Site icon Trickbd.com

Windows পিসিকে সাজান আকর্ষনীয় ৫ টি স্টাইলে ( পর্ব – ২ )

Windows পিসিকে সাজান আকর্ষনীয় ৫ টি স্টাইলে আজকের আর্টিকেল টিতে থাকছে ৫ টি সফটওয়্যার যা আপনার পিসির লুক অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে।


Windows পিসিকে সাজান আকর্ষনীয় ৫ টি স্টাইলে আর্টিকেল টি শুরু করার আগে 

কিছু সতর্কবার্তা দিয়ে নেইঃ- 

এটা Windows এর জন্য একটু Advanced Level এর Modification 

তাই Antivirus এটাকে ভাইরাস বলে সনাক্ত করে।

তাই ব্যবহার করতে চাইলে Install করার সময় নেট কানেকশন এবং 

Antivirus কিছু সময়ের জন্য বন্ধ রাখবেন।

জরুরী কথা হলো যা করবেন নিজ দায়িত্বে সাধারন জ্ঞান না থাকলে ব্যবহার না করাই ভালো।

এবার যদি আপনি নিজ দায়িত্বে সকল কিছু করতে চান তবে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-

Android ব্যবহারকারী Launche, Theme, Icon Pack ইত্যাদি ব্যবহার করে মোবাইলটি কে সুন্দর একটি লুক দেওয়ার জন্য। ঠিক তেমনি Windows User দের জন্যও এমন ব্যবস্থা রয়েছে। তারপরেও দেখা যায় অধিকাংশ মানুষ Default Theme ব্যবহার করেই খুশী আছে।


কিন্তু আপনি যদি Default Theme কিংবা Design নিয়ে সন্তুষ্ট না থাকেন তবে Windows পিসিকে সাজান আকর্ষনীয় ৫ টি স্টাইলে  আর্টিকেল টি আপনার জন্য।


শুধু Theme বললে ভুল হবে সাথে থাকবে Rocket Dock, Theme Pack, Skin Pack, Icon Pack, Cursour Pack, Stylish UI যা আপনার পিসিকে দিবে সবার আলাদা এবং ইউনিক একটি লুক।



আজকের পর্বে যে পাচটি স্টাইলিশ প্যাক রয়েছেঃ

1. ASUS GOLD:



শুধু মাত্র ডাউনলোড করতে হবে সাথে Install বাড়তি কোন Restart দেওয়ার ঝামেলা নেই। Bug এর সমস্যা হবেনা। 


মাত্র কয়েক মুহুর্তের মধ্যে আপনি Windows 7 কিংবা Windows 10 চালিত পিসিকে Transform করে দিতে পারবেন ASUS GOLD স্টাইল খুব সহজে।


আপনি যে ভার্সনের Windows এর মধ্যে এই Design ব্যবহার করতে পারবেনঃ-

Windows 7/10 RS2\RS3\RS4\RS5\19H1|19H2|20H1  [X86_X64]


যদি আপনার উইন্ডোজের Build Version উপরে উল্লেখ না থাকে তবে ব্যবহার না করে এড়িয়ে যাওয়াই ভালো হবে। কারন তা আপনার Build Version এর জন্য নয় কিংবা বাকী Build Version গুলোতে টেস্ট করা হয় নাই।



এবার আপনার যদি মনে হয় ডাউনলোড করবেন তবে নিচে লিংক দেওয়া হলোঃ


Download Link

Size: 40 MB



2. Angry Birds StarWars2

Angry Bird হয়তো অনেকের পছন্দের গেমস, মুভি , কিংবা কার্টুন হতে পারে। আর তাই আপনি চাইলে আপনার পিসিকে দিতে পারবেন Angry Birds StarWars2 এর স্টাইল।

সাথে থাকবে Transparent Window আর অন্যান্য গুলোর মতই Theme Pack, Icon Pack, Cursor Pack, Stylish UI ইত্যাদি।

Windows 7 ব্যবহারকারীদের জন্য বেস্ট একটি স্টাইল হতে পারে। 

তবে আপনি উইন্ডোজ 10 এর জন্য ব্যবহার করতে পারবেন। 

Start Menu পরিবর্তন হবে না Windows 10 এর ক্ষেত্রে আর বাদ বাকী সব ফিচার থাকবে।

আর সাথে Angry Bird এর সেই প্রিয় চেনা Music গুলো থাকবে Effect হিসাবে।

ব্যবহার করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি।

Windows 7 এবং 10 এর জন্য ব্যবহার করা যাবে।

এবার আপনার যদি মনে হয় ডাউনলোড করবেন তবে নিচে লিংক দেওয়া হলোঃ


Download Link

Size: 31 MB

3. Android Pie/10

Android ব্যবহার করতে তো আমরা সবাই পছন্দ করি। তাই আপনি চাইলে Windows কে দিতে পারবেন Android 10 এর স্টাইল।

সম্পূর্ণ Metal Effect ব্যবহার করা হয়েছে সাথে কিছু Gadget পেয়ে যাবেন।

আর সাথে অন্যান্য গুলোর মত Theme Pack, Icon Pack, Cursor Pack, Stylish UI ইত্যাদি তো থাকবেই।

আপনি Windows 7, 8.1 এবং 10 অপারেটিং সিস্টেম এর জন্য ব্যবহার করতে পারবেন।

Windows 7\8.1\10 RS2\RS3\RS4\RS5\19H1|19H2|20H1 [X86_X64]

এবার আপনার যদি মনে হয় ডাউনলোড করবেন তবে নিচে লিংক দেওয়া হলোঃ


Download Link

Size:28 MB

4. Black And White:


Black And White এই স্টাইল টি অন্য গুলো থেকে একটু ভিন্ন তারপরেও আপনার পিসিকে এনে দিবে রাজকীয় একটি লুক।

বরাবরের মত এটাতেও থাকছে Theme Pack, Icon Pack, Cursor Pack, Stylish UI ইত্যাদি।

আপনি 7/8/8.1/10 এর অপারেটিং সিস্টেম কে খুব সহজেই দিতে পারবেন এই Black And White Style.


উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা নিচে থেকে Build Version না মিললে ব্যবহার না করাই ভালো হবে।

Windows 10TH2/8/8.1/7/SP1 [X86_X64]


এবার আপনার যদি মনে হয় ডাউনলোড করবেন তবে নিচে লিংক দেওয়া হলোঃ


Download Link

Size: 15 MB



5. Jarvis Green

Iron Man Movie তে থাকা Jarvis AI সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি। আর Jarvis হয়তো অনেকের পছন্দের Personal Assistant.

তো আপনিও যদি পিসিকে Jarvis Green Style টি দিতে চান তবে ডাউনলোড করুন আর ইন্সটল করে ফেলুন।

অন্য সব গুলোর মত এটাতেও থাকছে Theme Pack, Icon Pack, Cursor Pack, Stylish UI ইত্যাদি।

Windows 7\8.1\10 RS2\RS3\RS4\RS5\19H1|19H2|20H1  [X86_X64]

উপরে উল্লেখিত Build এর জন্য প্রযোজ্য।



এবার আপনার যদি মনে হয় ডাউনলোড করবেন তবে নিচে লিংক দেওয়া হলোঃ


Download Link

Size:19 MB 


তাহলে আজকের Windows পিসিকে সাজান আকর্ষনীয় ৫ টি স্টাইলে  ( পর্ব – ২ ) এখানেই ইতি টানছি। যদি আর্টিকেল টি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।


আপনি যদি Windows পিসিকে সাজান স্টাইলিশ স্টাইলে (পর্ব-১) না দেখে থাকেন তবে এক্ষুনি দেখে আরো কিছু সুন্দর স্টাইলিশ ডিজাইনের জন্য।



আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

Author: Cyber Prince


আপনি চাইলে আমাকে নিচের লিংক গুলোর মাধ্যমে ফলো করতে পারেন।

FB Page | FB Group