প্রথমেই আপনি যেখানে হোস্টিং করেছেন সেখানে লগিন করুন। সেখান থেকে আপনার সাইটের এর ফাইল ম্যানেজারে যান। এবার আপনার সাইটের রুট ফোল্ডারের একটি ফাইল এডিট করব।
এখন আপনার সাইটের wp-admin.php ফাইলটি এডিট করতে হবে। একেক হোস্টিং কোম্পানির একেক সিস্টেম। আপনি যদি সি প্যানেল ইউস করেন তাহলে wp-login.php ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট এ ক্লিক করুন। অথবা যাদের ফাইল ম্যানেজারে এই ফাইলের পাশে চেক বক্স আছে তারা চেক বক্সটি চেক করে(টিক চিহ্ন দিয়ে) উপরের এডিট বাটনে ক্লিক করুন।
এবার http://wordpress.org/ এই লেখাটি খুঁজে বের করুন এবং আপনার ওয়েব এড্রেস বসিয়ে দিন সেটি মুছে। যেমন- http://আপনারওয়েবসাইট/
এবার এটার নিচের লাইনেই আরেকটি লেখা পাবেন। সেটি হল- Powered By WordPress। এখন সেটি মুছে আপনি যা লিখতে চান সেটি লিখতে পারেন। এবার ফাইলটি সার্ভারে সেভ করুন।
এবার 274×63 সাইজের একটি ইমেজ তৈরি করুন, logo-login.png নামে সেটি সেভ করুন এবং সেটি রিপ্লেস করুন নিচের এড্রেসের ফাইলটির সাথে। আপনার সাইটের রুট ফোল্ডার/wp-admin/images/logo-login.png
তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন আমি যে যে কোড গুলো পরিবর্তন করতে বলেছি শুধু সেগুলোই পরিবর্তন করবেন। কোন চিহ্নতে হাত দেয়ার দরকার নেই। যেমন- ‘ ( ) ইত্যাদি।
ব্যাস কাজ শেষ।
ধন্যবাদ।
কম টাকায় ট্রিকবিডির মত সেম টু সেম অরজিনাল থিম দিয়ে সাইট লাগলে যোগাযোগ করুন 01785829489