Site icon Trickbd.com

ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ০৯ (ডোমাইন এবং হোস্টিং সেটাপ)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাকুম প্রথম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

কিভাবে আপনার ওয়েব সাইট এর সাথে ডোমেইন এড করবেন?

তাহলে চলুন শুরু করা যাক।

আমরা প্রথমে চলে যাব Freenom.com এ।

তার পর দেখুন লেখা আছে “Find a new free domain” এবং নিচে থাকা Check Available বাটনে ক্লিক করে দেখে নিন।
নিচের মত পিক দেখুন।

এর পর সার্চকৃত ডোমেইন সিলেক্ট করে চেক আউট এ ক্লিক করেন
পিক দেখুন

এর পর সম্য বেঁধে দিন। কয় মাসের জন্য আপনি ডোমেইনটা নিতে চান?

সর্বশেষ ৩ মাস এবং ফ্রিতে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত স্থায়ী ভাবে নিতে পারবেন।

তো চলুন ১২ মাস দিয়ে Continue দিই।

এর পর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ই-মেইল এড্রেস দিয়ে নিচে থাকা ট্রিমস কন্ডিশন বাটনে টিক দিয়ে কম্পলিট অর্ডারে ক্লিক করুন।
পিক দেখুন

এখন আপনাকে ড্যাসবোর্ডে নিয়ে যাবে।

নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন My Domain লিংকে!

ক্লিক করুন এবং ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট টুলস

এর ড্রপডাউন মেনুতে ক্লিক করুণ এবং সিলেক্ট করুণ Name Server

এর পর কাস্টম নেইম সার্ভার বক্সে টিক দিন এবং আপনার হোস্টিং এর নেইম সার্ভার বসিয়ে সেভড চেঞ্জ এ ক্লিক করুণ।

এবার চলে যান আপনার সি প্যানেলে।

সি প্যানেল থেকে খুঁজে বের করুণ Aliases (Parked Domain)

ক্লিক করুণ এবং Create a new parked domain

বক্সে ডোমেইন এর নাম লিখুন যেটা আপনি ফ্রি নোমে তৈরি করেছিলেন এবং Add parked domain বাটনে ক্লিক করুণ।

আপনার নেইম সার্ভার ঠিক থাকলে ২৪-৭২ ঘন্টার মধ্যে এক্টিভ হয়ে যাবে।

এটা অবশ্য বেশি সময় নেয় না।
সব ঠিকঠাক থাকলে Congratulation জানাবে।


এবার আপনার সাইটের লিংক নিয়ে ভিজিট করে দেখেনিন। ব্যাস কাজ কমপ্লিট।

ভাল লাগলে শেয়ার করুণ।
সাবস্ক্রাইব করুণ আমাদের চ্যানলেকে।

সমস্যা হলে জানাতে ভুলবেন না আমাদের।
আমরা অতি দ্রুত চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার।

আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন।

সাথে থাকার জন্য ধন্যবাদ।