আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আপনারা সবাই কেমন আছেন?

আজকে আমি আপনাদের জন্য খুবই দরকারী একটা ট্রিকস নিয়ে হাজির হয়েছি। আশাকরি টাইটেল দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। অনেকেই আছেন যারা পিসিতে গেম খেলার জন্য এন্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করে থাকেন, কিন্তু বর্তমানে আগের মতো Bluestacks ইন্সটল করে গেম খেলা তো দূরের কথা ওপেন করতে সমস্যা হচ্ছে। তাই আমার আজকের এই পোস্ট, আশাকরি যারা এই সমস্যার কারণে এতদিন ইমুলেটর ব্যবহার করতে পারছিলেন না, তারা এখন এই সমস্যাটির সঠিক সমাধান করতে পারবেন। আর বেশি কথা না বলে চলুন কাচ শুরু করে দেওয়া যাক…

 

১. প্রথমে পিসি বা ল্যাপটপ অন করে “Control Panel” ওপেন করুন

২. এবার “Programs” অপশনটিতে ঢুকুন

৩. এবার “Turn Windows features on or off” অপশনটিতে ঢুকুন

৪. এখান থেকে খুব সাবধানে নিচের অপশনগুলোর টিকমার্ক তুলে দিন (সার্ভিসগুলো অফ করে দিন)

  1. Hyper-V
  2. Virtual Machine Platform
  3. Windows Hypervisor Platform
  4. Windows Sandbox
  5. Windows Subsystem for Linux

৫. এবার “Ok” বাটনে ক্লিক করে সেভ করুন

৬. এবার আপনার পিসির সেটিংস অপশন ওপেন করুন

 

৭. সেটিংস থেকে “Privacy & Security” অপশনটি ওপেন করুন

৮. এবার “Windows Security” অপশনটি ওপেন করেন

৯. এবার “Device security” অপশনটি ওপেন করুন

১০. এবার “Core isolation details” অপশনটি ওপেন করুন

১১. এখান থেকে “Memory integrity” অপশনটি অফ করে দিন

১২. এবার আপনার পিসি বা ল্যাপটপ-টি রিস্টার্ট করুন

উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে এবার Bluestacks অ্যাপটি ওপেন করুন।

যদি কোনকিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোন সমস্যার মুখোমুখি হোন তাহলে নিচে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার।

 

যদি আমার এই ট্রিকটি আপনার উপকারে এসে থাকে তাহলে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমার ছোট্ট একটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।

 

আমার ওয়েবসাইটঃ
TrickBuzz Community
TrickBuzz Bangla Community

14 thoughts on "Bluestacks ওপেন করতে পারছেন না? ১০০% নিশ্চিত সমাধান [Windows 11 & 10]"

  1. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
    1. RONiB Author Post Creator says:
      ধন্যবাদ
    1. RONiB Author Post Creator says:
      Thank you
  2. Md Sohel Rana Contributor says:
    ভাই আমার পিসিতে যে কোন ইমুলেটার ইনস্টল দিতে গেলে Install Faild Dakai….Help Me
    1. RONiB Author Post Creator says:
      আপনার পিসির কনফিগারেশন কি?

      কোন কোন ইমুলেটর ইনস্টল করার ট্রাই করছেন?

  3. Rh_Ekram Contributor says:
    vai amr pc te hang kore. konu solution ace?
    1. RONiB Author Post Creator says:
      আপনার পিসিতে একটা এসএসডি (SSD) লাগিয়ে নিন। আমি সাজেস্ট করবো Walton WS2512D অথবা Walton WS2256D এখান থেকে যেকোন একটা কিনতে পারেন।
    2. Rh_Ekram Contributor says:
      120GB SSD akta lagano ace.
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    হ্যা ভালো ছিল এটা
    1. RONiB Author Post Creator says:
      ধন্যবাদ
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনাকেও ধন্যবাদ
  5. arif112233 Contributor says:
    amar laptop open korcilam kinto apper video open korte gele lage kore besi/video atke atke ase
  6. HBSumon Subscriber says:
    sob gulo cheack koram sob off ace tao hoy na cant not start dekhai dui bar pc restat nice
    my procesor 5600g 16gb ram win 11 pro kono shomadhan ace youtube onek tutorial deckci tao fix korte parlam na

Leave a Reply