হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি BlueStacks Premium Offline Rooted 4.160.10.8007 ভার্সনের Emulator নিয়ে তাহলে চলুন শুরু করা যাক।

আমরা প্রায় সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আর এন্ড্রয়েড মোবাইল চলে জনপ্রিয় ওপেন সোর্স লিনাক্স কার্নেলের মাধ্যমে । আর আমরা সাধারনত পিসি তে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি । আর আপনি চাইলে শুধু মাত্র একটি সফটওয়্যার ইন্সট্রল করে আপনার পিসি থেকেই খেলতে বা চালাতে পারবেন এন্ড্রয়েড এপগুলো ।

তো চলুন শুরু করা যাক আজকের পর্ব “কম্পিউটারেই নিন এন্ড্রয়েডের স্বাদ খেলুন এন্ড্রয়েড গেমসগুলো চালান সাথে এপগুলো সাথে রইলো রিভিও এবং ডাউনলোড লিংক” ।

ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে তাই নিচে থেকে ডাউনলোড করে নিন।

প্রথমত এটা আদি তে করা বর্তমানের Re-Post ডাউনলোড লিংক আপডেট এবং কিছু বাড়তি আর্টিকেল তাই নিচে উল্লেখিত স্ক্রিনশর্ট গুলো ভার্সন 3 এর তবে ডাউনলোড লিংকে  BlueStacks Premium Offline Rooted 4.160.10.8007 Version পাবেন যা দিয়ে আপনি চাইলে অনেক সুবিধা নিতে পারবেন যেমন টা আপনার Android Rooted Device এ নিয়ে থাকেন আর কি। আর পাশাপাশি মাল্টি উইন্ডো গেমিং কিংবা HD Gaming এর জন্য একে আরো উন্নত করা হয়েছে তাই আগের থেকে ভালো পারফরমেন্স পাবেন এখন আপনি PUBG Mobile কিংবা FreeFire, Call OF Duty এর মত গেমস গুলো নিশ্চিন্তে খেলতে পারবেন কারন আপনি 60FPS পর্যন্ত পাবেন। আর যেহেতু রুটেড ভার্সন তাই আপনি আরো ভালো ভাবে কাস্টমাইজ করে পারফরমেন্স বৃদ্ধি করতে পারবেন।

ডাউনলোড হয়ে গেলে উপরের মত Blue Stacks টি ইন্সট্রল দেওয়ার জন্য ডাবল ক্লিক করুন।

Install বাটনে ক্লিক করুন ।

Install হতে কিছুক্ষন সময় ধৈর্য ধরুন ১০০% সম্পূর্ন না হওয়া পর্যন্ত ।

মনে রাখবেন যদি ইন্সট্রল নিতে সমস্যা করে তবে আপনি আপনার কম্পিউটারের এন্টিভাইরাস ১০ মিনিটের জন্য অফ করে নিবেন ।

Complete এ ক্লিক করে ইন্সট্রল টি সম্পূর্ন করুন।

যদি উপরের মত আসে তবে বুঝে নিতে হবে এন্টিভাইরাস সমস্যা করছে তাহলে নিচের মত করুন।

আপনার এন্টিভাইরাস টি ১০ মিনিটের জন্য বন্ধ করে দিন।

এন্টিভাইরাসের কোম্পানী ভেদে ভিন্ন রকম আসতে পারে Apply বাটনে ক্লিক করুন ভয় পাবার কিছু নেই।

দেখুন ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে এবার নিচের মত আসবে।

English (United States) দিয়ে সামনে অগ্রসহ হন।

এবার আপনার এন্ড্রয়েড মোবাইলের মত করে জিমেইল একাউন্ট দিয়ে সাবমিট করতে হবে Continue তে ক্লিক করুন 

এবার আপনার জিমেইল একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন বা ok বাটন ক্লিক করুন। 

আর যদি জিমেইল আইডি না থাকে তবে নতুন একটি তৈরী করে নিবেন।

কিছুক্ষন অপেক্ষা করুন।

এবার উপরের মত আসলে সবগুলো টিক দেওয়া থাকবে আপনি পরবর্তী স্টেপ এ যাওয়ার জন্য নেক্সট এ ক্লিক করুন।

এবার যদি আপনি চান তাহলে আপনার ক্রেডিট অথবা ডেভিট কার্ড যোগ করতে পারেন অন্যথায় No Thanks .

একাউন্ট যোগ হয়ে গেলে Emulator টি উপরের মত চালু হবে। চাইলে এখান থেকেই আপনার পছন্দের এপ বা গেমসটি ডাউনলোড করে চালাতে পারেন । 

আর যদি অতীতে সঞ্চয় করা কোন গেমস বা এপ থাকে তবে নিচের স্টেপ গুলো দেখুন।

উপরের মত Install apk আইকনে ক্লিক করুন । তাহলে আপনার হার্ড ড্রাইভ শো করবে । আপনার অতীতে সঞ্চয় করা এন্ড্রয়েড Apk ফাইলটি দেখিয়ে দিন নিচের মত করে।

আমি এখান থেকে UC Mini Handler ইন্সট্রল দিচ্ছি ।

দেখুন UC Mini ইন্সট্রল হয়ে গেছে । 

দেখুন আমি UC Mini দিয়ে ব্রাউজিং করছি। একই ভাবে যেকোন এপ বা গেমস ইন্সট্রল দিয়ে কম্পিউটার থেকে আপনি এন্ড্রয়েড এর মত করে সব কাজ গুলো করতে পারবেন।

ডাউনলোড লিংক পেতে নিচে দেখুন 

আর যাদের পিসি কনফিগ একটু কম তারা অবশ্যই নিচের পোষ্ট টি দেখুন।

তাহলে আর কি আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে তবে চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।


www.DarkMagician.Xyz

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

12 thoughts on "Download করে নিন BlueStacks Premium Offline Rooted 4.160.10.8007 Version আর এবার মজা নিন রুট পারমিশনের (Re-Post)"

    1. Cyber Prince Author Post Creator says:
      Thank You ভাইজান শুধু লাইক কিংবা Good বললে কি হয় বলুন মাঝে মাঝে এটা ওটা নিয়ে পোষ্ট করুন বললে সহযোগিতাও হতো।
    1. Cyber Prince Author Post Creator says:
      Thank you bro
  1. Ahsan Sourov Contributor says:
    your post always good vi……acca ekn up bluestack 4 version na………….bt ata to 3 !!!!! ata ki up version ta???
    1. Cyber Prince Author Post Creator says:
      এটা হচ্ছে Repost তাই এর ক্রিনশর্ট পুরানো পোষ্টের থেকে কালেক্ট করা গত বছরের তবে ডাউনলোড লিংক এবং সফটওয়্যার সম্পূর্ণ আপডেট ডাউনলোড করতে পারেন।
  2. Md Zakir Hossen Author says:
    Vaiya imo cholbe????
    1. AslamKF Contributor says:
      পিসির জন্যই ইমো সফট আছে।
  3. root:// Contributor says:
    ব্রো এইটা ওল্ড ভার্সন। আর এই ক্রাক ইউজ করলে call of duty খেললে আইডি ব্যান হয়ে যায়?
  4. Md.Ariful Islam Author says:
    Cyber bro,আমাকে Fotogenic:Body & face tune retouch Editor.Apk টার mod দিতে পারবেন ।
  5. Tanjid Contributor says:
    vai link visit kora jai na kn
    1. Cyber Prince Author Post Creator says:
      সাইট ডাউন আছে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে

Leave a Reply