মনে করুণ, একটা ফাইল খুঁজতে গিয়ে দেখলেন যে সেটা আপনার হার্ডডিস্কে নেই অথবা ভুলে পুরো ড্রাইভ ফরমেট দিয়ে দিলেন তখন কী করবেন?

সেক্ষেত্রে আপনারা Data Recovery সফটওয়্যার ব্যবহার করবেন। কিন্তু সম্পূর্ণ ডাটা রিকভার করার জন্য প্রো ভার্সন প্রয়োজন হয়। এছাড়াও ভাল মানের সফটওয়্যারের প্রয়োজন পড়ে। কিন্তু সকলের সম্পূর্ণ ভার্সন ফ্রিতে ব্যবহার করার সুযোগ হয়না।

হয়ত EaseUS Data Recovery Wizard Pro  এর নাম শুনেছেন। এটি খুব ভাল মানের সফটওয়্যার। তাই আপনাদের মাঝে ভাল মানের একটা সফটওয়্যার EaseUS Data Recovery Pro এর সম্পূর্ণ ভার্সন ফ্রিতে নিয়ে আসলাম।

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমি এই সফটওয়্যার এর প্রো ভার্সন ব্যবহার করব?

কেন ব্যবহার করবেন

এর কারণ

  • এটি হার্ড ড্রাইভ এর সকল ডাটা উদ্ধার করতে পারে।
  • ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি স্টিক, ক্যামেরা স্টিক, জিপ, ফ্লপি ডিস্ক এবং অন্যান্য স্টোরেজ মিডিয়া থেকে ও ডাটা উদ্ধার করতে পারে।
  • হার্ড ডিস্ক ক্র্যাশ কিংবা পার্টিশন এরর হলেও তা থেকে ডাটা উদ্ধার করতে পারে।
  •  রিসাইকল বিন থেকেও মুছে ফাইল উদ্ধার করতে পারে।
  • ফাস্টার স্ক্যান দেখতে পাবেন সেই সাথে হাই কোয়ালিটি রিকভারি হয়েছে।
  • উইন্ডোজ ও লিনাক্স ফাইল সিস্টেম থেকে ডাটা উদ্ধার করতে পারে।
  • ভাইরাসের কারনে মুছে যাওয়া ফাইল উদ্ধার করতে সক্ষম।
  • উইন্ডোজ ইন্সটলেশনের সময় এক্সিডেন্টালি ফরমেট করা ড্রাইভ থেকেও ডাটা উদ্ধার করতে পারে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ 

ইন্সটল করতে কোন সমস্যা হলে ভিডিও দেখে ইন্সটল করুণ সম্পূর্ণ প্রো ভার্সন ফ্রিতে ব্যবহার করুণ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

পাসওয়ার্ড 123

ভাল লাগলে চ্যানেলটি  সাবস্ক্রাইব করুণ।

অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।

অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ  অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।

লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।

ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।

বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।

সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

 

7 thoughts on "EaseUS Data Recovery Wizard Pro ফ্রিতে ব্যবহার করুণ। ডিলিট হওয়া সকল ডাটা ফিরিয়ে আনুন।"

  1. কাব্য Author says:
    ase kintu file open hoy na
    ajotha somoy nosto agulate
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      k boleche apni ata try kore deken
    2. কাব্য Author says:
      korlam trai
      kono video, audio, zip aktao ase na
      habi jabi ki ki je ase
  2. Masum62786 Contributor says:
    koto mb eta??
    1. Shoyeb Rabbi Author Post Creator says:
      40 mb
  3. Shoyeb Rabbi Author Post Creator says:
    এখানে সময় নষ্ট করার মত কিছু নাই, কারণ আপনিও কিছু শেখার চেষ্টা করছেন। আমি সবকিছু যাছাই করার পর পোস্ট করি। যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে ভিডিও দেখে তারপর কমেন্ট করুণ।
  4. TanvirAli777777 Contributor says:
    Need Help

    Phone memory theke delete video kivabe recover korbo, kon apps use korle valo hobe janaben please.
    thanks in advance

Leave a Reply