প্রথমেই বলে রাখি। এটা যারা জানেন না তাদের জন্য।
আমিও প্রথমে জানতাম না ।
এবং Google এ অনেক খুজোঁখুজি করেছি তবুও কোনো সল্যুশন পাইনি। আজ হঠাৎ মনে হলো যে, আমার মত আরো অনেক মানুষ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করছে যারা নিজেদের সাইটে মোবাইল ও ডেস্কটপ ভার্শন থীম ব্যবহার/সুইচ ব্যবহার করতে পারছে না। তাদের জন্যই আজকের এই ছোট্ট টিউটোরিয়াল টি।
আমরা অনেকেই Any Mobile Theme Switcher এই প্লাগিন ইউজ করে থাকি। কিন্তু আমরা সবাই কিন্তু এটা দিয়ে থীম সুইচার একটিভ করতে পারিনি। যারা পারেনি তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল।
যেহেতু আমার টিউটোরিয়াল এর অভিজ্ঞতা Any Mobile Theme Switch এর পুরাতন ভার্শন দিয়ে। সেহেতু সবাইকে আমি সবাইকে সাজেষ্ট করব যেন আমার প্লাগিনটিই ইউজ করেন।
তবে আমার প্লাগিন দিয়ে একটিভ করার পর আপনি চাইলে আপডেট দিতে পারেন যদি প্লাগিনটি আপডেট চায়।
এতে আপনার সেটিং ঠিকই থাকবে।
আজাইরা কথা আর না বড়িয়ে এবার সরাসরি কাজে চলে যাই।
প্রথমেই আপনি Any Mobile Theme Switcher.zip (Size:97 KB) প্লাগিন টি এখান থেকে ডাউনলোড করে নিবেন।
তারপর আপনি আপনার WordPress সাইটের এডমিন আইডি তে লগিন করুন।
তারপর,
Your Site.com/wp-admin/themes.php
এ গিয়ে ডেস্কটপ ভার্শন এ যে থীম রাখতে চান সেটা এখন ইনষ্টল করে নিন।
এবার যেই প্লাগিন টি ডাউনলোড করেছিলেন
Yoursite.com/wp-admin/plugin-install.php?tab=upload
এই লিংক এ প্রবেশ করুন এবং তা এখানে আপলোড দিন ।
নিচের স্ক্রিনশট টি দেখুনঃ
এখানে আপলোড করার পর Plugin টি একটিভ করে সরাসরি আপনার ড্যাশবোর্ড এ চলে যান
Yoursite.com/wp-admin/
এ
এবং Settings এ ক্লিক করুন
তারপর নিচে থেকে Any Mobile Theme এ ক্লিক করুন।
এবার দেখুন নিচের স্ক্রিনশট দুটির মত একটি পেজ আসবে↓↓
এখন থেকে যতগুলা Selection আছে সবগুলাতে আপনার সাইটের মোবাইল ভার্শন থীমটি সিলেক্ট করুন।
এবং নিচের স্ক্রিনশট এর মত Save Change এ ক্লিক করুন।
আপনাকে স্বাগতম! আপনার সাইটে মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে প্রবেশ করে দেখুন আপনার সাইটে অটোমেটিক মোবাইল দিয়ে প্রবেশ করলে মোবাইল থীম এবং ডেস্কটপ দিয়ে প্রবেশ করলে ডেস্কটপ ভার্শন থীম ইনষ্টল হয়ে তা একটিভ হয়ে যাবে। এবং আপনার সাইটে অটোমেটিক ডেস্কটপ ও মোবাইল ভার্শন থীম চলবে।।
মোবাইলঃ
কোনো ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
আর পোষ্টটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন।।