হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম
উইন্ডোজ কম্পিউটার কে সাজাতে কিছু স্টাইলিশ থীম প্যাক এর কালেকশন নিয়ে
Default Theme |
Mac OS Style:
শতর্কতাঃ উইন্ডোজ ইন্সটল কিভাবে দিতে হয় এ সম্বন্ধে না জানা থাকলে পোষ্ট টি এরিয়ে যাওয়া ভালো হবে আপনার জন্য। কারন অনেক সময় প্যাকগুলো ব্যাক আপ এবং রিস্টোর করা ছাড়া রিমুভ করে দিলে উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এন্টিভাইরাস এটিকে ম্যালওয়্যার হিসাবে দেখাতে পারে। তাছাড়াও যদি কোন সমস্যা হয় তবে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার মত প্রাথমিক জ্ঞান যদি থাকে তবে আপনি ব্যবহার করুন আর সবশেষে আমি প্রত্যেকটি প্যাক এর পাশে কোন উইন্ডোজে চলবে তা উল্লেখ করেছি তাই উলটাপালটা কিছু করলে তার জন্য কিন্তু আমি দায়ী নই।
তাই সবকিছু নিজ দায়িত্বে করুন ধন্যবাদ।
উপরের চিত্র টি তাদের জন্য যারা অযথাই আমাকে ভুল বুঝতেছেন , এত ডাউনলোড হওয়ার পর কয়েকজন বলছেন তাদের পিসির জন্য আমি দায়ী
( নতুন করে সেটআপ দিতে হয়েছে) হয়তো তারা আমার শতর্কতা লক্ষ্য করে নি নয়তো শত্রুতামূলক ভাবে মতামত পোষণ করেছেন বাকীটা আপনাদের উপর।
But, ei windows gulo jhamela mone hoy.
Birokto lage.
আমি রবি আই বাড্ডি টাই হ্যাক এর পোস্ট সহ চারটা পোস্ট করেছি।
অথর না করলেও অন্তত ওই পোস্ট টা পাবলিশ করুন। আমি নিজেই বের করছি আর অনেকেই উপকৃত হবে।আসলে দেরি হইলে আর কাজ নাও করতে পারে তাই আপনার দৃষ্টি আকর্ষণের জন্য কমেন্ট এ লিখছি। প্লিজ নেগেটিভলি নিয়েন না।
with proof and screenshots
@ Ashraf uddin
মেমোরির ক্লাস কত? সব মেমরিতেই কি এই একই স্পিড পান?
পোষ্ট বিষয়ক না হলে উত্তর দেওয়া বন্ধ।
৩টা ডাউনলোড দিছি,,,১টা অর্ধেক install হতেই পিসি হ্যাং হয়ে গেছে,,,,
অফ করে আবার চালু করলে Windows Explorer Has Stopped Working আসতিছে,,,
ওইটা ক্লোজ করে দিলে পুরো Display কালো হয়ে যাচ্ছে কিছুই দেখা যায় না আর কোনো কাজও হয় না…….সব শেষ
এরপর ও আমি সতর্কতা বানী যুক্ত করেছি এরপর ও যদি আপনার মত সম্মানিত লেখক এমন মন্তব্য করেন তবে অন্যরা কি করবে। কারন একজনের দেখাদেখি অন্যরাও এমন করবে।
এখন সমাধান উইন্ডোজ স্টার্ট করে F8 চেপে Safe Mode এ প্রবেশ করুন এবং Skinpack টি Uninstall করুন সাথে আগের ফাইল Restore করুন ব্যস আপনার পিসি আগের রুপে ফিরে আসবে।
ধন্যবাদ এত কষ্ট করার জন্য।
Dual Core er PC te Cholbe ??
naki Slow korbe ??
Download kore rekhe disi..
plz Vai Reply Diben
aijaga shob paben
তবুও Backup নিয়ে কাজটা করতে পারেন যাতে কোন সমস্যা হলে Restore করতে পারেন।
ঠিকানা ফুলগাজী বাজার – পুলিশ স্টেশনের পাশে। আশা করি সরাসরি কোনদিন দেখা হয় আপনার মতামত পালটে যাবে।
ধন্যবাদ আমি শিক্ষকতা পেশাকে সম্মান করি কিন্তু আমার কোন গুরু নেই আর আমি কাউকে গুরু মানিনা।
আর আমার কথা জিজ্ঞাসা করলে এক সমুদ্র পানির এক ফোটা পরিমান শিখেছি।
Oneker kaje lagbe, sathe amaro….
Thanks for your share.
ধন্যবাদ এত কষ্ট করার জন্য।
সাথেই তো আনস্ট্রলার আছে। সমস্যা হবে কেন?
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
অারো থাকলে শেয়ার করিয়েন ব্র।
তবে #Password না দিলে হয় না?
অানেক সময় হয়তো ফাইল টা থেকে যায় অার Password /কই থেকে Downward করছিলাম মনে থাকে না।।।পরে ফাইলটাও অার ব্যাবহার করা যায় না।তখন ডিলেট করা ছাড়া উপায় থাকে না।
এমন অভিজ্ঞতা অনেক বার হইছে তাই বললাম।