প্রথমেই বলে রাখি। এটা যারা জানেন না তাদের জন্য।
আমিও প্রথমে জানতাম না ।

বিঃদ্রঃ আমার পোষ্টে আপলোড করা প্লাগিনটি indishare এ আপলোড করেছি।। ট্রিকবিডির মোডেটর ভাইয়েরা একটু বলবেন যদি কোনো সমস্যাহয় ডাউনলোড করতে।। কেননা এই সাইট থেকে ডাউনলোড করা আমি মনেকরি সবচেয়ে সহয

এবং Google এ অনেক খুজোঁখুজি করেছি তবুও কোনো সল্যুশন পাইনি। আজ হঠাৎ মনে হলো যে, আমার মত আরো অনেক মানুষ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করছে যারা নিজেদের সাইটে মোবাইল ও ডেস্কটপ ভার্শন থীম ব্যবহার/সুইচ ব্যবহার করতে পারছে না। তাদের জন্যই আজকের এই ছোট্ট টিউটোরিয়াল টি।
আমরা অনেকেই Any Mobile Theme Switcher এই প্লাগিন ইউজ করে থাকি। কিন্তু আমরা সবাই কিন্তু এটা দিয়ে থীম সুইচার একটিভ করতে পারিনি। যারা পারেনি তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল।
যেহেতু আমার টিউটোরিয়াল এর অভিজ্ঞতা Any Mobile Theme Switch এর পুরাতন ভার্শন দিয়ে। সেহেতু সবাইকে আমি সবাইকে সাজেষ্ট করব যেন আমার প্লাগিনটিই ইউজ করেন।
তবে আমার প্লাগিন দিয়ে একটিভ করার পর আপনি চাইলে আপডেট দিতে পারেন যদি প্লাগিনটি আপডেট চায়।
এতে আপনার সেটিং ঠিকই থাকবে।
আজাইরা কথা আর না বড়িয়ে এবার সরাসরি কাজে চলে যাই।

প্রথমেই আপনি Any Mobile Theme Switcher.zip (Size:97 KB) প্লাগিন টি এখান থেকে ডাউনলোড করে নিবেন।

আপনি চাইলে Google Drive থেকেও ডাউনলোড করতে পারেন।

তারপর আপনি আপনার WordPress সাইটের এডমিন আইডি তে লগিন করুন।
তারপর,

যদি আপনি অলরেডি মোবাইল ভার্শন থীম ইউজ করেন তাহলে Your Site.com/wp-admin/themes.php এ গিয়ে ডেস্কটপ ভার্শন এ যে থীম রাখতে চান সেটা এখন ইনষ্টল করে নিন।

এবার যেই প্লাগিন টি ডাউনলোড করেছিলেন
Yoursite.com/wp-admin/plugin-install.php?tab=uploadএই লিংক এ প্রবেশ করুন এবং তা এখানে আপলোড দিন ।
নিচের স্ক্রিনশট টি দেখুনঃ

এখানে আপলোড করার পর Plugin টি একটিভ করে সরাসরি আপনার ড্যাশবোর্ড এ চলে যান

Yoursite.com/wp-admin/

এবং Settings এ ক্লিক করুন

তারপর নিচে থেকে Any Mobile Theme এ ক্লিক করুন।

এবার দেখুন নিচের স্ক্রিনশট দুটির মত একটি পেজ আসবে↓↓
এখন থেকে যতগুলা Selection আছে সবগুলাতে আপনার সাইটের মোবাইল ভার্শন থীমটি সিলেক্ট করুন।

এবং নিচের স্ক্রিনশট এর মত Save Change এ ক্লিক করুন।

আপনাকে স্বাগতম! আপনার সাইটে মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে প্রবেশ করে দেখুন আপনার সাইটে অটোমেটিক মোবাইল দিয়ে প্রবেশ করলে মোবাইল থীম এবং ডেস্কটপ দিয়ে প্রবেশ করলে ডেস্কটপ ভার্শন থীম ইনষ্টল হয়ে তা একটিভ হয়ে যাবে। এবং আপনার সাইটে অটোমেটিক ডেস্কটপ ও মোবাইল ভার্শন থীম চলবে।।

নিচে আমাদের সাইটের স্ক্রিনশট দুটি দিলামঃ

ডেস্কটপঃ

মোবাইলঃ

কোনো ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
আর পোষ্টটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন।।

20 thoughts on "যেভাবে আপনার WordPress সাইটে মোবাইল ও ডেস্কটপ উভয় থীম ব্যাবহার করবেন।"

    1. Fahim Author Post Creator says:
      ভাই।। indishare এ কোনো প্রব্লেম হবে না তো?
    2. Mahedi Hasan Khoka Contributor says:
      G-Drive best think
    3. Fahim Author Post Creator says:
      Vai. Google drive e toh url up hoy na. Ok thanks.

      Google Drive

  1. ridoymini Contributor says:
    এই পোস্টটা ট্রিকবিডিততে অনেক বার করা হয়েছে

    নতুন কিছু পারলে দেন

    1. Fahim Author Post Creator says:
      কথাটা বলা সহয।। Link Please.. অন্ত্যত অনুরুপ ২টার লিংক দেন প্লিজ।। নইলে ভবিশ্যতে এমন কমেন্ট করিবেন নাহ।।
  2. Shadin Contributor says:
    আমার কাছে ডেস্কটপ নাই। তাহলে অটোমেটিক তা Desktop theme সেট হবে কিভাবে?
    1. Fahim Author Post Creator says:
      ব্রাদার, আপনার যদি ডেক্সটপ ভার্শন থীম+মোবাইল ভার্শন থীম আপনার সাইটে আপলোড দেওয়া না থাকে তাহলে এই নিওম আপনার জন্য নহে।।

      আর যদি টেষ্ট করে দেখিতে চান যে ডেক্সটপ এ আপনাত সাইট কেমন দেখতে হবে। তাহলে, Puffin Browser ইউজ করিতে পারেন আপনার এন্ড্রুয়েড ডিভাইসে।।

    2. Shadin Contributor says:
      আমার সাইটে দুটো থিমই (D+M) ইনস্টল করা আছে।
    3. Fahim Author Post Creator says:
      ?
    4. Shadin Contributor says:
      সাপ কেন?
    5. Fahim Author Post Creator says:
      আপনার কমেন্ট বুঝিনি
  3. Soyon Contributor says:
    Help Bro
    Ami soyonbd.wordpress.com Notun Site Khulse….
    ata TrickBD er Moto Korte Parvo
    1. Fahim Author Post Creator says:
      ভাই WordPress এর অফিশিয়াল এ হোষ্টেড সাইটগুলাতে কাষ্টম থীম ইনষ্টল দিতে হলে ওয়ার্ডপ্রেস কে টাকা দিতে হয়।।
  4. Soyon Contributor says:
    ভাই অামার টা কি অফিশিয়াল….
    1. Fahim Author Post Creator says:
      হুম
  5. A R Akash Contributor says:
    নতুন দের জন্য এই পোষ্ট টা খুবি উপকারের, যেমন আমার জন্য পোষ্ট খুবি হেল্পফুল ধন্যবাদ
  6. JUAL Contributor says:
    হয়না তো।আমনার সাইটের সর্ব প্রথম খোলার পর কোন থিম ছিল।বলেন।
  7. JUAL Contributor says:
    হয়না তো।আপনার সাইট সর্ব প্রথম খোলার পর কোন থিম ছিল।বলেন।
  8. Fahim Author Post Creator says:
    jual vai er kotha bujhini. ektu bistarito bolben please??

Leave a Reply