Site icon Trickbd.com

[WordPress][Tricks] এবার পিএইচপি কোড ব্যবহার করুন যেকোনো পেজ অথবা পোস্টে। কাস্টম পোস্ট এর প্রয়োজন নেই। – by Riadrox

Unnamed

[WordPress][Tricks] এবার পিএইচপি কোড ব্যবহার করুন যেকোনো পেজ অথবা পোস্টে। কাস্টম পোস্ট এর প্রয়োজন নেই।

Introduction

## আমি ওয়ার্ডপ্রেস ও ওয়াপকা তে অনেক দিন কাজ করেছি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু ধারনা রয়েছে তবে একেবারে সব জানা হয়ে ওঠে নি।

## আমি লক্ষ্য করলাম আমি যা জানি তা কোথাও নেই, আর তাই শেয়ার করার মনস্থির করলাম।

## তবে আমি যা শেয়ার করব তার ভিতর অধিকাংশটাই আমার নিজের তৈরি। তাই কোনো সমস্যা হলে নিশ্চয় হেল্প করব।

## ** ওয়ার্ডপ্রেস নিয়ে এটা আমার প্রথম পোস্ট। তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

,
,
,
,
,
,


নামঃ Insert PHP – এর কাজ কি?

## ওয়ার্ডপ্রেসে পোস্ট অথবা পেজে শুধু HTML কোড বসালে সেটা Execute হয় । এর ফলে এইচটিএমএল এর মাধ্যমে পোস্ট অথবা পেজ খুব সুন্দর ভাবে ডিজাইন করতে পারি।

## কিন্তু কেমন হয় যদি আমরা পেজে এইচটিএমএল কোড বসাতে পারি?

বুঝলেন না?

এখানে দেখুন –

$user = get_the_author_meta('ID');
if ( $user = '1') {
echo 'Riadrox';
} else {
echo 'I am Not Riadrox';
}

— এই কোডটা কোনো পেজে বসালে এরকমই Show করবে Execute হবে না। কিন্তু আপনি চাচ্ছেন Execute করতে।

–** অর্থ্যাৎ আপনি যদি চান User Id যদি 1 হয় তবে পেজটিতে কোডটি Show না করে Riadrox Show করুক তবে নিচের নিয়ম অনুসরন করুন।

ইনস্টলেশনঃ

## Insert_php Zip ফাইলটি নিচ থেকে ডাউনলোড করে আপনার সাইটের সার্ভারের wp-content/plugin ফোল্ডারে আপলোড দিন।

Plugin 3kb

## Unzip করে দেখুন Insert_php নামে ফোল্ডার আছে ঐটা wp-content/plugin ফোল্ডারে Move করুন।

##এবার ড্যাশবোর্ড থেকে Plugin এ যান এবং Insert_php একটিভ করুন।

## কাজ শেষ।

এবার উপরের কোডটি এভাবে কোনো পেজে বসালেই কোডটি এক্সিকিউট করবে।

[insert_php]
$user = get_the_author_meta('ID');
if ( $user = '1') {
echo 'Riadrox';
} else{
echo 'I am Not Riadrox';
}
[/insert_php]

____ এই কোডটিতে ভাল করে লক্ষ করে দেখুন

PHP কোডটির Start Tag এর জায়গায় যথাক্রমে [insert_php] ও [/insert_php] বসিয়েছি।

## এভাবে আপনিও কোড বসান।

,
,
,
,

,
,
,

,
,
,

,
,
,
,

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox

Like my Fanpage to get more updates: