আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আপনারা সবাই কেমন আছেন?
আজকে আমি আপনাদের জন্য খুবই দরকারী একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি। আশাকরি টাইটেল দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। অনেকেই আছেন যারা পিসিতে গেম খেলার জন্য এন্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করে থাকেন, কিন্তু বর্তমানে আগের মতো Bluestacks ইন্সটল করে গেম খেলা তো দূরের কথা ওপেন করতে সমস্যা হচ্ছে। তাই আমার আজকের এই পোস্ট, আশাকরি যারা এই সমস্যার কারণে এতদিন ইমুলেটর ব্যবহার করতে পারছিলেন না, তারা এখন এই সমস্যাটির সঠিক সমাধান করতে পারবেন। আর বেশি কথা না বলে চলুন কাচ শুরু করে দেওয়া যাক…
১. প্রথমে পিসি বা ল্যাপটপ অন করে “Control Panel” ওপেন করুন
২. এবার “Programs” অপশনটিতে ঢুকুন
৩. এবার “Turn Windows features on or off” অপশনটিতে ঢুকুন
৪. এখান থেকে খুব সাবধানে নিচের অপশনগুলোর টিকমার্ক তুলে দিন (সার্ভিসগুলো অফ করে দিন)
- Hyper-V
- Virtual Machine Platform
- Windows Hypervisor Platform
- Windows Sandbox
- Windows Subsystem for Linux
৫. এবার “Ok” বাটনে ক্লিক করে সেভ করুন
৬. এবার আপনার পিসির সেটিংস অপশন ওপেন করুন
৭. সেটিংস থেকে “Privacy & Security” অপশনটি ওপেন করুন
৮. এবার “Windows Security” অপশনটি ওপেন করেন
৯. এবার “Device security” অপশনটি ওপেন করুন
১০. এবার “Core isolation details” অপশনটি ওপেন করুন
১১. এখান থেকে “Memory integrity” অপশনটি অফ করে দিন
১২. এবার আপনার পিসি বা ল্যাপটপ-টি রিস্টার্ট করুন
উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে এবার Bluestacks অ্যাপটি ওপেন করুন।
যদি কোনকিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোন সমস্যার মুখোমুখি হোন তাহলে নিচে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার।
যদি আমার এই ট্রিকটি আপনার উপকারে এসে থাকে তাহলে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমার ছোট্ট একটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।