Site icon Trickbd.com

[Email Forward] এবার আপনি নিজেই তৈরি করুন একটি কাস্টম Email (you@yourdomain.com) । সবকিছু ফ্রিতে হবে। যেমন: support@trickbd.com ।

Unnamed

আস্সালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কেননা ট্রিকবিডি Family এর সাথে থাকলে সবাই ভালো থাকেন।

আজকের এই পোস্টটির মাধ্যমে আপনি একটি কাস্টম Email তৈরি করতে পাবেন।

কাস্টম Email টি ঠিক ” you@yourdomain.com” এরকম হবে।

উদাহরণ হিসেবে আমরা ট্রিকবিডি এর Support মেইলের কথাটি বলতে পারি। support@trickbd.com

তাহলে এবার শুরু করা যাক।

ধাপ – 1:

প্রথমে আপনি Freenom থেকে একটি Domain নিন।
তারপর আপনার হোস্টিং অনুযায়ী Domain Name Server (DNS) ঠিক করে নিন।

[বিঃদ্রঃ- DNS ঠিক করতে না পারলে কমেন্টে বলবেন।]

ধাপ – 2:

এবার আপনি আপনার cPanel এ যান। তারপর স্ক্রিনশর্ট অনুযায়ী Forward এ যান।

তারপর নিচের মতো একটা পেজ পাবেন।

এখানে আপনি দুটি Box পাবেন। প্রথম বক্সে আপনি আপনার মেইলের নাম দিন। যেমন: support@trickbd.com. এখানে support শব্দটি মেইলের নাম।

তারপর দ্বিতীয় বক্সে আপনার G-mail or Yahoo Mail দিন।
তো মেইলটি সঠিক মেইল দিবেন।
কারণ তো মেইলটিতে সকল মেইলগুলো Forward হয়ে আসবে।

এবার নিচে proof দেখুনঃ


আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন। আর না বুঝলে তো কমেন্ট বক্সে আছেই।

Exit mobile version