আস্সালামু আলাইকুম বন্ধুরা। আসা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কেননা ট্রিকবিডি Family এর সাথে থাকলে সবাই ভালো থাকেন।
আজকের এই পোস্টটির মাধ্যমে আপনি একটি কাস্টম Email তৈরি করতে পাবেন।
কাস্টম Email টি ঠিক ” you@yourdomain.com” এরকম হবে।
উদাহরণ হিসেবে আমরা ট্রিকবিডি এর Support মেইলের কথাটি বলতে পারি। support@trickbd.com
তাহলে এবার শুরু করা যাক।
ধাপ – 1:
প্রথমে আপনি Freenom থেকে একটি Domain নিন।
তারপর আপনার হোস্টিং অনুযায়ী Domain Name Server (DNS) ঠিক করে নিন।
ধাপ – 2:
এবার আপনি আপনার cPanel এ যান। তারপর স্ক্রিনশর্ট অনুযায়ী Forward এ যান।
তারপর নিচের মতো একটা পেজ পাবেন।
এখানে আপনি দুটি Box পাবেন। প্রথম বক্সে আপনি আপনার মেইলের নাম দিন। যেমন: support@trickbd.com. এখানে support শব্দটি মেইলের নাম।
তারপর দ্বিতীয় বক্সে আপনার G-mail or Yahoo Mail দিন।
তো মেইলটি সঠিক মেইল দিবেন।
কারণ তো মেইলটিতে সকল মেইলগুলো Forward হয়ে আসবে।
আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন। আর না বুঝলে তো কমেন্ট বক্সে আছেই।
তবে এটা Unique
তবে এটা Unique
কপি হলে Author পদ ছেড়ে দিব।
wapkate kivabe kore
আমি Change করব কেমনে?
কপি হলে Author পদ ছেড়ে দিব।