Draw করতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু আপনি যদি সেই Drawing দিয়েই বানাতে চান 3D Design তবে দেখে নিতে পারেন SketchUp নিয়ে ছোট্ট রিভিউ।
SketchUp একটি 3D Model তৈরী করার উইন্ডোজ সফটওয়্যার। রয়েছে অসংখ্য ফিচার যা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন ধরুনঃ-
architectural, interior design, landscape architecture, civil and mechanical engineering, film and video game design.
SketchUp এর নির্মাতা হচ্ছে Trimble এবং তারা পোগ্রাম টি প্রথম প্রকাশিত করে আগস্ট মাসে ২০০০ইং সালে। আপনি ৩২ বিট অথবা ৬৪ বিট অপারেটিং সিস্টেম থেকে সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন। কয়েকটি ভাষা সাপোর্ট করে তবে বাংলা সাপোর্ট করে না বলে অন্য গুলো উল্লেখ করার প্রয়োজন মনে করলাম না।
আপনি আপনার কল্পনায় বানানো কোন কাঠামো কে দিতে পারবেন 3D Design যা আপনার Draw কে জীবন্ত করে তুলবে। আর আপনি চাইলে আপনার সেই 3D Design এর Project কে কাজে লাগাতে পারেন প্রফেশনাল জীবনে।
আপনি অনলাইনে কাজ করতে পারবেন আর যদি অফলাইনে কাজ করতে চান তবে তার ব্যবস্থা ডাউনলোড করা ফাইলে সমাধান হিসাবে রয়েছে। আর আপনি Pro করা ব্যতীত সকল ফিচার ব্যবহার করতে পারবেন না।
আপনি বাড়ি ঘর দালান কোঠা যা ইচ্ছা ডিজাইন করতে পারবেন চাইলে মুভি কিংবা গেমস ডিজাইন করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে। আর যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়াশুনা করছেন তারা অবশ্যই একবার হলেও এই সফটওয়্যার টি ব্যবহার করে দেখতে পারেন। এর ফিচার যেমন আপনার ভালো লাগবে ঠিক তেমনি এটা দিয়ে আপনি বাচিয়ে নিতে পারবেন কিছুটা সময়।
তবে চলুন দেখে নেই Sketch Up এর কিছু ScreenShort:-
এবার আপনি যদি সফটওয়্যার টি ডাউনলোড করতে ইচ্ছুক থাকেন তবে নিচে লিংক।
Download link (Google Drive)
Size: 216 MB
Pass: DarkMagician.Xyz
(নোটঃ Pro Feature ব্যবহার করার জন্য ফাইল দেওয়া আছে শুধু Install Directory তে সঠিক ভাবে বসাতে হবে তাহলেই আপনি সম্পূর্ণ ফিচার উপভোগ করতে পারবেন। )
তাহলে শুরু করে দিন architectural, interior design, landscape architecture, civil and mechanical engineering, film and video game design করা আজ থেকেই।
যদি আর্টিকেল টি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে সহযোগিতা করুন।
তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে আমার লেখা অন্যান্য আর্টিকেল দেখতে পারেন নিচের লিংক থেকে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স।