[WordPress][Tricks] এবার পিএইচপি কোড ব্যবহার করুন যেকোনো পেজ অথবা পোস্টে। কাস্টম পোস্ট এর প্রয়োজন নেই।
Introduction
## আমি ওয়ার্ডপ্রেস ও ওয়াপকা তে অনেক দিন কাজ করেছি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু ধারনা রয়েছে তবে একেবারে সব জানা হয়ে ওঠে নি।
## আমি লক্ষ্য করলাম আমি যা জানি তা কোথাও নেই, আর তাই শেয়ার করার মনস্থির করলাম।
## তবে আমি যা শেয়ার করব তার ভিতর অধিকাংশটাই আমার নিজের তৈরি। তাই কোনো সমস্যা হলে নিশ্চয় হেল্প করব।
## ** ওয়ার্ডপ্রেস নিয়ে এটা আমার প্রথম পোস্ট। তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
,
,
,
,
,
,
নামঃ Insert PHP – এর কাজ কি?
## ওয়ার্ডপ্রেসে পোস্ট অথবা পেজে শুধু HTML কোড বসালে সেটা Execute হয় । এর ফলে এইচটিএমএল এর মাধ্যমে পোস্ট অথবা পেজ খুব সুন্দর ভাবে ডিজাইন করতে পারি।
## কিন্তু কেমন হয় যদি আমরা পেজে এইচটিএমএল কোড বসাতে পারি?
বুঝলেন না?
এখানে দেখুন –
$user = get_the_author_meta('ID'); if ( $user = '1') { echo 'Riadrox'; } else { echo 'I am Not Riadrox';}
— এই কোডটা কোনো পেজে বসালে এরকমই Show করবে Execute হবে না। কিন্তু আপনি চাচ্ছেন Execute করতে।
–** অর্থ্যাৎ আপনি যদি চান User Id যদি 1 হয় তবে পেজটিতে কোডটি Show না করে Riadrox Show করুক তবে নিচের নিয়ম অনুসরন করুন।
ইনস্টলেশনঃ
## Insert_php Zip ফাইলটি নিচ থেকে ডাউনলোড করে আপনার সাইটের সার্ভারের wp-content/plugin ফোল্ডারে আপলোড দিন।
Plugin 3kb
## Unzip করে দেখুন Insert_php নামে ফোল্ডার আছে ঐটা wp-content/plugin ফোল্ডারে Move করুন।
##এবার ড্যাশবোর্ড থেকে Plugin এ যান এবং Insert_php একটিভ করুন।
## কাজ শেষ।
এবার উপরের কোডটি এভাবে কোনো পেজে বসালেই কোডটি এক্সিকিউট করবে।
[insert_php] $user = get_the_author_meta('ID'); if ( $user = '1') { echo 'Riadrox'; } else{ echo 'I am Not Riadrox'; } [/insert_php]
____ এই কোডটিতে ভাল করে লক্ষ করে দেখুন
PHP কোডটির Start Tag এর জায়গায় যথাক্রমে [insert_php] ও [/insert_php] বসিয়েছি।
## এভাবে আপনিও কোড বসান।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
টিওনার পদ দেন দয়াকরে।
আর কেও যদি সাহায্য করতে
পারলে করেন plz