বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাকুম প্রথম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

কিভাবে আপনার ওয়েব সাইট এর সাথে ডোমেইন এড করবেন?

তাহলে চলুন শুরু করা যাক।

আমরা প্রথমে চলে যাব Freenom.com এ।

তার পর দেখুন লেখা আছে “Find a new free domain” এবং নিচে থাকা Check Available বাটনে ক্লিক করে দেখে নিন।
নিচের মত পিক দেখুন।

এর পর সার্চকৃত ডোমেইন সিলেক্ট করে চেক আউট এ ক্লিক করেন
পিক দেখুন

এর পর সম্য বেঁধে দিন। কয় মাসের জন্য আপনি ডোমেইনটা নিতে চান?

সর্বশেষ ৩ মাস এবং ফ্রিতে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত স্থায়ী ভাবে নিতে পারবেন।

তো চলুন ১২ মাস দিয়ে Continue দিই।

এর পর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ই-মেইল এড্রেস দিয়ে নিচে থাকা ট্রিমস কন্ডিশন বাটনে টিক দিয়ে কম্পলিট অর্ডারে ক্লিক করুন।
পিক দেখুন

এখন আপনাকে ড্যাসবোর্ডে নিয়ে যাবে।

নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন My Domain লিংকে!

ক্লিক করুন এবং ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট টুলস

এর ড্রপডাউন মেনুতে ক্লিক করুণ এবং সিলেক্ট করুণ Name Server

এর পর কাস্টম নেইম সার্ভার বক্সে টিক দিন এবং আপনার হোস্টিং এর নেইম সার্ভার বসিয়ে সেভড চেঞ্জ এ ক্লিক করুণ।

এবার চলে যান আপনার সি প্যানেলে।

সি প্যানেল থেকে খুঁজে বের করুণ Aliases (Parked Domain)

ক্লিক করুণ এবং Create a new parked domain

বক্সে ডোমেইন এর নাম লিখুন যেটা আপনি ফ্রি নোমে তৈরি করেছিলেন এবং Add parked domain বাটনে ক্লিক করুণ।

আপনার নেইম সার্ভার ঠিক থাকলে ২৪-৭২ ঘন্টার মধ্যে এক্টিভ হয়ে যাবে।

এটা অবশ্য বেশি সময় নেয় না।
সব ঠিকঠাক থাকলে Congratulation জানাবে।


এবার আপনার সাইটের লিংক নিয়ে ভিজিট করে দেখেনিন। ব্যাস কাজ কমপ্লিট।

ভাল লাগলে শেয়ার করুণ।
সাবস্ক্রাইব করুণ আমাদের চ্যানলেকে।

সমস্যা হলে জানাতে ভুলবেন না আমাদের।
আমরা অতি দ্রুত চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার।

আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

30 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ০৯ (ডোমাইন এবং হোস্টিং সেটাপ)"

  1. MD_Tuofiq Contributor says:
    এটাই হয়ে গেল?? কোন ডিজাইন করা লাগবে না? আমি দেখলাম যে যেকোন website full খোলা থেকে শুরু করে ডিজাইন করা এবং কিভাবে কি করলে ফুল সাইড ব্যবহার করা যাবে তা দেখলাম না
    1. শিশির Author Post Creator says:
      পর্ব শেষ হইছে?? বেশ কয়েকজন মেসেজ করে বলছেন তাই এইটা দেখাইলাম। তা ছাড়া থিম ডিজাইন করা দেখাব এবং অন্য সব কাজ কিভাবে প্লাগিন বানাইতে সেটাও দেখাবো। কিন্তু সবাই কেমন অধৈর্য হয়ে গেছে। বুঝতে পারছি না কিছু।
    2. Ashraf uddin Author says:
      হ্যা ভাই তাড়াহুড়া কাজ ভালো হয়না।
      আস্তে আস্তে করেন।
      ধন্যবাদ।
      পোস্ট টা সেই হইছে।
      কিন্তু Ss গুলা একটু প্রবলেম
    3. শিশির Author Post Creator says:
      কি কি সমস্যা হইছে ভাই জানাবেন প্লিজ, আগামীতে সমস্যা গুলো দূর করার চেষ্টা করব। ১৩ পর্ব পর্যন্ত টিউন লিখে রাখছি শুধু টিউন করা বাকি। আপনাদের মতামতের প্রেক্ষিতে টিউন পাবলিশ করবো, ধন্যবাদ ভাই।
    4. Ashraf uddin Author says:
      ভাই Mx player diya ss dicen seTa deka jacce
  2. sojib.khan Contributor says:
    vai xiaomi redmi 5a. 8000 takai kena jabe ki.sorome theke.
    1. শিশির Author Post Creator says:
      দেশের যে কোনো শাওমির শো-রুমে পাওয়া যাবে।
    2. sojib.khan Contributor says:
      8000 takai dibe??
    3. শিশির Author Post Creator says:
      বলতে পারছি না ভাই, দুঃখিত।
    4. sojib.khan Contributor says:
      ok. No problem
  3. Mahbub Subscriber says:
    vai,
    free hosting
    e to account khulle koyek ghontar moddhei suspend hoye jai
    1. Alamgir Author says:
      infinity valo ase. Amo koekmas dore khulsi ban hoy nai. R akta mobile theke akta acount khulle somossa nai.
    2. শিশির Author Post Creator says:
      হুম ভাই
    3. শিশির Author Post Creator says:
      আমি শুরু থেকে কাজ করতেছি কিছু হয়নাই ভাই, মানলাম ডিলিট করে বা সাসপেন্ড করে কিন্তু সব হোস্টিং একই রকম নয়! ধন্যবাদ ভাই।
  4. শিশির Author Post Creator says:
    ট্রিকবিডি সাপোর্ট টিম কে অনুরোধ করবো। কেন আবার পোস্টটা নন-প্রফিট করলেন? প্রথমে একটা নন-প্রফিটে রাখছেন এবং আজকের পোস্টটা নন-প্রফিটে রাখলেন। মাঝের পর্ব গুলো কেন প্রফিটে রেখেছেন? একই ব্যক্তি, একই পোস্টের পর্ব তাহলে কেন ভিন্ন ব্যবহার? ধন্যবাদ অগ্রিম।
  5. Aabheer Leyon Contributor says:
    সব পর্ব গুলো দিয়েন।ট্রিকবিডিতে আজ পর্যন্ত অনেকেই ওয়েবসাইট বানানোর পোস্ট করেছে কিন্তু বেশির ভাগ ব্যক্তিই সব পর্ব গুলো দেয় না।আসা করি আপনি দিবেন সব গুলো।
    1. শিশির Author Post Creator says:
      ১৩ পর্ব পর্যন্ত টিউন লিখে রাখছি শুধু টিউন করা বাকি। আপনাদের মতামতের প্রেক্ষিতে টিউন পাবলিশ করবো, ধন্যবাদ ভাই।
  6. Mahfuz Saim Contributor says:
    vai, ekta request.. Please next post e ssl certificate adding niye koren… I am facing problem
    1. Server ErroR Author Post Creator says:
      ইনশাহ আল্লাহ্‌ ট্রাই করবো, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
  7. Mahfuz Saim Contributor says:
    Vai, aro ekta question….. Eituku korlei ki hoye jabe
    1. Server ErroR Author Post Creator says:
      ওকে ধন্যবাদ ভাই
    2. Mahfuz Saim Contributor says:
      amrta akhono hoyni keno?????????
    3. Server ErroR Author Post Creator says:
      কাজ এখনো অনেক বাকি। মাত্র ০৯ পর্ব চলতেছে। সাথে থাকুন শিখতে থাকুন, ধন্যবাদ ভাই।
    4. Mahfuz Saim Contributor says:
      https na diye http dile khoti????
  8. Shishir Contributor says:
    ধন্যবাদ। প্রতিদিন একটি করে পোস্ট করলে ভালো হয়।
    1. Server ErroR Author Post Creator says:
      ইনশাহ আল্লাহ ট্রাই করবো, ধন্যবাদ ভাই
  9. Firoj880 Contributor says:
    ami apnar sate kico kota bolte cai apnar Whatsapp namber ta den na dite caile amar ta nen 01642744782
    1. Server ErroR Author Post Creator says:
      ফেইসবুকে মেসেজ করুন মেসেজ করুন
  10. Firoj880 Contributor says:
    ami apnar sate kico kota bolte cai apnar Whatsapp namber ta den na dite caile amar ta nen 01642744782
    1. Server ErroR Author Post Creator says:
      Contact me with facebook. Click here

Leave a Reply