আপনি যদি চান যে, কিছু কিছু ওয়েবসাইট আপনার কম্পিউটার থেকে কেউ ব্যাবহার করতে না পারুক তাহলে এই ট্রিক্স ফলো করতে পারেন । অথবা অন্য যেকোন কারণে যদি নির্দিস্ট কিছু ওয়েবসাইট ব্লক করতে চান তাহলেও এই ট্রিক্স ফলো করতে পারেন ।

 

১। ওকে, সরাসরি এই ফোল্ডারে চলে যান- C:\Windows\System32\drivers\etc

২। hosts নামের ফাইলটি কপি করুন-

৩। ডেস্কটপে পেস্ট করুন-

৪। Notepad দিয়ে ফাইলটি ওপেন করুন । Notepad ওপেন করে ফালটিকে টেনে নোটপ্যাডে ছেড়ে দিলেই ফাইলটি ওপেন হবে-

৫। এখন যেই ওয়েবসাইটটি ব্লক করতে চান সেটি এভাবে টাইপ করুন ।

127.0.0.1      www.websitename.com

127.0.0.1      websitename.com

এখানে, প্রথমে www. সহ ওয়েবসাইটটির নাম লিখবেন । তারপর আবার www. ছাড়া ওয়েবসাইটটির নাম লিখবেন ।

৬। তারপর ফাইলটি সেভ করুন । সেভ করার পর ফাইলটি আবার C:\Windows\System32\drivers\etc ফোল্ডারে গিয়ে পেস্ট করুন ।

এখন আর কেউ এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারতে না, যতক্ষণ পর্যন্ত আপনি ঐ দুইটা লাইন না মুছুন । আবার ওয়েবসাইটটি আনব্লক করতে চাইলে,  উপরের নিয়মে ফাইলটি কপি করে ডেস্কটপে নিবেন, তারপর নোটপ্যাড দিয়ে ওপেন করে যেই দুইটা লাইন কপি করেছিলেন সেগুলো মুছে ফেলুন । তারপর সেভ করে ফাইলটি আবার C:\Windows\System32\drivers\etc ফোল্ডারে গিয়ে পেস্ট করে দিন । ব্যাস ।

 

ওকে, আজকে এই পর্যন্তই । আবার দেখা হবে । সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন ।

-আল্লাহ হাফেজ-

7 thoughts on "আপনার কম্পিউটার থেকে যেকোন ওয়েবসাইট ব্লক করুন । Block Particular websites on your PC"

    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      ki ?
  1. Shahriar Ahmed Shovon Author says:
    অনেক আগে দেখেছিলাম কোথায় যেন।। ভুলে গিয়েছিলাম এই পোস্ট দেখে আবার মনে হল। ধন্যবাদ!! পোস্ট টা ভালো হয়েছে।।
    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      Thanks vaia… 🙂
  2. Md Rasel Hossain Author says:
    এ বিষয় নিয়ে অনেক আগেই আমি বিস্তারিত লিখেছি। এইটা আমার লেখা, দেখে নিন এবং ভাবুন যে পোস্টটা রাখবেন কিনা!
    https://trickbd.com/hacking-tutorials/454455
    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      অনেক ভালো লিখেছেন আপনি… ওকে আমারটা অ্যাডমিন ডিলিট করে দিতে পারেন…
    2. Md Rasel Hossain Author says:
      আপনার দারুণ বিবেকবান উত্তরের জন্য ধন্যবাদ…?। পোস্টটি এখন ডিলিট না করলেও আমার কোনো আপত্তি থাকবে না।

Leave a Reply