Site icon Trickbd.com

এবার নিজেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস ফরুম সাইট, সবচেয়ে সহজ উপায়ে। (পর্ব-১)

Unnamed

আমার সালাম নিবেন। আমি আজ থেকে ওয়ার্ডপ্রেস ফরুম সাইট বনানো শিখাবো। আমার মতে এটাই সহজ উপায়। সবাই চেষ্টা করলেই পারবেন। 🙂

আর কোন ভুল হলে মাপ করবেন। 🙁

ট্রিক শুরু হওয়ার আগেই Miraz Mac কে অনেক বড় Credit দিতে চাই। কারন আমি আপনাদের যে Theme দ্বারা এই ওয়ার্ডপ্রেস ফরুম বানানো শিখাব সেটা তার তৈরি করা Theme, আমি Modified করে আপনাদের কাছে তুলে ধরছি। 😛

আর আমি জানি না, এটা শেষ হতে কতো পর্ব লাগবে। যতই লাগুক। ট্রিকবিডি এবং আমার সাথে থাকবেন। 😛

তাহলে শুরু করি। 😀

প্রথমে যে কোন একটি ফ্রি ডমেইন রেজিস্টার করে নিন। 🙂

যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি নিয়ে দিব। :-/

যারা পারে তাদের বলছি Server দিবেন ns1.boxhost.me এবং ns2.boxhost.me 🙂

এবার Boxhost.me তে গিয়ে রেজিস্টার করুন। তারপর নিজের Profile দেখতে পাবেন। সেখানে থেকে Hosting এ ক্লিক করন। তারপর Create new account → Select → Domain → ৪ টা Box পাবেন। ১ম → আপনার Domain নাম, ২য় → Password, ৩য় → আবার একই Password, ৪র্থ → capcha code → Create দিন 😀 আপনার সাইট তৈরি হেয়ে যাবে।

কিন্তু এটা কি WordPress?? এই প্রশ্ন অনেক এর মাথায় আছে। 😛

হুম, এটাকেই WordPress করব। পরের পর্বে 😀

যারা পারেন তারা করে ফেলেন, আর যারা পারেন না তারা অপেক্ষা করুনন।

আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

না বুঝলে কমেন্ট করুন।