কোন ভুলের কারণে বা সমস্যার কারণে আপনার ফোনের সকল ডাটা (ভিডিও, অডিও, ফাইল, ছবি) যা কিছু আছে তা যদি ডিলিট হয়ে যায় তখন কি করবেন ?

মনে করুণ আপনি অনেক ভাবে চেষ্টা করেছেন রিকভার করতে কিন্তু ব্যর্থ হয়েছেন। তখন আপনি কি করবেন ?

আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার ডাটা ফিরিয়ে আনার জন্য আপনাকে পুনরায় আবার চেষ্টা করতে হবে। আমি আপনাদের দেখাব কিভাবে শেষবারের মত চেষ্টা করে দেখবেন।

এর জন্য আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম যার মাধ্যমে আপনি সফলভাবে ডাটা রিকভার করতে পারেন। তাহলে শুরু করা যাক।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। পাসওয়ার্ড 123

ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করে ফাইল ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইন্সটল করুণ।

ফাইল ফোল্ডার থেকে Fix ফাইলটি Extract করুণ।

এরপর fix ফোল্ডার থেকে ফাইলটি কপি করুণ।

কপি করার পর ইন্সটল করা সফটওয়্যারের শর্টকাট থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করুণ।

ফাইল লোকেশনে যাওয়ার পর কপি করা ফাইলটি paste করে দিন

ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুণ।

এরপর generate এ ক্লিক করুণ।

এখন সফটওয়্যার টি ওপেন করে key তে ক্লিক করুণ।

এরপর generate করা আইডি আর কী copy/paste করে দিন।

আপনাদের মনে রাখতে হবে যে, windows defender firewall থেকে সফটওয়্যারটি ব্লক করে দিতে হবে।

যারা এন্টিভাইরাস ব্যবহার করেন বা windows defender firewall থেকে ব্লক করবেন তা ভিডিওতে দেখানো হয়েছে। এছাড়া কিভাবে আপনার ফোন রুট করবেন তা দেখানো হয়েছে। ভিডিও দেখার পর আশা করি আপনারা আপনার ফোনের ডাটা রিকভারি করতে পারবেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

ভাল লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

কিভাবে সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করবেন ভিডিও গুলোতে খুঁজে পাবেন।

অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।

অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ  অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।

লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।

ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।

বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।

ভাল লাগলে চ্যানেলটি দেখে আসতে পারেন। Subscribe করুণ।

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

9 thoughts on "এক ক্লিকে আপনার ফোনের সকল ডাটা রিকভার করে নিন। যদি আপনি রিকভারি করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।"

  1. Bads Man Shakil Khan Author says:
    ফোন মেমরি ডেলেট + রেসেট দেওয়া,,,রিকভার সম্ভব???
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      ডিলিট হলে রিকভার সম্ভব। কিন্তু রিসেট দেওয়ার পর রিকভার সম্ভব কি সম্ভব না তা আপনার ফোনের উপর নির্ভর করছে। আপনার ফোন যদি পুরনো হয়ে থাকে তাহলে সম্ভব না। আর যদি নতুন হয়ে থাকে ২০১৯ এর আপডেট হয়ে থাকে তাহলে রিকভার করতে পারবেন। যেমন samsung, MI এই সকল মবাইলের কিছু নিউ ফিউছার অ্যাড করেছে। আপনি এই সুবিধার মধ্যে থাকলে অবশ্যই ডাটা রিকভার করতে পারবেন।
  2. sonnasi Subscriber says:
    phn internal memory recover hobe?
  3. sonnasi Subscriber says:
    phn internal memory recover hobe?
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      জি হবে।
  4. MD Sobuj Hossain Contributor says:
    Thanks. onek din pore khub valo ekta post porlam
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
  5. MD Sobuj Hossain Contributor says:
    ভাইয়া একটা রিকুয়েস্ট ছিলো।
    আমার মেমরি কার্ড থেকে সব ডিলিট হয়েগেছে,,, কিন্তু সমস্যা হোলো মেমরিটা বাটন মোবাইলে ছিলো। আর অই মেমরি তে আমার সব পিকচার
    আর কিছু ভয়েস রেকর্ড ব্যাকআপ ছিলো।

    কি ফিরিয়ে আনা যাবে?

    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      হা যাবে https://trickbd.com/windows-pc/604745 এই সফটওয়্যার ব্যবহার করে দেখ।

Leave a Reply