আপনি যদি চান যে, কিছু কিছু ওয়েবসাইট আপনার কম্পিউটার থেকে কেউ ব্যাবহার করতে না পারুক তাহলে এই ট্রিক্স ফলো করতে পারেন । অথবা অন্য যেকোন কারণে যদি নির্দিস্ট কিছু ওয়েবসাইট ব্লক করতে চান তাহলেও এই ট্রিক্স ফলো করতে পারেন ।
১। ওকে, সরাসরি এই ফোল্ডারে চলে যান- C:\Windows\System32\drivers\etc
২। hosts নামের ফাইলটি কপি করুন-
৩। ডেস্কটপে পেস্ট করুন-
৪। Notepad দিয়ে ফাইলটি ওপেন করুন । Notepad ওপেন করে ফালটিকে টেনে নোটপ্যাডে ছেড়ে দিলেই ফাইলটি ওপেন হবে-
৫। এখন যেই ওয়েবসাইটটি ব্লক করতে চান সেটি এভাবে টাইপ করুন ।
127.0.0.1 www.websitename.com
127.0.0.1 websitename.com
এখানে, প্রথমে www. সহ ওয়েবসাইটটির নাম লিখবেন । তারপর আবার www. ছাড়া ওয়েবসাইটটির নাম লিখবেন ।
৬। তারপর ফাইলটি সেভ করুন । সেভ করার পর ফাইলটি আবার C:\Windows\System32\drivers\etc ফোল্ডারে গিয়ে পেস্ট করুন ।
এখন আর কেউ এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারতে না, যতক্ষণ পর্যন্ত আপনি ঐ দুইটা লাইন না মুছুন । আবার ওয়েবসাইটটি আনব্লক করতে চাইলে, উপরের নিয়মে ফাইলটি কপি করে ডেস্কটপে নিবেন, তারপর নোটপ্যাড দিয়ে ওপেন করে যেই দুইটা লাইন কপি করেছিলেন সেগুলো মুছে ফেলুন । তারপর সেভ করে ফাইলটি আবার C:\Windows\System32\drivers\etc ফোল্ডারে গিয়ে পেস্ট করে দিন । ব্যাস ।
ওকে, আজকে এই পর্যন্তই । আবার দেখা হবে । সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন ।