুব সহজেই।
যাইহোক। এই FL Studio সফটওয়ার টি যদি আপনার কাছে না থাকে। এবং আপনি এই সফটওয়ার টি পেতে চান। তাহলে এখান থেকে সফটওয়ার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিবেন। ইন্সটল টা নিজেরাই করতে পারবেন। তাই আর দেখালাম না কিভাবে ইন্সটল করবেন।
এইবার আসছি এই পোস্ট এর মূল বিষয়ে।
মানে দেখাচ্ছি কিভাবে সফটওয়ার টি লাইসেন্স করবেন।
লাইসেন্স করার জন্য যে সফটওয়ার টি লাগবে সেটা নিচে থেকে ডাউনলোড করে নিন।
উপরের ফাইল এর ডাউনলোড লিংক টা গুগল ড্রাইভের না দিতে পারার জন্য দুঃখিত।
আসলে Google Drive এ এই ফাইল টি আপলোড দিলে গুগল টিম তা সাথে সাথেই ডিলিট করে দিচ্ছে।
তাই Indishare এ ফাইল টি আপলোড করে তার লিংক দিলাম।
অনেকেই হয়তো ডাউনলোড করতে পারবেন না।
তাই নিচের ছবি গুলো লক্ষ করুন।
লিংকে প্রবেশ করার পরে নিচের ছবিতে দেখানো যায়গা তে ক্লিক করুন।
উপরের চবিতে দেখানো যায়গাতে ক্লিক করার পরে যদি নতুন কোনো Tab ওপেন হয়। তাহলে সেই নতুন Tab গুলো কেটে দিবেন।
এই বার নিচের দেখানো ছবির যায়গাতে ক্লিক করুন।
তারপর দেখবেন ডাউনলোড করতে পারবেন।
এইবার চলুন দেখায় কিভাবে FL Studio 11 টা অ্যাক্টিভ করবেন।
আপনি যেই ফাইল টি পাবেন, সেটা Extract করার পর নিচের ফাইলের মত একটা ফাইল পাবেন।
তারপর নিচের ছবি গুলো অনুসরণ করুন।
Done
এইবার চলুন দেখায় কিভাবে FL Studio 12 অ্যাক্টিভ করবেন।
আচ্ছা, ক্র্যাক করা হয়ে গেছে।
এখন আরামছে ব্যবহার করতে থাকুন।
আর ক্র্যাক ফাইল টা যত্ন করে রেখে দিন।
যাইহোক,
আর বেশি কথা বলছি না।
- পোস্টে কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন প্লিজ।
- যাদের এই পোস্ট টি ভালো লাগে নি। তাদের কে কোনো কম্মেন্ট ছাড়াই পোস্ট টি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
- আর যাদের ভালো লাগবে, একটা লাইক দিয়ে আপনার অনুভূতি টা কম্মেন্ট বক্স এ ব্যক্ত করবেন।
[আমার উক্তিঃ- এখানে ক্লিক করে আমার চ্যানেল টা ঘুরে আসুন। সেখানে ৫০+ ভিডিও আছে। আপনার প্রয়োজন হবে হয়তো। প্লিজ]