আমার সালাম নিবেন। আমি আজ থেকে ওয়ার্ডপ্রেস ফরুম সাইট বনানো শিখাবো। আমার মতে এটাই সহজ উপায়। সবাই চেষ্টা করলেই পারবেন। 🙂

আর কোন ভুল হলে মাপ করবেন। 🙁

ট্রিক শুরু হওয়ার আগেই Miraz Mac কে অনেক বড় Credit দিতে চাই। কারন আমি আপনাদের যে Theme দ্বারা এই ওয়ার্ডপ্রেস ফরুম বানানো শিখাব সেটা তার তৈরি করা Theme, আমি Modified করে আপনাদের কাছে তুলে ধরছি। 😛

আর আমি জানি না, এটা শেষ হতে কতো পর্ব লাগবে। যতই লাগুক। ট্রিকবিডি এবং আমার সাথে থাকবেন। 😛

তাহলে শুরু করি। 😀

প্রথমে যে কোন একটি ফ্রি ডমেইন রেজিস্টার করে নিন। 🙂

যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি নিয়ে দিব। :-/

যারা পারে তাদের বলছি Server দিবেন ns1.boxhost.me এবং ns2.boxhost.me 🙂

এবার Boxhost.me তে গিয়ে রেজিস্টার করুন। তারপর নিজের Profile দেখতে পাবেন। সেখানে থেকে Hosting এ ক্লিক করন। তারপর Create new account → Select → Domain → ৪ টা Box পাবেন। ১ম → আপনার Domain নাম, ২য় → Password, ৩য় → আবার একই Password, ৪র্থ → capcha code → Create দিন 😀 আপনার সাইট তৈরি হেয়ে যাবে।

কিন্তু এটা কি WordPress?? এই প্রশ্ন অনেক এর মাথায় আছে। 😛

হুম, এটাকেই WordPress করব। পরের পর্বে 😀

যারা পারেন তারা করে ফেলেন, আর যারা পারেন না তারা অপেক্ষা করুনন।

আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

না বুঝলে কমেন্ট করুন।

8 thoughts on "এবার নিজেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস ফরুম সাইট, সবচেয়ে সহজ উপায়ে। (পর্ব-১)"

  1. Mehedi505458 Contributor says:
    Plugin ব্যবহার করেও হবে।
  2. shehab Contributor says:
    Miraz Mac এর ফোন নাম্বারটা দিবেন প্লিজ
  3. As.Apon Contributor says:
    Hello ভাই আপনার ফেজবুক আইডির লিংটা দেন
  4. bdApon Author says:
    ভাই আমি অনেক Theme install দিছি কিন্তু
    ডিজাইন হচ্ছে না কেন,,,,
    আর আমার বানানো কোনো ক্যাটাগিরি সো
    করছে না কেন,,,,
    প্লিজ হেল্প মি,,,
    realmela.boxhost.me
  5. Dengerous Parvez Contributor says:
    ns1 and ns2 ai ip addess box a dile ip address not valid dekhay plz help
  6. Biplop420 Contributor says:
    vai box host a account khulta perse na
  7. Tusher868 Contributor says:
    Ns1.boxhost.me কোথায় বসাবো
  8. Inan Ahammad Contributor says:
    HEY.Comment from 2018.

Leave a Reply